ETV Bharat / bharat

ভ্যাকসিন ট্রায়ালে নতুন স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধের নির্দেশ সিরামকে - Serum institute

2 অগাস্ট পুনের এই সংস্থাকে কোরোনা ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিয়েছিল DCGI ৷ ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেন়েকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও হিউম্যান ট্রায়াল বন্ধ রাখা হয়েছে ৷

Covid Vaccine Trials
Covid Vaccine Trials
author img

By

Published : Sep 12, 2020, 1:06 PM IST

Updated : Sep 12, 2020, 7:46 PM IST

দিল্লি , 12 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালে নতুন করে স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিল ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ৷ গতকাল সিরাম অফ ইনস্টিটিউটকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় ফেজ়ের ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজ়েনেকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য দেশে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখা হয়েছে ৷ এবার ভারতেও তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ড্রাগস কন্ট্রোলার জেনেরেল অফ ইন্ডিয়া (DCGI)-এর তরফে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-কে কোরোনা ভ্যাকসিনের ট্রায়ালের সুরক্ষার বিষয়ে পর্যবেক্ষণ আরও বাড়িয়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি এই নিয়ে পরিকল্পনা এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেন়েকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অ্যামেরিকা, ব্রিটেন, ব্রাজ়িল-সহ বিভিন্ন জায়গায় হিউম্যান ট্রায়াল বন্ধ করা হয়েছে ৷ কিন্তু এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রীয় সরকারকে দেয়নি সিরাম ৷ এমন অভিযোগ এনে 9 সেপ্টেম্বর পুনের এই সংস্থাকে শো-কজ়-এর নোটিশ দিয়েছিল DCGI ৷ এরপরই বৃহস্পতিবার ভারতে ভ্যাকসিন ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে ৷ সংস্থার তরফ থেকে জানানো হয় , "আমরা পরিস্থিতির পর্যালোচনা করছি এবং অ্যাস্ট্রাজ়েনেকা ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও ট্রায়াল স্থগিত রাখছি । "


উল্লেখ্য , 2 অগাস্ট পুনের এই সংস্থাকে কোরোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিয়েছিল DCGI ৷ ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেন়েকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও হিউম্যান ট্রায়াল বন্ধ রাখা হয়েছে ৷

দিল্লি , 12 সেপ্টেম্বর : কোরোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালে নতুন করে স্বেচ্ছাসেবক নিয়োগ বন্ধ রাখার নির্দেশ দিল ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া (DCGI) ৷ গতকাল সিরাম অফ ইনস্টিটিউটকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ৷ পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় ফেজ়ের ট্রায়াল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজ়েনেকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য দেশে কোরোনা ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ রাখা হয়েছে ৷ এবার ভারতেও তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ড্রাগস কন্ট্রোলার জেনেরেল অফ ইন্ডিয়া (DCGI)-এর তরফে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-কে কোরোনা ভ্যাকসিনের ট্রায়ালের সুরক্ষার বিষয়ে পর্যবেক্ষণ আরও বাড়িয়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি এই নিয়ে পরিকল্পনা এবং রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

শরীরে পরীক্ষামূলক প্রয়োগের পর ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেন়েকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অ্যামেরিকা, ব্রিটেন, ব্রাজ়িল-সহ বিভিন্ন জায়গায় হিউম্যান ট্রায়াল বন্ধ করা হয়েছে ৷ কিন্তু এই সংক্রান্ত কোনও তথ্য কেন্দ্রীয় সরকারকে দেয়নি সিরাম ৷ এমন অভিযোগ এনে 9 সেপ্টেম্বর পুনের এই সংস্থাকে শো-কজ়-এর নোটিশ দিয়েছিল DCGI ৷ এরপরই বৃহস্পতিবার ভারতে ভ্যাকসিন ট্রায়াল বন্ধ রাখার কথা ঘোষণা করে ৷ সংস্থার তরফ থেকে জানানো হয় , "আমরা পরিস্থিতির পর্যালোচনা করছি এবং অ্যাস্ট্রাজ়েনেকা ট্রায়াল শুরু না করা পর্যন্ত ভারতেও ট্রায়াল স্থগিত রাখছি । "


উল্লেখ্য , 2 অগাস্ট পুনের এই সংস্থাকে কোরোনা ভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের অনুমতি দিয়েছিল DCGI ৷ ইংল্যান্ডের ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেন়েকা-র এক স্বেচ্ছাসেবী আচমকা অসুস্থ হয়ে পড়ায় অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও হিউম্যান ট্রায়াল বন্ধ রাখা হয়েছে ৷

Last Updated : Sep 12, 2020, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.