ETV Bharat / bharat

স্ত্রী ও দুই সন্তানসহ হায়দরাবাদের ইঞ্জিনিয়রের অস্বাভাবিক মৃত্যু - হায়দরাবাদ

হায়দরাবাদে একই পরিবারের চার সদস্যের মৃত্যু ৷ পুলিশের অনুমান স্ত্রী ও দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মঘাতী হয়েছে যুবক ৷

Hyderabad
ছবি
author img

By

Published : Mar 2, 2020, 3:10 PM IST

হায়দরাবাদ, 2 মার্চ : একই পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যু হায়দরাবাদে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হস্তিনাপুরম এলাকায় ৷ মৃত ওই চার জনের মধ্যে রয়েছে প্রদীপ (33), তার স্ত্রী স্বাতী (29) এবং তাদের দুই সন্তান কল্যাণ কৃষ্ণ (6) ও জয় কৃষ্ণ (2) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী ও দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছে প্রদীপ ৷

গত 29 ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ৷ পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, সারারাত দুই শিশু ও স্ত্রীর মৃতদেহর সঙ্গে কাটানোর পর গতরাতে আত্মহত্যা করেন প্রদীপ ৷ প্রদীপ পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়র ৷ একটি নামি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি ৷ আর্থিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ৷

পরিবারের চার সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রদীপ আগে থাকত তেলাঙ্গানার নালগোন্ডা জেলায় ৷ বছর দুই আগেই সে হস্তিনাপুরে নিজস্ব বাড়ি বানিয়েছিল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

হায়দরাবাদ, 2 মার্চ : একই পরিবারের চারজনের অস্বাভাবিক মৃত্যু হায়দরাবাদে ৷ ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হস্তিনাপুরম এলাকায় ৷ মৃত ওই চার জনের মধ্যে রয়েছে প্রদীপ (33), তার স্ত্রী স্বাতী (29) এবং তাদের দুই সন্তান কল্যাণ কৃষ্ণ (6) ও জয় কৃষ্ণ (2) ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রী ও দুই সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যা করেছে প্রদীপ ৷

গত 29 ফেব্রুয়ারি রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে ৷ পুলিশের তরফে অনুমান করা হচ্ছে, সারারাত দুই শিশু ও স্ত্রীর মৃতদেহর সঙ্গে কাটানোর পর গতরাতে আত্মহত্যা করেন প্রদীপ ৷ প্রদীপ পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়র ৷ একটি নামি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি ৷ আর্থিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে ৷

পরিবারের চার সদস্যের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ প্রদীপ আগে থাকত তেলাঙ্গানার নালগোন্ডা জেলায় ৷ বছর দুই আগেই সে হস্তিনাপুরে নিজস্ব বাড়ি বানিয়েছিল ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.