ETV Bharat / bharat

ভুল হাতে চলে যাচ্ছে কৃষকদের আন্দোলন, বলছেন হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রী - কৃষি আন্দোলন নিয়ে মন্তব্য শান্তা কুমারের

কৃষকদের আন্দোলন এখন আর কৃষকদের হাতে নেই । এর পিছনে কয়েকজন রাজনৈতিক নেতার মদত রয়েছে । তারাই আন্দোলনকে আরও বাড়াচ্ছে বলে মন্তব্য় করেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার ।

Himachal Pradesh
শান্তা কুমার
author img

By

Published : Dec 14, 2020, 5:49 PM IST

পালমপুর , 14 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । আজ আবার অনশন করেন তাঁরা । এই পরিস্থিতিতে কৃষকদের আন্দোলন অন্য মোড় নিচ্ছে এবং ভুল হাতে চলে যাচ্ছে বলে দাবি করলেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার । সেই সঙ্গে এই ধরনের ভুল মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।

তিনি বলেন, "কৃষি আইন কৃষকদের পক্ষেই রয়েছে । স্বার্থপররা এই ধরনের আন্দোলন শুরু করে । সরকারের প্রতিশ্রুতির পরও কৃষক আন্দোলন আরও অন্যদিকে মোড় নিচ্ছে । এটা দুর্ভাগ্যের ব্যাপার । কয়েকদিন আগেই শাহিনবাগ এলাকায় 100 দিন ধরে ধরনা চলেছিল । আবার একবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে । এরপর কী হয়েছে তা সবাই দেখেছে ।"

শুনে নিন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমারের বক্তব্য

আরও পড়ুন , দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন, বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, "নতুন আইনের জন্য কৃষকরা তাঁদের উৎপাদিত শস্য় দেশের যে কোনও জায়গায় পাঠাতে পারেন । এর জন্য় মধ্যস্থতাকারীদের আয় কমে যাচ্ছে । সেই কারণে তাঁরা কৃষকদের ধরনায় বসার জন্য খাবার, কম্বল ও টাকা দিচ্ছে । আর এর পিছনে রয়েছে রয়েকজন রাজনৈতিক নেতা । " সেইসঙ্গে তিনি বলেন , "এই আন্দোলন এখন আর কৃষকদের হাতে নেই । ভুল হাতে চলে যাচ্ছে । "

পালমপুর , 14 ডিসেম্বর : কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের বিক্ষোভ জারি রয়েছে । আজ আবার অনশন করেন তাঁরা । এই পরিস্থিতিতে কৃষকদের আন্দোলন অন্য মোড় নিচ্ছে এবং ভুল হাতে চলে যাচ্ছে বলে দাবি করলেন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমার । সেই সঙ্গে এই ধরনের ভুল মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি ।

তিনি বলেন, "কৃষি আইন কৃষকদের পক্ষেই রয়েছে । স্বার্থপররা এই ধরনের আন্দোলন শুরু করে । সরকারের প্রতিশ্রুতির পরও কৃষক আন্দোলন আরও অন্যদিকে মোড় নিচ্ছে । এটা দুর্ভাগ্যের ব্যাপার । কয়েকদিন আগেই শাহিনবাগ এলাকায় 100 দিন ধরে ধরনা চলেছিল । আবার একবার সেই পরিস্থিতি তৈরি হয়েছে । এরপর কী হয়েছে তা সবাই দেখেছে ।"

শুনে নিন হিমাচলপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শান্তা কুমারের বক্তব্য

আরও পড়ুন , দিল্লি সীমান্ত থেকে কৃষকদের সরানোর আবেদন, বৃহস্পতিবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

তিনি আরও বলেন, "নতুন আইনের জন্য কৃষকরা তাঁদের উৎপাদিত শস্য় দেশের যে কোনও জায়গায় পাঠাতে পারেন । এর জন্য় মধ্যস্থতাকারীদের আয় কমে যাচ্ছে । সেই কারণে তাঁরা কৃষকদের ধরনায় বসার জন্য খাবার, কম্বল ও টাকা দিচ্ছে । আর এর পিছনে রয়েছে রয়েকজন রাজনৈতিক নেতা । " সেইসঙ্গে তিনি বলেন , "এই আন্দোলন এখন আর কৃষকদের হাতে নেই । ভুল হাতে চলে যাচ্ছে । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.