ETV Bharat / bharat

হাজারিবাগে ট্রাকে ধাক্কা বাসের, মৃত 11 - hazaribagh

একটি বাস ও ট্রাকের সংঘর্ষে মৃত্যু হল 11 জনের । ঘটনাটি ঝাড়খণ্ডের হাজারিবাগে হয় ।

হাজারিবাগে ট্রাকে ধাক্কা বাসের
author img

By

Published : Jun 10, 2019, 7:50 AM IST

Updated : Jun 10, 2019, 11:12 AM IST

হাজারিবাগ, 10 জুন : ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের । একটি বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় আরও 26 জন আহত হয়েছে । তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ ভোররাত সাড়ে তিনটে নাগাদ হাজারিবাগের চৌপারণে দুর্ঘটনাটি ঘটে । বাসটি রাঁচি থেকে গয়া যাচ্ছিল । জানা গেছে, রাস্তায় ট্রাকটি দাঁড়িয়েছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় 7 জনের । পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৪ জনের ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় এই অঞ্চলেই 30 জনের বেশি মারা গেছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি ইঞ্জিনিয়রের দল কিছু দিন আগেই এলাকা পরিদর্শন করেছিল ।

হাজারিবাগ, 10 জুন : ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের । একটি বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় আরও 26 জন আহত হয়েছে । তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আজ ভোররাত সাড়ে তিনটে নাগাদ হাজারিবাগের চৌপারণে দুর্ঘটনাটি ঘটে । বাসটি রাঁচি থেকে গয়া যাচ্ছিল । জানা গেছে, রাস্তায় ট্রাকটি দাঁড়িয়েছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় 7 জনের । পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৪ জনের ।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় এই অঞ্চলেই 30 জনের বেশি মারা গেছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি ইঞ্জিনিয়রের দল কিছু দিন আগেই এলাকা পরিদর্শন করেছিল ।

Mumbai, June 10 (ANI): Late night monsoon knocked on Mumbai city on June 09. Due to rain in Wadala area people received some relief from the heat. Monsoon rains have started in South India, while there is still more time left for the monsoon to reach North India.
Last Updated : Jun 10, 2019, 11:12 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.