ETV Bharat / bharat

জেসিকা লাল খুনে অপরাধী মনু শর্মাকে প্রিম্যাচিওর রিলিজ়ের পরামর্শ

গতকাল দিল্লির একটি পর্যালোচনা বোর্ড সমস্ত বিষয় খতিয়ে দেখে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুকে প্রিম্যাচিওর রিলিজ়ের পরামর্শ দেয় । যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর অনিল বইজাল ।

ছবি
ছবি
author img

By

Published : May 13, 2020, 3:52 PM IST

দিল্লি, 13 মে : দিল্লির মডেল জেসিকা লাল খুনের ঘটনায় অপরাধী মনু শর্মাকে প্রিম্যাচিওর রিলিজ় দেওয়ার পরামর্শ দিল দিল্লির সেনটেন্স রিভিউ বোর্ড (SRB) । গতকাল এই পর্যালোচনা বোর্ড সমস্ত বিষয় খতিয়ে দেখে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুকে প্রিম্যাচিওর রিলিজ়ের পরামর্শ দেয় । যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর অনিল বৈজাল ।

এর আগে বহুবার মনু শর্মার পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে । মনু শর্মার আবেদন রিভিউ বোর্ড পর্যালোচনা করেছে । সূত্রের খবর, গতকাল রিভিউ বোর্ড, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে বৈঠকের পর মুক্তির বিষয়ে পরামর্শ দিয়েছে । পরামর্শটি সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে লেফ্টেন্যান্ট গভর্নরের কাছে । দিল্লির এক প্রশাসনিক আধিকারিক এবিষয়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 1000 জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে । যার মধ্যে SRB-র মিটিংয়ে পরামর্শ নিয়ে 37 জনকে মুক্তি দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, 1999 সালের 30 এপ্রিল দিল্লিতে প্রকাশ্যে খুন হন মডেল জেসিকা লাল । দিল্লির একটি বারে কাজ করতেন তিনি । এই খুনের ঘটনায় নাম জড়ায় বেশ কয়েকজন হেভিওয়েটের । পরে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা । জানা যায়, দিল্লির এক বারে মনু শর্মাকে মদ পরিবেশন না করায় জেসিকাকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল সে । 2006 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিল্লি হাইকোর্ট ।

দিল্লি, 13 মে : দিল্লির মডেল জেসিকা লাল খুনের ঘটনায় অপরাধী মনু শর্মাকে প্রিম্যাচিওর রিলিজ় দেওয়ার পরামর্শ দিল দিল্লির সেনটেন্স রিভিউ বোর্ড (SRB) । গতকাল এই পর্যালোচনা বোর্ড সমস্ত বিষয় খতিয়ে দেখে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনুকে প্রিম্যাচিওর রিলিজ়ের পরামর্শ দেয় । যার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর অনিল বৈজাল ।

এর আগে বহুবার মনু শর্মার পক্ষ থেকে প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হয়েছে । মনু শর্মার আবেদন রিভিউ বোর্ড পর্যালোচনা করেছে । সূত্রের খবর, গতকাল রিভিউ বোর্ড, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী সত্যেন্দ্র জৈনের সঙ্গে বৈঠকের পর মুক্তির বিষয়ে পরামর্শ দিয়েছে । পরামর্শটি সিদ্ধান্তের জন্য পাঠানো হয়েছে লেফ্টেন্যান্ট গভর্নরের কাছে । দিল্লির এক প্রশাসনিক আধিকারিক এবিষয়ে জানিয়েছেন, এখনও পর্যন্ত প্রায় 1000 জনকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে । যার মধ্যে SRB-র মিটিংয়ে পরামর্শ নিয়ে 37 জনকে মুক্তি দেওয়া হয়েছে ।

প্রসঙ্গত, 1999 সালের 30 এপ্রিল দিল্লিতে প্রকাশ্যে খুন হন মডেল জেসিকা লাল । দিল্লির একটি বারে কাজ করতেন তিনি । এই খুনের ঘটনায় নাম জড়ায় বেশ কয়েকজন হেভিওয়েটের । পরে দোষী সাব্যস্ত হয় প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী বিনোদ শর্মার ছেলে মনু শর্মা । জানা যায়, দিল্লির এক বারে মনু শর্মাকে মদ পরিবেশন না করায় জেসিকাকে প্রকাশ্যে গুলি করে খুন করেছিল সে । 2006 সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিল্লি হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.