ETV Bharat / bharat

বেঙ্গালুরুতে নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত 5

গতরাতে বেঙ্গালুরুর পুলিকেশী নগর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে । এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে । আহতদের বোরিং ও লেডি কার্জন হাসপাতালে ভরতি করা হয়েছে ।

বেঙ্গালুরুতে নির্মীয়মান বাড়ি ভেঙে মৃত 5
author img

By

Published : Jul 10, 2019, 11:39 AM IST

বেঙ্গালুরু, 10 জুলাই : নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল 5 জনের । আহত 7 । বেঙ্গালুরু শহরের পুলিকেশী নগরের ঘটনা ।

গতরাতে পুলিকেশী নগর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে । ধ্বংসস্তুপে চাপা পড়ে রাতেই শম্ভু কুমার নামে এক ব্যক্তির মৃত্যু হয় । SDRF ও NDRF-র সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে । আহতদের মধ্যে রয়েছে চার বছরের একটি শিশুকন্যাও । আহতদের বোরিং ও লেডি কার্জন হাসপাতালে ভরতি করা হয় । সেখানে আরও 4 জনের মৃত্যু হয়েছে ।

সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে নির্মীয়মাণ বাড়ির পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে । ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে । দমকল, NDRF এবং SDRF এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছে ।

বেঙ্গালুরু, 10 জুলাই : নির্মীয়মাণ বাড়ি ভেঙে মৃত্যু হল 5 জনের । আহত 7 । বেঙ্গালুরু শহরের পুলিকেশী নগরের ঘটনা ।

গতরাতে পুলিকেশী নগর এলাকায় একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে । ধ্বংসস্তুপে চাপা পড়ে রাতেই শম্ভু কুমার নামে এক ব্যক্তির মৃত্যু হয় । SDRF ও NDRF-র সহায়তায় আহতদের উদ্ধার করা হয়েছে । আহতদের মধ্যে রয়েছে চার বছরের একটি শিশুকন্যাও । আহতদের বোরিং ও লেডি কার্জন হাসপাতালে ভরতি করা হয় । সেখানে আরও 4 জনের মৃত্যু হয়েছে ।

সংবাদ সংস্থা ANI সূত্রের খবর, এই দুর্ঘটনার জেরে নির্মীয়মাণ বাড়ির পাশের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে । ধ্বংসস্তুপের মধ্যে আরও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে । দমকল, NDRF এবং SDRF এখনও পর্যন্ত উদ্ধারকাজ চালাচ্ছে ।

Bengaluru (Karnataka), July 10 (ANI): One died after under-construction building collapsed in Bengaluru on Wednesday. The building collapsed in Pulikeshi Nagar. State Disaster Response Fund (SDRF) conducted a rescue operation at the spot and rescued eight persons from under the debris. The operation is underway and the rescued persons have been shifted to a nearby hospital. Further details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.