ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ উদ্ধবের, ফোনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে - shivsena supremo taking oath as cm

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে আজ শপথ উদ্ধব ঠাকরের । NCP থেকে হবেন উপ মুখ্যমন্ত্রী ।

image
উদ্ধব ঠাকরে
author img

By

Published : Nov 28, 2019, 8:20 AM IST

Updated : Nov 28, 2019, 12:03 PM IST

মুম্বই , ২৮ নভেম্বর : মহারাষ্ট্রের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শপথ অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন উদ্ধব ঠাকরে । যদিও আগেই তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল ।

আজ উদ্ধব ঠাকরের সঙ্গে কজন মন্ত্রী শপথ নেবেন তা এখনও ঠিক হয়নি । এদিকে প্রথমে ঠিক ছিল কংগ্রেস ও NCP থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন । কিন্তু, গতকাল রাতে তিন দলের বৈঠকের পর NCP নেতা প্রফুল প্যাটেল জানিয়ে দেন, উপমুখ্যমন্ত্রী হবেন একজনই আর তা হবেন NCP থেকে । কংগ্রেস থেকে অধ্যক্ষ হবেন বলে জানিয়ে দেন তিনি ।

image
সোনিয়া গান্ধির সঙ্গে আদিত্য ঠাকরে

এদিকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে গতকাল রাতেই সোনিয়া গান্ধির বাসভবনে যান আদিত্য ঠাকরে । মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি । তবে সোনিয়া গান্ধি সেখানে যোগ দেবেন না বলে জানা গেছে । রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আমন্ত্রণ জানান উদ্ধব ঠাকরে । আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই ।

image
প্রাক্তন প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের সঙ্গে আদিত্য ঠাকরে

দু'দিন আগেই মহারাষ্ট্রের মহানাটকের সমাপতন হয়েছে । সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়েন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । স্পষ্ট হয়ে যায়, সরকার গড়ছে NCP-কংগ্রেস-শিবসেনা জোট । এরপর গতকাল বিধানসভায় একে একে শপথ নেন প্রত্যেক দলের বিধায়করা । অজিত পাওয়ার জানিয়ে দেন, তিনি NCP-তেই আছেন ও থাকবেন । হাসিমুখে তাঁকে স্বাগত জানান বোন সুপ্রিয়াও ।

মুম্বই , ২৮ নভেম্বর : মহারাষ্ট্রের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শপথ অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন উদ্ধব ঠাকরে । যদিও আগেই তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল ।

আজ উদ্ধব ঠাকরের সঙ্গে কজন মন্ত্রী শপথ নেবেন তা এখনও ঠিক হয়নি । এদিকে প্রথমে ঠিক ছিল কংগ্রেস ও NCP থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন । কিন্তু, গতকাল রাতে তিন দলের বৈঠকের পর NCP নেতা প্রফুল প্যাটেল জানিয়ে দেন, উপমুখ্যমন্ত্রী হবেন একজনই আর তা হবেন NCP থেকে । কংগ্রেস থেকে অধ্যক্ষ হবেন বলে জানিয়ে দেন তিনি ।

image
সোনিয়া গান্ধির সঙ্গে আদিত্য ঠাকরে

এদিকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে গতকাল রাতেই সোনিয়া গান্ধির বাসভবনে যান আদিত্য ঠাকরে । মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি । তবে সোনিয়া গান্ধি সেখানে যোগ দেবেন না বলে জানা গেছে । রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আমন্ত্রণ জানান উদ্ধব ঠাকরে । আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই ।

image
প্রাক্তন প্রধানমন্ত্রী মহমোহন সিংয়ের সঙ্গে আদিত্য ঠাকরে

দু'দিন আগেই মহারাষ্ট্রের মহানাটকের সমাপতন হয়েছে । সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়েন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । স্পষ্ট হয়ে যায়, সরকার গড়ছে NCP-কংগ্রেস-শিবসেনা জোট । এরপর গতকাল বিধানসভায় একে একে শপথ নেন প্রত্যেক দলের বিধায়করা । অজিত পাওয়ার জানিয়ে দেন, তিনি NCP-তেই আছেন ও থাকবেন । হাসিমুখে তাঁকে স্বাগত জানান বোন সুপ্রিয়াও ।

Ayodhya (UP), Nov 28 (ANI): Winter is almost here, and cows are getting special jute coats in Uttar Pradesh's Ayodhya. The shelters also have bonfire to save cows from extreme cold. The Ayodhya Municipal Corporation has decided to buy jute coats for the cows staying in different shelters of the holy city. In Hinduism, cows are believed to be sacred, or deeply respected. They are held in high esteem and Hindus worship the sacred animal.
Last Updated : Nov 28, 2019, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.