ডিব্রুগড় (অসম), 26 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রেলারে সজোরে ধাক্কা মারল একটি গাড়ি ৷ দুর্ঘটনায় গাড়িতে থাকা 7 জন যাত্রীরই মৃত্য়ু হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে অসমের ডিব্রুগড়ের 37 নং জাতীয় সড়কে ৷ গাড়িটির গতি অত্য়ধিক ছিল বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার সকালে একটি বোলেরো গাড়িতে চালক সহ মোট 7 জন ধেমাজি থেকে ডিব্রুগড় শহরের দিকে যাচ্ছিল ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়িটি 37নং জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে যাচ্ছিল ৷ সে সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা মারে ৷ গাড়ির ভিতরেই পাঁচ যাত্রীর মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে ৷ বাকিদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন ৷