মুম্বই, 12 অগাস্ট : জম্মু-কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ করতে চলেছে রিলায়েন্স । আজ রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানি । জম্মু ও কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের পরই দেশের বিভিন্ন বড় বড় বাণিজ্যিক সংস্থাকে সেখানে বিনিয়োগ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানান । সেই ডাকে সারা দিয়েই রিলায়েন্স আগামীদিনে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিনিয়োগ নিয়ে একাধিক বড় ঘোষণা করতে চলেছে বলে জানালেন মুকেশ অম্বানি ৷
সংবিধানের 370 ধারা রদের পরে নরেন্দ্র মোদি সরকার জম্মু-কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন করতে চলেছে । ভাইব্র্যান্ট গুজরাতের আদলেই ভাইব্র্যান্ট কাশ্মীরের কথাও বলা হয় তখনই ৷ সরকারি সূত্রের খবর, 12 অক্টোবর শ্রীনগরে এবং 14 অক্টোবর জম্মুতে জম্মু-কাশ্মীর বিনিয়োগকারী সম্মেলন বসবে । রাজ্যপাল সত্যপাল মালিকের অধীনে রাজ্য প্রশাসনিক পরিষদে এই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বণিকসভা CII ও জম্মু-কাশ্মীর বাণিজ্য উন্নয়ন সংস্থাও এ বিষয়ে সরকারের সঙ্গে হাত মেলাচ্ছে ।
370 ধারা রদের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বক্তৃতায় তথ্য প্রযুক্তি, ফিল্ম-শুটিং, ক্রীড়া, ভেষজ রপ্তানি, সৌরবিদ্যুৎ উৎপাদন-সহ সব ক্ষেত্রের বিনিয়োগকারীদের কাছে আহ্বান জানান কাশ্মীরে যাতে তারা বিনিয়োগ করতে শুরু করেন । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তি, 2004-2019 সালের মধ্যে জম্মু-কাশ্মীরে 2.77 লাখ কোটি টাকা খরচ হয়েছে । লগ্নি পৌঁছলে জমির দামও বাড়বে । স্থানীয়রা উপকৃত হবেন ।