ETV Bharat / bharat

একই পরিবারের 23 জন আক্রান্ত কোরোনায় - Siwan matter

সিওয়ান বিহারের কোরোনা সংক্রমণের হট স্পট হয়ে উঠেছে । ওমান থেকে আসা এক ব্যক্তির শরীরে প্রথম কোরোনা সংক্রমণ পাওয়া যায় ৷ এরপর তাঁর পরিবারের 23 জন সদস্যের শরীরেও সংক্রমণ পাওয়া যায় ৷

siwan-became-hotspot-of-corona-in-bihar
বিহারে কোরোনার হট স্পট সিওয়ান, মোট আক্রান্ত 29
author img

By

Published : Apr 11, 2020, 11:22 PM IST

Updated : Apr 12, 2020, 12:22 PM IST

সিওয়ান, 11 এপ্রিল : বিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 ৷ যার মধ্যে একই পরিবারের 23 জন আক্রান্ত । এছাড়াও বড়হরিয়াতে 2 ও হাসানপুরা, পাছরুখি, নওতন, দারুলিতে 1 জন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ প্রত্যেকেই আয়ুর্বেদিক কলেজে চিকিৎসাধীন ৷

সিওয়ান বিহারের কোরোনা সংক্রমণের হট স্পট হয়ে উঠেছে । ওমান থেকে আসা এক ব্যক্তির শরীরে প্রথম কোরোনা সংক্রমণ পাওয়া যায় ৷ এরপর তাঁর পরিবারের 23 জন সদস্যের শরীরেও সংক্রমণ পাওয়া যায় ৷ তাদের মধ্যে 4 জন মহিলার বয়স 9 থেকে 20 বছরের মধ্যে ৷ বাকি 3 জন পঞ্চাশোর্ধ্ব ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রশাসন প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ চালাচ্ছে ৷ কোরোন ভাইরাস সংক্রামিতের সংখ্যা বাড়ার পর প্রশাসন সিওয়ানের গোটা গ্রামকে পর্যবেক্ষণে রেখেছে ৷ সিওয়ান জেলা পরিবহন তথা তথ্য জনসংযোগ আধিকারিক ইটিভি ভারতকে জানায় , আক্রান্তদের চিকিৎসা চলছে ৷ 119 জন দক্ষ চিকিৎসক তাদের চিকিৎসা করছে ৷ সংক্রমণ কীভাবে ছড়িয়ে পড়ল , তার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

জানা গেছে , ওমান থেকে যে ব্যক্তি এসেছিল সে প্রথমে দিল্লি হয়ে পটনায় আসে ৷ পটনায় আসার পর সে সিওয়ান আসে ৷ তবে পটনা থেকে সে কীভাবে সিওয়ানে আসে তা এখনও জানা যায়নি ৷ তবে স্বাস্থ্যবিভাগের কর্মীরা ওই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের সন্ধানে রয়েছে ৷ খুঁজে বের করা হচ্ছে তাঁর ভ্রমণের ইতিহাস ৷

এবিষয়ে ডাঃ রাজকিশোর চৌধুরি বলেন, ওই ব্যক্তি পটনা থেকে কীভাবে সিওয়ানে এসেছেন তা এখনও ট্র্যাক করা যায়নি ৷ WHO ও UNICEF - এর মাধ্যমে সিওয়ান প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনও ব্যক্তিরই মনে রাখা সম্ভব নয় , সে কোন অটোতে বসে বাস স্ট্যান্ডে এসেছিলেন এবং কতজন লোক তাঁর সংস্পর্শে এসেছিল ৷

সিওয়ান, 11 এপ্রিল : বিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 ৷ যার মধ্যে একই পরিবারের 23 জন আক্রান্ত । এছাড়াও বড়হরিয়াতে 2 ও হাসানপুরা, পাছরুখি, নওতন, দারুলিতে 1 জন করে কোরোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে ৷ প্রত্যেকেই আয়ুর্বেদিক কলেজে চিকিৎসাধীন ৷

সিওয়ান বিহারের কোরোনা সংক্রমণের হট স্পট হয়ে উঠেছে । ওমান থেকে আসা এক ব্যক্তির শরীরে প্রথম কোরোনা সংক্রমণ পাওয়া যায় ৷ এরপর তাঁর পরিবারের 23 জন সদস্যের শরীরেও সংক্রমণ পাওয়া যায় ৷ তাদের মধ্যে 4 জন মহিলার বয়স 9 থেকে 20 বছরের মধ্যে ৷ বাকি 3 জন পঞ্চাশোর্ধ্ব ৷

জেলা প্রশাসন সূত্রে খবর, প্রশাসন প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ চালাচ্ছে ৷ কোরোন ভাইরাস সংক্রামিতের সংখ্যা বাড়ার পর প্রশাসন সিওয়ানের গোটা গ্রামকে পর্যবেক্ষণে রেখেছে ৷ সিওয়ান জেলা পরিবহন তথা তথ্য জনসংযোগ আধিকারিক ইটিভি ভারতকে জানায় , আক্রান্তদের চিকিৎসা চলছে ৷ 119 জন দক্ষ চিকিৎসক তাদের চিকিৎসা করছে ৷ সংক্রমণ কীভাবে ছড়িয়ে পড়ল , তার তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

জানা গেছে , ওমান থেকে যে ব্যক্তি এসেছিল সে প্রথমে দিল্লি হয়ে পটনায় আসে ৷ পটনায় আসার পর সে সিওয়ান আসে ৷ তবে পটনা থেকে সে কীভাবে সিওয়ানে আসে তা এখনও জানা যায়নি ৷ তবে স্বাস্থ্যবিভাগের কর্মীরা ওই ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেকের সন্ধানে রয়েছে ৷ খুঁজে বের করা হচ্ছে তাঁর ভ্রমণের ইতিহাস ৷

এবিষয়ে ডাঃ রাজকিশোর চৌধুরি বলেন, ওই ব্যক্তি পটনা থেকে কীভাবে সিওয়ানে এসেছেন তা এখনও ট্র্যাক করা যায়নি ৷ WHO ও UNICEF - এর মাধ্যমে সিওয়ান প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছে ৷ এই পরিস্থিতিতে কোনও ব্যক্তিরই মনে রাখা সম্ভব নয় , সে কোন অটোতে বসে বাস স্ট্যান্ডে এসেছিলেন এবং কতজন লোক তাঁর সংস্পর্শে এসেছিল ৷

Last Updated : Apr 12, 2020, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.