হাজারিবাগ, 10 জুন : ঝাড়খণ্ডে দুর্ঘটনায় মৃত্যু হল 11 জনের । একটি বাস ও ট্রাকের সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় আরও 26 জন আহত হয়েছে । তাদের হাসপাতালে ভরতি করা হয়েছে ।
আজ ভোররাত সাড়ে তিনটে নাগাদ হাজারিবাগের চৌপারণে দুর্ঘটনাটি ঘটে । বাসটি রাঁচি থেকে গয়া যাচ্ছিল । জানা গেছে, রাস্তায় ট্রাকটি দাঁড়িয়েছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে বাসটি । দুর্ঘটনাস্থানেই মৃত্যু হয় 7 জনের । পরে হাসপাতালে মৃত্যু হয় আরও ৪ জনের ।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত চার মাসে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় এই অঞ্চলেই 30 জনের বেশি মারা গেছেন । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি ইঞ্জিনিয়রের দল কিছু দিন আগেই এলাকা পরিদর্শন করেছিল ।