গ্যাংটক, 26 জুলাই : সিকিমে প্রথম কোরোনায় আক্রান্তের মৃত্যু । আজ 74 বছর বয়সি এক আক্রান্তের সরকারি হাসপাতালে মৃত্যু হয় । পূর্ব সিকিমের রঙলি সাব ডিভিশনের বাসিন্দা ছিলেন ওই বৃদ্ধ । স্বাস্থ্য বিভাগের ডিরেক্টর জেনেরাল পেমা টি ভুটিয়া জানিয়েছেন, আজ সকালে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে ।
কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর শনিবার রাতে ওই বৃদ্ধকে সিকিমের সরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল । ইনটেনসিভ কেয়ার ইউনিটে তাঁর চিকিৎসা চলছিল । সেখানেই মৃত্যু হয় তাঁর । ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল ওই বৃদ্ধের।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ওই বৃদ্ধের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন । রাজ্যের প্রত্যেকেকে তিনি সরকারি নির্দেশিকা মেনে চলার অনুরোধ করেন। সিকিমের স্বাস্থ্য বিভাগ প্রকাশিত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত সিকিমে সক্রিয় কোরোনায় আক্রান্তের সংখ্যা 357 ।