মুম্বই , ২৮ নভেম্বর : মহারাষ্ট্রের ১৮তম মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে । মুম্বইয়ের শিবাজি পার্কে হবে শপথ অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন উদ্ধব ঠাকরে । যদিও আগেই তাঁকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল ।
আজ উদ্ধব ঠাকরের সঙ্গে কজন মন্ত্রী শপথ নেবেন তা এখনও ঠিক হয়নি । এদিকে প্রথমে ঠিক ছিল কংগ্রেস ও NCP থেকে একজন করে উপমুখ্যমন্ত্রী হবেন । কিন্তু, গতকাল রাতে তিন দলের বৈঠকের পর NCP নেতা প্রফুল প্যাটেল জানিয়ে দেন, উপমুখ্যমন্ত্রী হবেন একজনই আর তা হবেন NCP থেকে । কংগ্রেস থেকে অধ্যক্ষ হবেন বলে জানিয়ে দেন তিনি ।
এদিকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানাতে গতকাল রাতেই সোনিয়া গান্ধির বাসভবনে যান আদিত্য ঠাকরে । মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেন তিনি । তবে সোনিয়া গান্ধি সেখানে যোগ দেবেন না বলে জানা গেছে । রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোনে আমন্ত্রণ জানান উদ্ধব ঠাকরে । আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেককেই ।
দু'দিন আগেই মহারাষ্ট্রের মহানাটকের সমাপতন হয়েছে । সুপ্রিম কোর্ট আস্থাভোটের নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়েন দেবেন্দ্র ফড়নবিশ ও অজিত পাওয়ার । স্পষ্ট হয়ে যায়, সরকার গড়ছে NCP-কংগ্রেস-শিবসেনা জোট । এরপর গতকাল বিধানসভায় একে একে শপথ নেন প্রত্যেক দলের বিধায়করা । অজিত পাওয়ার জানিয়ে দেন, তিনি NCP-তেই আছেন ও থাকবেন । হাসিমুখে তাঁকে স্বাগত জানান বোন সুপ্রিয়াও ।