দিল্লি, 22 মার্চ : দেশজুড়ে কোরোনার সংক্রমণ ক্রমেই বাড়ছে ৷ শেষ পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী এখনও 300 জনেরও বেশি মানুষের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে ৷ এদিকে সংক্রমণ পরিরোধে আজ প্রধানমন্ত্রীর ডাকে দেশজুড়ে জনতা কারফিউ পালিত হচ্ছে ৷ এরই মধ্যে দিল্লিসহ একের পর এক রাজ্যে লক ডাউন ঘোষণা করা হয়েছে ৷ কোরোনা প্রতিরোধে আগামীকাল (23 মার্চ) ভোর 6টা থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল রাজধানী ৷
দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীকে আগামী 31 মার্চ মধ্যরাত পর্যন্ত লক ডাউন করার কথা ঘোষণা করেন ৷
DTC বাস ছাড়া আর বাকি সমস্ত পরিবহন ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে ৷ রাজধানীর সমস্ত সীমানা বন্ধ করে দেওয়া হবে আগামীকাল থেকে ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক উড়ান পরিষেবাও ৷
রাজধানীতে এখনও পর্যন্ত 27 জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে ৷ এদের মধ্যে 21 জনের শরীরে সংক্রমণ ঘটেছে ভিনদেশ থেকে ৷ কিন্তু বাকি 6 জনের কেউই বিদেশভ্রমণ করেননি ৷ আর এতেই আতঙ্ক বেড়েছে দিল্লিতে ৷ বাড়তে থাকা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির মেট্রো পরিষেবাও ৷ DMRC-র তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, "কোরোনা মোকাবিলার জন্য নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে 31 মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল দিল্লির মেট্রো পরিষেবা ৷"
একই ছবি দেশের অন্যান্য রাজ্যগুলিতেও ৷
কোরোনা মোকাবিলায় কোন রাজ্য কী ব্যবস্থা নিচ্ছে ?
- পশ্চিমবঙ্গ : আজ কলকাতা সহ দেশের 75 টি শহরে লক-ডাউনের প্রস্তাব দেয় কেন্দ্র । নবান্নের তরফে জানানো হয়েছে, কলকাতাসহ সমস্ত পৌরশহরগুলি আগামীকাল থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে । বন্ধ থাকবে 27 মার্চ পর্যন্ত ৷ ইতিমধ্যেই মেট্রো পরিষেবা বন্ধ করা হয়েছে কলকাতায় । চলছে না বাসও । ট্রেন পরিষেবা বন্ধ করা হয়েছে । রীতিমতো জরুরি পরিস্থিতি তৈরি করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া কোরোনা আতঙ্ক মোকাবিলা করতে চাইছে কেন্দ্রীয় সরকার ।
- তেলাঙ্গানা : আগামীকাল থেকে 31 মার্চ পর্যন্ত লক ডাউন ঘোষণা করল তেলাঙ্গানা প্রশাসন ৷ তেলাঙ্গানায় এখনও পর্যন্ত 26 জনের শরীরে এই ভাইরাসের হদিশ মিলেছে ৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আজ নতুন করে পাঁচজনের শরীরে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া গেছে ৷ এদের মধ্যে দুইজন লন্ডন, দুইজন দুবাই ও একজন স্কটল্যান্ড থেকে সদ্য ফিরেছেন ৷ পাঁচজনের বেশি সংখ্যক মানুষকে রাস্তায় একসঙ্গে বেড়োতে নিষেধ করা হয়েছে ৷ পরিবারপিছু একজন মানুষ দৈনন্দিন কেনাকাটির জন্য বাইরে বেরোতে পারবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে সমস্ত সরকারি ও বেসরকারি পরিবহন ব্যবস্থা ৷ সিল করে দেওয়া হবে তেলাঙ্গানার সীমান্তও ৷
- বিহার : 31 মার্চ পর্যন্ত লক ডাউন করে দেওয়া হচ্ছে বিহার ৷ তবে মিলবে জরুরি পরিষেবা ৷
- কর্নাটক : বেঙ্গালুরু আর্বান, বেঙ্গালুরু রুরাল, কালবুর্গি, চিক্কাবল্লাপুর, মাইসুরু, মাদিকেরি, ধারওয়াদ, মেঙ্গালুরু ও বেলাগাভিতে আজ মধ্যরাত থেকে 31 মার্চের মধ্যরাত পর্যন্ত আংশিক লক ডাউন ঘোষণা করা হয়েছে ৷
- হরিয়ানা : ফরিদাবাদ, গুরুগ্রাম, রোহতক, সোনিপত, পানিপত ও পাঁচকুলা জেলায় আগামীকাল থেকে 31 মার্চ পর্যন্ত লকডাউন ঘোষণা করলেন হরিয়াণার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার ৷
- উত্তরপ্রদেশ : আগ্রা, লখনউ, গৌতম বুদ্ধ নগর, গাজিয়াবাদ, মোরাদাবাদ, বারাণসী, বরেলি, আজ়মগড়, কানপুর, মেরঠ, সাহারানপুরসহ মোট 15টি জেলায় লক ডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ ৷
- মহারাষ্ট্র : 31 মার্চ পর্যন্ত সমস্ত ইন্টারসিটি বাস পরিষেবা বন্ধ করল মহারাষ্ট্র ৷ জারি হয়েছে 144 ধারা ৷ কোনও আন্তর্জাতিক বিমান মুম্বই বিমানবন্দরে নামতে পারবে না ৷ তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকদের জন্য মিলবে বিশেষ বাস পরিষেবা ৷ বাস বন্ধ হলেও চালু থাকবে ব্যাঙ্ক ও অন্যান্য জরুরি পরিষেবা ৷ খোলা থাকেব শেয়ার বাজারও ৷
- উত্তরাখণ্ড : বন্ধ হল সমস্ত ইন্টারসিটি বাস পরিষেবা ৷ বাতিল করা হয়েছে অন্য রাজ্যের সঙ্গে বাস পরিবহনও ৷ আগামী 31 মার্চ পর্যন্ত জনতা কারফিউ চলবে উত্তরাখণ্ডে ৷ তবে মিলবে জরুরিকালীন সমস্ত পরিষেবা ৷
- পঞ্জাব ও রাজস্থান : 31 মার্চ পর্যন্ত বন্ধ লক ডাউন পঞ্জাব ও রাজস্থানে ৷ বন্ধ করে দেওয়া হচ্ছে সরকারি পরিবহন, শপিং মল ও দোকানপাট ৷ যদিও আপৎকালীন পরিষেবাগুলিকে বাদ দেওয়া হয়েছে লকডাউনের আওতা থেকে ৷
- নাগাল্যান্ড : জরুরি পরিষেবার সঙ্গে জড়িত নয়, এমন সমস্ত পরিষেবা আজ মধ্যরাত থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে নাগাল্যান্ডে ৷