ETV Bharat / bharat

শেয়ার বাজারে ধস অব্যাহত

শেষ দশ বছরে এই প্রথম বছর যাতে এতটা ধস দেখল শেয়ার বাজার ৷ প্রায় 11 শতাংশ পতন ঘটেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে ৷ পতন ঘটেছে ONGC, বেদান্ত, TCS-এর মতো হেভিওয়েট সংস্থাগুলির শেয়ারেও ৷ ইয়েস ব্যাঙ্কের আর্থিক ঘাটতির খবর প্রকাশ্যে আসার পর থেকেই বড়সড় পতন শুরু হয়েছে বেসরকারি একাধিক ব্যাঙ্কের শেয়ারে ৷

Sensex, Nifty crash again as COVID-19 scare jitters investors
আবারও শেয়ার বাজারে ধস, নিফটির নামলো 500 পয়েন্ট
author img

By

Published : Mar 16, 2020, 10:33 AM IST

Updated : Mar 16, 2020, 10:57 AM IST

মুম্বই, 16 মার্চ : আবারও পতন সেনসেক্সের ৷ কোরোনা আতঙ্কের জেরে আবারও ধস নামল নিফটিতেও ৷ আজ সকালে শেয়ার বাজার খুলতেই নিম্মমুখী হয় বাজারদর ৷ শুরুতেই BSE - এর সেনসেক্স প্রায় 2 হাজার 100 পয়েন্ট কমে ৷ এরপরই নিফটির পয়েন্ট নামে 500 ।

শেষ দশ বছরে এই প্রথম বছর যাতে এতটা ধস দেখল শেয়ার বাজার ৷ প্রায় 11 শতাংশ পতন ঘটেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে ৷ পতন ঘটেছে ONGC, বেদান্ত, TCS-এর মতো হেভিওয়েট সংস্থাগুলির শেয়ারেও ৷ ইয়েস ব্যাঙ্কের আর্থিক ঘাটতির খবর প্রকাশ্যে আসার পর থেকেই বড়সড় পতন শুরু হয়েছে বেসরকারি একাধিক ব্যাঙ্কের শেয়ারে ৷

ভারতে কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে 110 হয়েছে । উত্তরাখণ্ডে গতকাল প্রথম আক্রান্তের খবর পাওয়া গেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশেও সংক্রমণের সংখ্যা বেড়েছে ৷ এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে 2 জনের ৷ দু'জন যথাক্রমে দিল্লি ও কর্নাটকের ৷ ইতিমধ্যেই ইরান থেকে সরিয়ে আনা হয়েছে চতুর্থ ব্যাচ ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, যে 52 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট 53 জন ভারতীয়ের ৷ তাঁদের আনা হয়েছে তেহরান ও শিরাজ় থেকে ৷ ইতোমধ্যে ইট্যালিতে মৃতের সংখ্যা তীব্র আকার ধারণ করেছে ৷ ইট্যালি এখন চিনের পর কোরোনা ভাইরাসের জেরে দ্বিতীয় ক্ষতিগ্রস্থ দেশ ।

কোরোনার আতঙ্কের মধ্যেই টানা ধস নামছে শেয়ার বাজারে ৷ কবে তা ঘুরে দাঁড়ায়, সেটাই দেখার ৷

মুম্বই, 16 মার্চ : আবারও পতন সেনসেক্সের ৷ কোরোনা আতঙ্কের জেরে আবারও ধস নামল নিফটিতেও ৷ আজ সকালে শেয়ার বাজার খুলতেই নিম্মমুখী হয় বাজারদর ৷ শুরুতেই BSE - এর সেনসেক্স প্রায় 2 হাজার 100 পয়েন্ট কমে ৷ এরপরই নিফটির পয়েন্ট নামে 500 ।

শেষ দশ বছরে এই প্রথম বছর যাতে এতটা ধস দেখল শেয়ার বাজার ৷ প্রায় 11 শতাংশ পতন ঘটেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের শেয়ারে ৷ পতন ঘটেছে ONGC, বেদান্ত, TCS-এর মতো হেভিওয়েট সংস্থাগুলির শেয়ারেও ৷ ইয়েস ব্যাঙ্কের আর্থিক ঘাটতির খবর প্রকাশ্যে আসার পর থেকেই বড়সড় পতন শুরু হয়েছে বেসরকারি একাধিক ব্যাঙ্কের শেয়ারে ৷

ভারতে কোরোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে 110 হয়েছে । উত্তরাখণ্ডে গতকাল প্রথম আক্রান্তের খবর পাওয়া গেছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশেও সংক্রমণের সংখ্যা বেড়েছে ৷ এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে 2 জনের ৷ দু'জন যথাক্রমে দিল্লি ও কর্নাটকের ৷ ইতিমধ্যেই ইরান থেকে সরিয়ে আনা হয়েছে চতুর্থ ব্যাচ ৷ বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেন, যে 52 জন শিক্ষার্থী এবং একজন শিক্ষকসহ মোট 53 জন ভারতীয়ের ৷ তাঁদের আনা হয়েছে তেহরান ও শিরাজ় থেকে ৷ ইতোমধ্যে ইট্যালিতে মৃতের সংখ্যা তীব্র আকার ধারণ করেছে ৷ ইট্যালি এখন চিনের পর কোরোনা ভাইরাসের জেরে দ্বিতীয় ক্ষতিগ্রস্থ দেশ ।

কোরোনার আতঙ্কের মধ্যেই টানা ধস নামছে শেয়ার বাজারে ৷ কবে তা ঘুরে দাঁড়ায়, সেটাই দেখার ৷

Last Updated : Mar 16, 2020, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.