ETV Bharat / bharat

সোশাল মিডিয়ার "যোদ্ধারা" সীমান্তে গিয়ে যুদ্ধ করুন, উপদেশ শহিদের স্ত্রীর

সোশাল মিডিয়ার "দেশপ্রেমীদের" সীমান্তে গিয়ে যুদ্ধ করার উপদেশ দিলেন শহিদ বায়ুসেনা নিনাদ মান্ধাবগানের স্ত্রী বিজেতা। ২৭ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের বরগামে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার Mi-১৭ চপার। এই ঘটনায় মৃত্যু হয় ছয় বায়ুসেনা অফিসার সহ এক সাধারণ নাগরিকের। এই ছয় বায়ুসেনার অফিসারদের মধ্যে একজন ছিলেন স্কোয়াড্রেন লিডার নিনাদ মান্ধাবগানে।

ফাইল ফোটো
author img

By

Published : Mar 3, 2019, 11:50 PM IST

নাসিক, ৩ মার্চ : সোশাল মিডিয়ার "দেশপ্রেমীদের" সীমান্তে গিয়ে যুদ্ধ করার উপদেশ দিলেন শহিদ বায়ুসেনা নিনাদ মান্ধাবগানের স্ত্রী বিজেতা। ২৭ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের বরগামে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার Mi-১৭ চপার। এই ঘটনায় মৃত্যু হয় ছয় বায়ুসেনা অফিসার সহ এক সাধারণ নাগরিকের। এই ছয় বায়ুসেনার অফিসারদের মধ্যে একজন ছিলেন স্কোয়াড্রেন লিডার নিনাদ মান্ধাবগানে। তাঁর দু'বছরের এক শিশুকন্যা আছে।

নিনাদের স্ত্রী বিজেতা সাংবাদিকদের বলেন, "পুলওয়ামা হামলা নিয়ে TV ও সোশাল মিডিয়া অনেক কিছু বলেছে। নানা স্লোগান উঠছে। আপনারা যদি সত্যিই পরিবর্তন চান তাহলে ছোট্ট একটা কাজ করুন। আপনি পরিবারের সদস্যদের সেনাবাহিনীতে যোগ দিতে বলুন অথবা আপনি নিজে সেনাবাহিনীতে যোগ দিন। সেটাও যদি করতে না পারেন তাহলে ছোটো ছোটো কাজ করে দেশকে সাহায্য করুন। আপনি আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, রাস্তা পরিষ্কার রাখুন, জনসমক্ষে মূত্র ত্যাগ করবেন না। মেয়েদের হেনস্থা করা থেকে বিরত থাকুন।" বিজেতার এই বক্তব্য এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এছাড়া বিজেতা সংবাদ সংস্থা IANS-কে বলেন, " আমরা যুদ্ধ চাই না। আমরা চাই না যুদ্ধের কারণে কারও কোনও ক্ষতি হোক। আমরা চাই না নিনাদের মতো আর কেউ আমাদের ছেড়ে চলে যাক। সোশাল মিডিয়ার যোদ্ধারা আপনারা মন্তব্য করা বন্ধ করুক। আপনারা যদি সত্যিই যুদ্ধ চান তাহলে সীমান্তে গিয়ে যুদ্ধ করুন।"

undefined

নাসিক, ৩ মার্চ : সোশাল মিডিয়ার "দেশপ্রেমীদের" সীমান্তে গিয়ে যুদ্ধ করার উপদেশ দিলেন শহিদ বায়ুসেনা নিনাদ মান্ধাবগানের স্ত্রী বিজেতা। ২৭ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের বরগামে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার Mi-১৭ চপার। এই ঘটনায় মৃত্যু হয় ছয় বায়ুসেনা অফিসার সহ এক সাধারণ নাগরিকের। এই ছয় বায়ুসেনার অফিসারদের মধ্যে একজন ছিলেন স্কোয়াড্রেন লিডার নিনাদ মান্ধাবগানে। তাঁর দু'বছরের এক শিশুকন্যা আছে।

নিনাদের স্ত্রী বিজেতা সাংবাদিকদের বলেন, "পুলওয়ামা হামলা নিয়ে TV ও সোশাল মিডিয়া অনেক কিছু বলেছে। নানা স্লোগান উঠছে। আপনারা যদি সত্যিই পরিবর্তন চান তাহলে ছোট্ট একটা কাজ করুন। আপনি পরিবারের সদস্যদের সেনাবাহিনীতে যোগ দিতে বলুন অথবা আপনি নিজে সেনাবাহিনীতে যোগ দিন। সেটাও যদি করতে না পারেন তাহলে ছোটো ছোটো কাজ করে দেশকে সাহায্য করুন। আপনি আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, রাস্তা পরিষ্কার রাখুন, জনসমক্ষে মূত্র ত্যাগ করবেন না। মেয়েদের হেনস্থা করা থেকে বিরত থাকুন।" বিজেতার এই বক্তব্য এখন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এছাড়া বিজেতা সংবাদ সংস্থা IANS-কে বলেন, " আমরা যুদ্ধ চাই না। আমরা চাই না যুদ্ধের কারণে কারও কোনও ক্ষতি হোক। আমরা চাই না নিনাদের মতো আর কেউ আমাদের ছেড়ে চলে যাক। সোশাল মিডিয়ার যোদ্ধারা আপনারা মন্তব্য করা বন্ধ করুক। আপনারা যদি সত্যিই যুদ্ধ চান তাহলে সীমান্তে গিয়ে যুদ্ধ করুন।"

undefined

Jhansi (Uttar Pradesh), Mar 03 (ANI): Union Minister of Shipping and Water Resources Nitin Gadkari and Union Minister of Drinking Water and Sanitation Uma Bharti along with Uttar Pradesh Deputy Chief Minister Keshav Prasad Maurya inaugurated several projects in Uttar Pradesh's Jhansi district today. Speaking at the programme, Nitin Gadkari said, "I declare 550 km long Betwa River as a waterway on behalf of my department. I am not one of those who show people dreams, I also fulfill the dreams."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.