ETV Bharat / bharat

বিক্ষোভ চলছেই, পঞ্জাবে কিষাণ মার্চ শিরোমণি অকালি দলের - কৃষি আইন 2020

আজ শিরোমণি অকালি দলের নেতৃত্বে পঞ্জাবে কৃষকদের মিছিল হয় । এখনও চলছে রেল রোকো কর্মসূচি ।

punjab
punjab
author img

By

Published : Oct 1, 2020, 2:01 PM IST

চণ্ডীগড়, 1 অক্টোবর : কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । পঞ্জাব সহ একাধিক রাজ্যে পথে নেমেছে কৃষক সংগঠনগুলি । আজ অমৃতসরে মিছিল করে শিরোমণি অকালি দল । এদিকে এখনও সেখানে চলছে রেল রোকো কর্মসূচি ।

কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশজুড়ে । প্রতিবাদ তীব্র হয়েছে পঞ্জাবে । রেল রোকো কর্মসূচি চলছে । আজ অকালি দলের সুখবীর সিং বাদল কৃষকদের মিছিলের নেতৃত্ব দেন । অমৃতসর থেকে একটি মিছিল শুরু হয় । অন্য দু'টি মিছিল শুরু হয় তালওয়ান্দি সাবো এবং আনন্দপুর সাহিব থেকে । রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ।

সুখবীর সিং বাদল বলেন, "আমরা রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেব । কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতিরা কাছে অনুরোধ জানাব । সংসদে অধিবেশন পুনরায় শুরু করতে হবে এবং কৃষি আইন ফিরিয়ে নিতে হবে । "

এই মিছিলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদলও । কৃষি আইনের বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি । বলেন, "আইন ফিরিয়ে নেওয়ার জন্য শিরোমণি অকালি দল আজ একটি কঠিন লড়াই শুরু করেছে । আজ কৃষকদের কণ্ঠ হওয়ার জন্য আমাদের দল জোট, পদ, সরকার এবং সম্পর্ক সব ত্যাগ করেছে । কৃষকরা এই আইনের জন্য সর্বস্ব হারিয়েছেন ।"

এদিকে চলছে রেল রোকো কর্মসূচি । ভারতীয় কিষাণ সংগঠন এবং জামহুরি কিষাণ সভা ফিললউর জাংশনে আজ রেল রেকো কর্মসূচি পালন করে । এদিকে শম্ভুতে রেল রোকো কর্মসূচি পালন করে কৃষক সংগঠনগুলি ।

চণ্ডীগড়, 1 অক্টোবর : কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ চলছেই । পঞ্জাব সহ একাধিক রাজ্যে পথে নেমেছে কৃষক সংগঠনগুলি । আজ অমৃতসরে মিছিল করে শিরোমণি অকালি দল । এদিকে এখনও সেখানে চলছে রেল রোকো কর্মসূচি ।

কৃষি বিল সংসদে পাশ হওয়ার পর থেকেই প্রতিবাদ-বিক্ষোভ চলছে দেশজুড়ে । প্রতিবাদ তীব্র হয়েছে পঞ্জাবে । রেল রোকো কর্মসূচি চলছে । আজ অকালি দলের সুখবীর সিং বাদল কৃষকদের মিছিলের নেতৃত্ব দেন । অমৃতসর থেকে একটি মিছিল শুরু হয় । অন্য দু'টি মিছিল শুরু হয় তালওয়ান্দি সাবো এবং আনন্দপুর সাহিব থেকে । রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে ।

সুখবীর সিং বাদল বলেন, "আমরা রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দেব । কেন্দ্রীয় সরকার এবং রাষ্ট্রপতিরা কাছে অনুরোধ জানাব । সংসদে অধিবেশন পুনরায় শুরু করতে হবে এবং কৃষি আইন ফিরিয়ে নিতে হবে । "

এই মিছিলে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদলও । কৃষি আইনের বিরোধিতায় কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন তিনি । বলেন, "আইন ফিরিয়ে নেওয়ার জন্য শিরোমণি অকালি দল আজ একটি কঠিন লড়াই শুরু করেছে । আজ কৃষকদের কণ্ঠ হওয়ার জন্য আমাদের দল জোট, পদ, সরকার এবং সম্পর্ক সব ত্যাগ করেছে । কৃষকরা এই আইনের জন্য সর্বস্ব হারিয়েছেন ।"

এদিকে চলছে রেল রোকো কর্মসূচি । ভারতীয় কিষাণ সংগঠন এবং জামহুরি কিষাণ সভা ফিললউর জাংশনে আজ রেল রেকো কর্মসূচি পালন করে । এদিকে শম্ভুতে রেল রোকো কর্মসূচি পালন করে কৃষক সংগঠনগুলি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.