লখনউ, 27মে : লকডাউনের জেরে প্রচুর মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন । অনেকের নেই ভবিষ্যৎ নিশ্চয়তা । সবথেকে খারাপ অবস্থা পরিযায়ী শ্রমিকদের। তাঁদের দুর্দশার ছবি প্রায় প্রতিদিনই সামনে আসছে। আবারও এরকম এক ঘটনার সাক্ষী রইল দেশ। ঘটনা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশনের। সেখানে ট্রেন থামতেই একাংশ পরিযায়ী শ্রমিককে ট্রেন থেকে নেমে জলের বোতল লুট করতে দেখা গেল । পরিবর্তে জুটল লাঠির ঘা ।
সম্প্রতি একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে দেখা যাচ্ছে, প্রয়াগরাজ স্টেশনে থামছে শ্রমিক স্পেশাল ট্রেন । কামরা থেকে নেমে আসছেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । প্ল্যাটফর্মের দোকান থেকে জলের বোতল লুট করছেন । পরিবর্তে শিকার হতে হয়েছে পুলিশের লাঠিচার্জের । রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অজিতকুমার সিং বলেন, “প্ল্যাটফর্মে ট্রেন থামার পর পরিযায়ী শ্রমিকরা জলের বোতল লুট করছিলেন । ভিডিয়োয় এও দেখা গিয়েছে, তাঁদের লাঠিচার্জের শিকার হতে হয়েছে । তদন্ত চলছে, যে আধিকারিকদের অবহেলার জন্য এরকম ঘটনা ঘটেছে তাঁদের শাস্তি দেওয়া হবে ।” প্রসঙ্গত, উত্তরপ্রদেশ সরকার জানিয়েছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে । যাঁরা অন্য রাজ্য থেকে ফিরবেন, প্রত্যেকেকে খাবার দেওয়া হবে । সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত আট লাখ পরিযায়ী শ্রমিককে খাবার দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন ।
লকডাউনের কারণে দেশের একশ্রেণির মানুষ লড়াই করছেন খিদের সঙ্গে । চলছে অস্তিত্ব রক্ষার লড়াই । এই রকমই এক পরিস্থিতির মুখোমুখি দেশের পরিযায়ী শ্রমিকরা । সম্প্রতি ওল্ড দিল্লি স্টেশনে পানীয় জল এবং খাবার ভরতি ঠেলাগাড়ি দেখে ঝাঁপিয়ে পড়েছিলেন কয়েকজন পরিযায়ী শ্রমিক । খাবার ও জল লুট করে পালান তাঁরা । দিল্লির যমুনা নদীর ধারে শ্মশানের পাশে ফেলে দেওয়া কলা তুলে নিয়েছিল একদল পরিযায়ী শ্রমিক । উত্তরপ্রদেশে রাস্তায় পড়ে যাওয়া দুধ তুলে নিয়েছিলেন অন্য এক পরিযায়ী । লকডাউনে এভাবেই অনাহারের সঙ্গে লড়ছেন পরিযায়ীরা ।