শ্রীনগর, 15 মার্চ : স্নো লেপার্ড ব্রিগেডের দাওয়ার ব্যাটেলিয়ন তুষারপাতের জন্য আটকে থাকা 160 জনকে আজ উদ্ধার করে । তাঁদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল । তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।
প্রবল তুষারপাতের কারণে গুরেজ় উপত্যকার সঙ্গে জম্মু-কাশ্মীরের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে । ফলে সেখানে আটকে পড়ে অনেকেই । আজ তাঁদের উদ্ধার করে গুরেজ় উপত্যকার দাওয়ার ও সোনারওয়েন সেনা হেলিপ্যাড থেকে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
আটকে থাকা মানুষদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর ছিল । সেনার তরফে দাওয়ারের বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার করা হয় তাঁদের । সেনার এই সহযোগিতার জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছে ।