ETV Bharat / bharat

আমার জন্মদিনে চকোলেট কেক পাঠাতে কখনও ভোলেননি সুষমাজি : আদবানি

লালকৃষ্ণ আদবানি শোকবার্তায় লিখেছেন, সুষমার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷

লালকৃষ্ণ আডবানি শোকবার্তায় লিখেছেন, সুষমার মৃত্যু অত্যন্ত দুঃখজনক ৷
author img

By

Published : Aug 7, 2019, 10:01 AM IST

Updated : Aug 7, 2019, 4:54 PM IST

দিল্লি, 7 অগাস্ট : লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ সুষমার রাজনৈতিক গুরুদের অন্যতম আদবানি, এটা বললে একেবারেই ভুল হবে না হয়ত ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আদবানি লিখলেন শোকবার্তা ৷ সুষমাজি'র প্রয়াণে স্বভাবতই অত্যন্ত মর্মাহত তিনি ৷ জানালেন, ''দেশ একজন অন্যতম নেত্রীকে হারাল ৷ ওঁর কন্যা, স্বামীসহ পরিবারের সব সদস্যদের সমবেদনা জানাই ৷'' সুষমার অনুপস্থিতি মনে গভীর প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি ৷

লালকৃষ্ণ আদবানি শোকবার্তায় লিখেছেন, তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহকর্মীর মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ৷ সুষমাজি এমন একজন মানুষ ছিলেন, যাঁকে আদবানি রাজনৈতিক জীবনের শুরু থেকে দেখেছেন ৷ BJP-র হয়ে সুষমার বর্ণময় ইনিংসের সাক্ষী আদবানি ৷

আটের দশকে BJP-র সর্বভারতীয় সভাপতি ছিলেন আদবানি, সেই সময় একজন তরুণ কর্মীকে আদবানি নিয়ে আসেন দলে ৷ বছর পেরিয়ে গেল, ধীরে ধীরে সুষমা হয়ে উঠলেন অত্যন্ত জনপ্রিয় ও দাপুটে নেত্রী ৷ বিশেষ করে মহিলা রাজনীতিবিদদের কাছে রোল মডেল ছিলেন সুষমা, মত লালকৃষ্ণ আদবানির ৷

সুষমা অত্যন্ত বাগ্মী ছিলেন, এছাড়াও স্মৃতিশক্তি ছিল প্রখর, এত স্পষ্ট ও নিখুঁতভাবে সুষমা সবকিছু মনে রাখতে পারতেন, তা ছিল অবাক করার মতোই, লিখেছেন আডবানি৷

মানুষ সুষমারও ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, এত উষ্ণতা, এত সৌজন্য ছিল ওঁর ব্যবহারে ৷ জন্মদিনে প্রিয় চকোলেট কেক পাঠাতে সুষমা কখনও ভোলেননি, কন্যাসমা সুষমাজিকে নিয়ে এমনটাই স্মৃতি ভাগ করেছেন প্রবীণ BJP নেতা ৷

দিল্লি, 7 অগাস্ট : লালকৃষ্ণ আদবানির ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন তিনি ৷ সুষমার রাজনৈতিক গুরুদের অন্যতম আদবানি, এটা বললে একেবারেই ভুল হবে না হয়ত ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে আদবানি লিখলেন শোকবার্তা ৷ সুষমাজি'র প্রয়াণে স্বভাবতই অত্যন্ত মর্মাহত তিনি ৷ জানালেন, ''দেশ একজন অন্যতম নেত্রীকে হারাল ৷ ওঁর কন্যা, স্বামীসহ পরিবারের সব সদস্যদের সমবেদনা জানাই ৷'' সুষমার অনুপস্থিতি মনে গভীর প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন তিনি ৷

লালকৃষ্ণ আদবানি শোকবার্তায় লিখেছেন, তাঁর অন্যতম ঘনিষ্ঠ সহকর্মীর মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ৷ সুষমাজি এমন একজন মানুষ ছিলেন, যাঁকে আদবানি রাজনৈতিক জীবনের শুরু থেকে দেখেছেন ৷ BJP-র হয়ে সুষমার বর্ণময় ইনিংসের সাক্ষী আদবানি ৷

আটের দশকে BJP-র সর্বভারতীয় সভাপতি ছিলেন আদবানি, সেই সময় একজন তরুণ কর্মীকে আদবানি নিয়ে আসেন দলে ৷ বছর পেরিয়ে গেল, ধীরে ধীরে সুষমা হয়ে উঠলেন অত্যন্ত জনপ্রিয় ও দাপুটে নেত্রী ৷ বিশেষ করে মহিলা রাজনীতিবিদদের কাছে রোল মডেল ছিলেন সুষমা, মত লালকৃষ্ণ আদবানির ৷

সুষমা অত্যন্ত বাগ্মী ছিলেন, এছাড়াও স্মৃতিশক্তি ছিল প্রখর, এত স্পষ্ট ও নিখুঁতভাবে সুষমা সবকিছু মনে রাখতে পারতেন, তা ছিল অবাক করার মতোই, লিখেছেন আডবানি৷

মানুষ সুষমারও ভূয়সী প্রশংসা করে তিনি লিখেছেন, এত উষ্ণতা, এত সৌজন্য ছিল ওঁর ব্যবহারে ৷ জন্মদিনে প্রিয় চকোলেট কেক পাঠাতে সুষমা কখনও ভোলেননি, কন্যাসমা সুষমাজিকে নিয়ে এমনটাই স্মৃতি ভাগ করেছেন প্রবীণ BJP নেতা ৷

New Delhi, Aug 07 (ANI): Former external affairs minister and senior BJP leader Sushma Swaraj passed away on Tuesday, and various personalities from the sports fraternity offered condolences on the demise of the 67-year-old leader. "Heartfelt condolences to family and admirers of #SushmaSwaraj ji. Om Shanti," former Indian cricketer Virender Sehwag tweeted. "Here in the West Indies and just heard the terrible news of passing away of #SushmaSwaraj ji. Condolences to her family, gone too soon," former cricketer Mohammad Kaif tweeted. "RIP @SushmaSwaraj," cricketer Harbhajan Singh tweeted. "I'm beyond aggrieved at the passing away of Smt. #SushmaSwaraj A veteran politician and a pillar of the BJP, she was loved by everyone. She will be remembered as the most endearing and helpful politicians of recent times. My condolences to her family and friends. A huge loss for," former Indian cricketer and current BJP MP, Gautam Gambhir tweeted. "Sad to hear about the passing away of #SushmaSwaraj ji.Deepest condolences to her family and supporters. Om Shanti," former Indian cricketer VVS Laxman tweeted. "Fierce, result-driven and a people's person - she was all of that and more. A true leader. Still unable to process the news of #sushmaswaraj Ji's passing away. Extremely disturbed! A big loss for our nation. May you rest in peace," cricketer Suresh Raina tweeted. Swaraj was admitted to All India Institutes of Medical Sciences (AIIMS) following deterioration in her health. She passed away after suffering a cardiac arrest.
Last Updated : Aug 7, 2019, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.