ETV Bharat / bharat

370 প্রত্যাহারের পর জম্মু ও কাশ্মীরে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স - RELIANCE

জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন বড় বড় বাণিজ্যিক সংস্থাকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানান । সেই ডাকে সারা দিয়েই রিলায়েন্স আগামীদিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করতে চলেছে বলে জানালেন মুকেশ অম্বানি ৷

ছবি সৌজন্যে : ANI
author img

By

Published : Aug 12, 2019, 2:31 PM IST

Updated : Aug 12, 2019, 9:13 PM IST

মুম্বই, 12 অগাস্ট : জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স । আজ রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি । জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন বড় বড় বাণিজ্যিক সংস্থাকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানান । সেই ডাকে সারা দিয়েই রিলায়েন্স আগামীদিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করতে চলেছে বলে জানালেন মুকেশ অম্বানি ৷

সংবিধানের 370 ধারা রদের পরে নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন করতে চলেছে । ভাইব্র্যান্ট গুজরাতের আদলেই ভাইব্র্যান্ট কাশ্মীরের কথাও বলা হয় তখনই ৷ সরকারি সূত্রের খবর, 12 অক্টোবর শ্রীনগরে এবং 14 অক্টোবর জম্মুতে জম্মু-কাশ্মীর বিনিয়োগকারী সম্মেলন বসবে । রাজ্যপাল সত্যপাল মালিকের অধীনে রাজ্য প্রশাসনিক পরিষদে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বণিকসভা CII ও জম্মু-কাশ্মীর বাণিজ্য উন্নয়ন সংস্থাও এ বিষয়ে সরকারের সঙ্গে হাত মেলাচ্ছে ।

370 ধারা রদের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় তথ্য প্রযুক্তি, ফিল্ম-শুটিং, ক্রীড়া, ভেষজ রপ্তানি, সৌরবিদ্যুৎ উৎপাদন-সহ সব ক্ষেত্রের বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানান কাশ্মীরে যাতে তারা বিনিয়োগ করতে শুরু করেন । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তি, 2004-2019 সালের মধ্যে জম্মু-কাশ্মীরে 2.77 লাখ কোটি টাকা খরচ হয়েছে । লগ্নি পৌঁছলে জমির দামও বাড়বে । স্থানীয়রা উপকৃত হবেন ।

মুম্বই, 12 অগাস্ট : জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স । আজ রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি । জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন বড় বড় বাণিজ্যিক সংস্থাকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানান । সেই ডাকে সারা দিয়েই রিলায়েন্স আগামীদিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করতে চলেছে বলে জানালেন মুকেশ অম্বানি ৷

সংবিধানের 370 ধারা রদের পরে নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন করতে চলেছে । ভাইব্র্যান্ট গুজরাতের আদলেই ভাইব্র্যান্ট কাশ্মীরের কথাও বলা হয় তখনই ৷ সরকারি সূত্রের খবর, 12 অক্টোবর শ্রীনগরে এবং 14 অক্টোবর জম্মুতে জম্মু-কাশ্মীর বিনিয়োগকারী সম্মেলন বসবে । রাজ্যপাল সত্যপাল মালিকের অধীনে রাজ্য প্রশাসনিক পরিষদে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বণিকসভা CII ও জম্মু-কাশ্মীর বাণিজ্য উন্নয়ন সংস্থাও এ বিষয়ে সরকারের সঙ্গে হাত মেলাচ্ছে ।

370 ধারা রদের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় তথ্য প্রযুক্তি, ফিল্ম-শুটিং, ক্রীড়া, ভেষজ রপ্তানি, সৌরবিদ্যুৎ উৎপাদন-সহ সব ক্ষেত্রের বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানান কাশ্মীরে যাতে তারা বিনিয়োগ করতে শুরু করেন । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তি, 2004-2019 সালের মধ্যে জম্মু-কাশ্মীরে 2.77 লাখ কোটি টাকা খরচ হয়েছে । লগ্নি পৌঁছলে জমির দামও বাড়বে । স্থানীয়রা উপকৃত হবেন ।

Sehore (MP), Aug 12 (ANI): Asserting that saving Kashmir is their prime focus, senior Congress leader Digvijaya Singh has appealed Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah and National Security Advisor (NSA) Ajit Doval to act "thoughtfully" or else "Kashmir will slip out of our hands". Referring to an International media report, Singh said, "See what is happening in Kashmir. They've (Government) burnt their hands in fire, saving Kashmir is our primary focus. I appeal to Modi, Amit Shah and Ajit Doval to be careful otherwise we will lose Kashmir."
Last Updated : Aug 12, 2019, 9:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.