দিল্লি, 12 সেপ্টেম্বর : Covid -19 ভ্যাকসিন ট্রায়ালের জন্য পুনরায় স্বেচ্ছাসেবক নিয়োগের আগে পুনের সেরাম ইনস্টিটিউটকে ভারত ও ব্রিটেনের ডেটা সেফটি মনিটরিং বোর্ডের থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট আদায়ের নির্দেশ দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া । তার আগে স্থগিত হয়ে যাওয়া ট্রায়ালের জন্য রিক্রুটমেন্ট করা যাবে না । জানিয়েছেন DCGI- এর VG সোমানি ।
ব্রিটেনে অক্সফোর্ডের টিকার ট্রায়াল চলাকালীন এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ে । এরপর অ্যাস্ট্রাজেনেকা এই টিকার সব ধরনের আন্তর্জাতিক পরীক্ষা স্থগিত করে দেয় । যদিও সেরাম ট্রায়াল বন্ধ রাখেনি । এর কারণ জানতে চেয়ে সেরাম কে শো কজ নোটিস ধরান DCGI- এর সোমানি । তার একদিন পর ফের DCGI- এর তরফে ভ্যাকসিনের জন্য নতুন নিয়োগ নিয়ে নোটিস গেল সেরামের কাছে ।
যদিও বৃহস্পতিবার বিবৃতি জারি করে সেরাম জানায়, অ্যাস্ট্রাজেনেকার নির্দেশ না পাওয়া পর্যন্ত এদেশে কোরোনা ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে না । দেশের 17টি জায়গার 1600 স্বেচ্ছাসেবকের উপর কোভিশিল্ডের তৃতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ করবে পুনের সেরাম ইনস্টিটিউট । তবে আপাতত সেই পদ্ধতি বন্ধ রয়েছে ।