ETV Bharat / bharat

বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে অম্বিকাপুর পৌরনিগম

প্লাস্টিক বিরোধী অভিযানে এগিয়ে এসেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর পৌরনিগমও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে তারা ৷ অম্বিকাপুর পৌরনিগমের উদ্যোগেই দেশের মধ্যে প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ৷ যেখানে মাত্র এককেজি প্লাস্টিক দিলে খাবার পাওয়া যাচ্ছে ৷

plastic
ছবি
author img

By

Published : Dec 20, 2019, 8:03 AM IST

অম্বিকাপুর (ঝাড়খণ্ড), 20 ডিসেম্বর : গান্ধিজির 150 তম জন্মদিনে দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকে দেশজুড়ে জোরকদমে চলছে প্লাস্টিক বিরোধী অভিযান ৷ সরকারি স্কুল, স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন শাখা-সংগঠন প্লাস্টিক বন্ধে উদ্যোগ নিয়েছে ৷ প্লাস্টিক বিরোধী অভিযানে এগিয়ে এসেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর পৌরনিগমও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে তারা ৷

যথেচ্ছ ব্যবহারের ফলে বাড়ির আশপাশ, পাড়া-মহল্লা প্লাস্টিকে ভরে যায় ৷ দিনের পর দিন সেই পড়ে থাকা প্লাস্টিক মাটিকে দূষিত করে ৷ সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে প্লাস্টিক ব্যবহার করে তা একটি নির্দিষ্ট জায়গায় ফেললে দূষণ হয়তো কম ছড়াবে ৷ এই ভাবনা থেকেই প্লাস্টিক সংগ্রহের উদ্যোগ নিয়েছে অম্বিকাপুর পৌরনিগম ৷ বাড়ি বাড়ি গিয়ে পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি সংগ্রহ করছেন পৌরকর্মীরা ৷ পাশাপাশি যারা প্লাস্টিক কেনে তাদের কাছে থাকা প্লাস্টিকও সংগ্রহ করে নিচ্ছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷

দেখুন ভিডিয়ো

সংগৃহীত প্লাস্টিক থেকে কী করা হচ্ছে ? সংগৃহীত রঙিন পলিথিনগুলি সিমেন্টের কারখানায় বিক্রি করা হচ্ছে ৷ বাকি প্লাস্টিকগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারখানায় ৷ সেখানে সংগৃহীত প্লাস্টিক থেকে বানানো হচ্ছে দানা ৷ যা থেকে পরে নানা সামগ্রী বানানো হচ্ছে ৷

এই প্লাস্টিক সংগ্রহ অভিযান মহিলাদের রোজগারের দরজা খুলে দিয়েছে ৷ কারণ প্লাস্টিক বাড়ি থেকে সংগ্রহ বা তা কারখানায় পৌঁছে দেওয়া এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয় মহিলাদের দ্বারাই ৷

অম্বিকাপুর পৌরনিগমের মেয়র অজয় তিরকি বলেন, "আমাদের লক্ষ্য সমাজকে প্লাস্টিকমুক্ত করা ৷ সেকারণে গারবেজ ক্যাফে ও প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু করেছি ৷ এই উদ্যোগের ফলে প্লাস্টিকের ব্যবহার আগের থেকে কমেছে ৷ সাধারণ মানুষ আমাদের সাহায্য করছে ৷ ভবিষ্যতে এনিয়ে আমরা আরও উদ্যোগ নেব ৷"

অম্বিকাপুর পৌরনিগমের উদ্যোগেই দেশের মধ্যে প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ৷ যেখানে মাত্র এককেজি প্লাস্টিক দিলে খাবার পাওয়া যাচ্ছে ৷ দিনে প্রায় 10 থেকে 21 কেজি প্লাস্টিক জমা হচ্ছে এই ক্যাফেতে ৷

অম্বিকাপুর (ঝাড়খণ্ড), 20 ডিসেম্বর : গান্ধিজির 150 তম জন্মদিনে দেশকে প্লাস্টিক মুক্ত করার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তারপর থেকে দেশজুড়ে জোরকদমে চলছে প্লাস্টিক বিরোধী অভিযান ৷ সরকারি স্কুল, স্বেচ্ছাসেবী সংস্থা সহ বিভিন্ন শাখা-সংগঠন প্লাস্টিক বন্ধে উদ্যোগ নিয়েছে ৷ প্লাস্টিক বিরোধী অভিযানে এগিয়ে এসেছে ছত্তিশগড়ের অম্বিকাপুর পৌরনিগমও ৷ বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছে তারা ৷

যথেচ্ছ ব্যবহারের ফলে বাড়ির আশপাশ, পাড়া-মহল্লা প্লাস্টিকে ভরে যায় ৷ দিনের পর দিন সেই পড়ে থাকা প্লাস্টিক মাটিকে দূষিত করে ৷ সাধারণ মানুষ প্রতিদিনের জীবনে যে প্লাস্টিক ব্যবহার করে তা একটি নির্দিষ্ট জায়গায় ফেললে দূষণ হয়তো কম ছড়াবে ৷ এই ভাবনা থেকেই প্লাস্টিক সংগ্রহের উদ্যোগ নিয়েছে অম্বিকাপুর পৌরনিগম ৷ বাড়ি বাড়ি গিয়ে পলিব্যাগ, প্লাস্টিকের বোতল ইত্যাদি সংগ্রহ করছেন পৌরকর্মীরা ৷ পাশাপাশি যারা প্লাস্টিক কেনে তাদের কাছে থাকা প্লাস্টিকও সংগ্রহ করে নিচ্ছে পৌরনিগম কর্তৃপক্ষ ৷

দেখুন ভিডিয়ো

সংগৃহীত প্লাস্টিক থেকে কী করা হচ্ছে ? সংগৃহীত রঙিন পলিথিনগুলি সিমেন্টের কারখানায় বিক্রি করা হচ্ছে ৷ বাকি প্লাস্টিকগুলোকে পাঠিয়ে দেওয়া হচ্ছে কারখানায় ৷ সেখানে সংগৃহীত প্লাস্টিক থেকে বানানো হচ্ছে দানা ৷ যা থেকে পরে নানা সামগ্রী বানানো হচ্ছে ৷

এই প্লাস্টিক সংগ্রহ অভিযান মহিলাদের রোজগারের দরজা খুলে দিয়েছে ৷ কারণ প্লাস্টিক বাড়ি থেকে সংগ্রহ বা তা কারখানায় পৌঁছে দেওয়া এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হয় মহিলাদের দ্বারাই ৷

অম্বিকাপুর পৌরনিগমের মেয়র অজয় তিরকি বলেন, "আমাদের লক্ষ্য সমাজকে প্লাস্টিকমুক্ত করা ৷ সেকারণে গারবেজ ক্যাফে ও প্লাস্টিক সংগ্রহ অভিযান শুরু করেছি ৷ এই উদ্যোগের ফলে প্লাস্টিকের ব্যবহার আগের থেকে কমেছে ৷ সাধারণ মানুষ আমাদের সাহায্য করছে ৷ ভবিষ্যতে এনিয়ে আমরা আরও উদ্যোগ নেব ৷"

অম্বিকাপুর পৌরনিগমের উদ্যোগেই দেশের মধ্যে প্রথম গারবেজ ক্যাফে গড়ে উঠেছে ৷ যেখানে মাত্র এককেজি প্লাস্টিক দিলে খাবার পাওয়া যাচ্ছে ৷ দিনে প্রায় 10 থেকে 21 কেজি প্লাস্টিক জমা হচ্ছে এই ক্যাফেতে ৷

Lucknow, Dec 19 (ANI): Section 144 has been imposed across the state of Uttar Pradesh. Senior Superintendent of Police (SSP) of Lucknow, Kalanidhi Naithani, said, "District administration didn't give any permission for any rally or protest on today's date. Thus, we appeal to the people not to be a part of any protest or rally. The police force is all prepared and alarmed to deal with every situation. Notices have been sent to those leaders who are making provocative statements." He further added, "All the schools and college administrations are under our confidence. They also ensured us that they will not support or approve any such protest." Uttar Pradesh Police also appealed to people to not forward any provocative messages on social media.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.