ভোপাল, 23 মার্চ : সব জল্পনার অবসান । আজ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন শিবরাজ সিং চৌহান । রাত ন'টায় মুখ্যমন্ত্রীর পদে শপথগ্রহণ করেন তিনি । এই নিয়ে চতুর্থবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ ।
এর আগে 2003 সাল থেকে 2018 সাল পর্যন্ত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন ৷ আজ সন্ধ্যা ছ'টার সময় ভোপালের দলীয় কার্যালয়ে বৈঠক সাড়ে BJP-র বিধায়ক দল ৷ ওই বৈঠক শেষেই আজ মধ্যপ্রদেশের BJP বিধায়ক দলের নেতা হিসেবে ঘোষণা করা হল শিবরাজ সিং চৌহানকে ৷ এদিকে 20 মার্চ মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডনের কাছ নিজের ইস্তফাপত্র জমা দিয়েছিলেন কমল নাথ ৷ এরপর থেকেই শিবরাজ সিং চৌহানের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছেড়ে BJP-তে যোগ দেওয়ার পরপরই রাজনৈতিক মহলে সিন্ধিয়া-ঘনিষ্ঠ বলে পরিচিত আরও 22 জন কংগ্রেস বিধায়ক ইস্তফাপত্র জমা দেন ৷ আর এতেই বিপাকে পড়ে কংগ্রেস ৷ তারা মধ্যপ্রদেশ থেকে ক্ষমতা হারাতে চলেছে, তা কার্যত তখনই পরিষ্কার হয়ে যায় ৷
বিধানসভায় কমল নাথ সরকারের আর সংখ্যাগরিষ্ঠতা নেই, এই দাবিতেই দ্রুত আস্থাভোট করানোর জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মধ্যপ্রদেশের BJP শিবির ৷ সেই মামলার শুনানি ছিল 18 মার্চ ৷ ওই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 20 মার্চের মধ্যে মধ্যপ্রদেশ বিধানসভায় আস্থা ভোটের মাধ্যমে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করতে হবে কমল নাথ সরকারকে ৷ পালটা কংগ্রেসের দাবি ছিল, যে 16 জন কংগ্রেস বিধায়কের ইস্তফা এখনও গৃহীত হয়নি, তাঁদের কর্নাটকে আটকে রেখেছে BJP ৷ তাঁদের দ্রুত ফেরানোর আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গেছিল কংগ্রেস ৷ কংগ্রেসের তরফে বলা হয়েছিল, ওই বিধায়কদের ছাড়া আস্থাভোট করানো সম্ভব নয় ৷ কিন্তু, 20 মার্চ আস্থা ভোট হওয়ার আগেই কমল নাথ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ৷ ফলে BJP-র পথ আরও মসৃণ হয়ে যায় ৷
তিন দশক পর ফের ইতিহাসের পুনারাবৃত্তি হল মধ্যপ্রদেশের মসনদে ৷ সেই সময়ে ছিলেন রাজমাতা বিজয়ারাজে সিন্ধিয়া ৷ দল ভেঙে বেরিয়ে এসে জন সংঘকে সরকার গড়তে সাহায্য করেছিলেন তিনি ৷ সেই একই পথে হেঁটে এবার শিবরাজ সিংকে মধ্যপ্রদেশের মসনদে বসালেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷