ETV Bharat / bharat

মহারাষ্ট্র শাসনে ক্ষমতার সমবণ্টনের দাবি শিবসেনার

author img

By

Published : Oct 26, 2019, 11:34 PM IST

Updated : Oct 27, 2019, 2:49 AM IST

রাজ্য শাসনে চাই সমান ক্ষমতা ৷ আজ শিবসেনার 56 জন বিধায়ক মিলে বৈঠক করেন ৷ তারপরই ক্ষমতার সমবণ্টন নিয়ে সরব হয়েছে শিবসেনা ৷

ছবি

মুম্বই, 26 অক্টোবর : মহারাষ্ট্র শাসনে চাই সমান ক্ষমতা ৷ লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ ক্ষমতার সমবণ্টনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ শিবসেনার দাবি এবার সেই ফিফটি-ফিফটি ফর্মুলাতে শিলমোহর দিতে হবে BJP-কে ৷ জোটের উভয় দলকে আড়াই বছর করে রাজ্য শাসনের সুযোগ দিতে হবে ৷

আজ উদ্ধব ঠাকরের মাতুশ্রীর বাড়িতে শিবসেনার 56 জন বিধায়ক মিলে বৈঠক করেন ৷ সেখানেই সিদ্ধান্ত হয়, BJP-র শীর্ষ নেতৃত্বর সই করা একটি সম্মতিপত্র দেওয়া উচিত শিবসেনাকে ৷ যেখানে অমিত শাহ ও উদ্ধব ঠাকরের মধ্যে হওয়া সেই ফিফটি-ফিফটি ফর্মুলাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে ৷

বৈঠক শেষে, শিবসেনা নেতা প্রতাপ সারনায়েক বলেন, "বৈঠকে সিদ্ধান্ত হয় জোটের উভয় দলকে পাঁচ বছরের মধ্যে অর্ধেক সময় অর্থাৎ আড়াই বছর করে রাজ্য শাসনের সুযোগ দিতে হবে ৷ এক্ষেত্রে BJP-র তরফে লিখিত আশ্বাস দেওয়া উচিত উদ্ধব ঠাকরেকে ৷"

শিবসেনা নেতা মহেশ সিন্দে বলেন, "যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের যুবসমাজের প্রতিনিধি ৷ আজকের যুবসমাজ দলে চাইছে তরুণ-তুর্কি নেতাদের ৷ তাই আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৷"

যদিও অন্যসুরে গাইছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী তথা BJP নেতা আশিস সেলার ৷ তাঁর বক্তব্য, "সরকার গঠনে কোনও সংশয় নেই ৷ BJP ও শিবসেনা উভয় লড়েছে এবং নির্বাচনে জিতেছে ৷ আমরা আবার সরকার গড়ব ৷ জোটে যে সিদ্ধান্ত হয়েছে, সেটাই কার্যকর হবে ৷"

মহারাষ্ট্রের মোট 288টি আসনের মধ্যে BJP জিতেছে 105টি, শিবসেনার দখলে 56টি আসন । জোটের মোট আসন 161৷ ম্যাজিক ফিগার 145 থেকে প্রায় 16 টি আসন বেশি৷ তবে গতবারের তুলনায় দু'দলেরই আসন সংখ্যা কমেছে । অন্যদিকে কংগ্রেসের জোট এবার 100 পেরিয়েছে ৷ ইতিমধ্যেই BJP-কে পরোক্ষে চাপ দেওয়া শুরু করেছে শিবসেনা ৷ বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আদিত্য ঠাকরকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মহারাষ্ট্রের নানা এলাকায় পোস্টার লাগানো শুরু হয়েছে ৷ উল্লেখ্য, ওরলি থেকে দাঁড়িয়েছিলেন আদিত্য ঠাকরে ৷ 66,000-র বেশি ভোটে জিতেছেন তিনি ৷ ঠাকরে পরিবারে আদিত্যই প্রথম যিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতলেনও । স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি রাজ্যের মসনদে ঠাকরে পরিবারের কাউকে বসানোর উদ্দেশ্য নিয়েই আদিত্যকে ভোটে দাঁড় করানো হয়েছিল ?

অন্যদিকে, BJP সূত্রে খবর দেবেন্দ্র ফড়নবিশই আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷ তা হয়তো 30 অক্টোবর BJP বিধায়কদের বৈঠকেই ঠিক হবে ৷ আপাতত ক্ষমতার টানাপোড়েনেই লুকিয়ে মহারাষ্ট্রের ভবিষ্যত শাসক ৷

মুম্বই, 26 অক্টোবর : মহারাষ্ট্র শাসনে চাই সমান ক্ষমতা ৷ লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ ক্ষমতার সমবণ্টনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ৷ শিবসেনার দাবি এবার সেই ফিফটি-ফিফটি ফর্মুলাতে শিলমোহর দিতে হবে BJP-কে ৷ জোটের উভয় দলকে আড়াই বছর করে রাজ্য শাসনের সুযোগ দিতে হবে ৷

আজ উদ্ধব ঠাকরের মাতুশ্রীর বাড়িতে শিবসেনার 56 জন বিধায়ক মিলে বৈঠক করেন ৷ সেখানেই সিদ্ধান্ত হয়, BJP-র শীর্ষ নেতৃত্বর সই করা একটি সম্মতিপত্র দেওয়া উচিত শিবসেনাকে ৷ যেখানে অমিত শাহ ও উদ্ধব ঠাকরের মধ্যে হওয়া সেই ফিফটি-ফিফটি ফর্মুলাকে তার প্রাপ্য সম্মান দেওয়া হবে ৷

বৈঠক শেষে, শিবসেনা নেতা প্রতাপ সারনায়েক বলেন, "বৈঠকে সিদ্ধান্ত হয় জোটের উভয় দলকে পাঁচ বছরের মধ্যে অর্ধেক সময় অর্থাৎ আড়াই বছর করে রাজ্য শাসনের সুযোগ দিতে হবে ৷ এক্ষেত্রে BJP-র তরফে লিখিত আশ্বাস দেওয়া উচিত উদ্ধব ঠাকরেকে ৷"

শিবসেনা নেতা মহেশ সিন্দে বলেন, "যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরে মহারাষ্ট্রের যুবসমাজের প্রতিনিধি ৷ আজকের যুবসমাজ দলে চাইছে তরুণ-তুর্কি নেতাদের ৷ তাই আদিত্য ঠাকরের মুখ্যমন্ত্রী হওয়া উচিত ৷"

যদিও অন্যসুরে গাইছেন মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী তথা BJP নেতা আশিস সেলার ৷ তাঁর বক্তব্য, "সরকার গঠনে কোনও সংশয় নেই ৷ BJP ও শিবসেনা উভয় লড়েছে এবং নির্বাচনে জিতেছে ৷ আমরা আবার সরকার গড়ব ৷ জোটে যে সিদ্ধান্ত হয়েছে, সেটাই কার্যকর হবে ৷"

মহারাষ্ট্রের মোট 288টি আসনের মধ্যে BJP জিতেছে 105টি, শিবসেনার দখলে 56টি আসন । জোটের মোট আসন 161৷ ম্যাজিক ফিগার 145 থেকে প্রায় 16 টি আসন বেশি৷ তবে গতবারের তুলনায় দু'দলেরই আসন সংখ্যা কমেছে । অন্যদিকে কংগ্রেসের জোট এবার 100 পেরিয়েছে ৷ ইতিমধ্যেই BJP-কে পরোক্ষে চাপ দেওয়া শুরু করেছে শিবসেনা ৷ বৃহস্পতিবার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই আদিত্য ঠাকরকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়ে মহারাষ্ট্রের নানা এলাকায় পোস্টার লাগানো শুরু হয়েছে ৷ উল্লেখ্য, ওরলি থেকে দাঁড়িয়েছিলেন আদিত্য ঠাকরে ৷ 66,000-র বেশি ভোটে জিতেছেন তিনি ৷ ঠাকরে পরিবারে আদিত্যই প্রথম যিনি ভোটে দাঁড়িয়েছিলেন এবং জিতলেনও । স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি রাজ্যের মসনদে ঠাকরে পরিবারের কাউকে বসানোর উদ্দেশ্য নিয়েই আদিত্যকে ভোটে দাঁড় করানো হয়েছিল ?

অন্যদিকে, BJP সূত্রে খবর দেবেন্দ্র ফড়নবিশই আবার মুখ্যমন্ত্রী হতে চলেছেন ৷ তা হয়তো 30 অক্টোবর BJP বিধায়কদের বৈঠকেই ঠিক হবে ৷ আপাতত ক্ষমতার টানাপোড়েনেই লুকিয়ে মহারাষ্ট্রের ভবিষ্যত শাসক ৷

Chandigarh, Oct 26 (ANI): BJP leader Manohar Lal Khattar on Saturday said that the BJP, with support from JJP and independent MLAs, has staked claim to form government in Haryana. He said, "Governor has accepted our proposal and invited us. I have tendered my resignation which has been accepted. Tomorrow at 2:15 PM oath taking ceremony will be held at Raj Bhavan. Dushyant Chautala will take oath as Deputy CM."
Last Updated : Oct 27, 2019, 2:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.