ETV Bharat / bharat

কনৌজে গাড়ি উলটে আহত 7 সাধু, দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ আদিত্যনাথের

ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ পুলিশের পদস্থ কর্তাদের বিষয়টিতে নজর দিতে মুখ্য়মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

author img

By

Published : Oct 26, 2020, 4:21 PM IST

seven-sadhus-injured-in-accident-in-ups-kannauj-cm-directs-officials-to-provide-assistance
কনৌজে গাড়ি উল্টে জখম 7 সাধু, দ্রুত ব্য়বস্থা নিতে নির্দেশ যোগীর

কনৌজ, 26 অক্টোবর : গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় গাড়ি উলটে আহত হলেন সাত সাধু ৷ উত্তরপ্রদেশের কনৌজের আমোলার গ্রামের ঘটনা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা রাজস্থান থেকে পবিত্র স্নানের জন্য় গঙ্গায় যাচ্ছিলেন ৷ আহত সাধুদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

আজ সকালে সাতজন সাধু একটি গাড়িতে বারাণসী আসছিলেন ৷ মাঝ রাস্তায় গাড়ির চাকা ফেটে যায় ৷ গাড়ির গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ৷ এর জেরে গাড়িটি উলটে যায় ৷ গুরুতর আহত হন তাঁরা ৷ ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ পুলিশের পদস্থ কর্তাদের বিষয়টিতে নজর দিতে মুখ্য়মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, জখম সাধুদের সবাই কমবেশি আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ তবে ভয়ের কিছু নেই বলেই হাসপাতাল সূত্রে খবর ৷

কনৌজ, 26 অক্টোবর : গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় গাড়ি উলটে আহত হলেন সাত সাধু ৷ উত্তরপ্রদেশের কনৌজের আমোলার গ্রামের ঘটনা ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁরা রাজস্থান থেকে পবিত্র স্নানের জন্য় গঙ্গায় যাচ্ছিলেন ৷ আহত সাধুদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

আজ সকালে সাতজন সাধু একটি গাড়িতে বারাণসী আসছিলেন ৷ মাঝ রাস্তায় গাড়ির চাকা ফেটে যায় ৷ গাড়ির গতি বেশি থাকায় তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ৷ এর জেরে গাড়িটি উলটে যায় ৷ গুরুতর আহত হন তাঁরা ৷ ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ ৷ পুলিশের পদস্থ কর্তাদের বিষয়টিতে নজর দিতে মুখ্য়মন্ত্রীর দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, জখম সাধুদের সবাই কমবেশি আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসা চলছে ৷ তবে ভয়ের কিছু নেই বলেই হাসপাতাল সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.