চণ্ডীগড়, 23 জুন : জেলেই খুন হলেন শিখ ধর্মগ্রন্থ অবমাননায় মূল অভিযুক্ত । 2015 সালের শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু (49) খুন হলেন জেলের ভিতর । যার জেরে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা পঞ্জাব জুড়ে । পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য পঞ্জাব জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং দোষিদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, বিট্টুকে নভ জেলে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল । শনিবার বিকেল পৌনে ছ'টা নাগাদ তার উপর চড়াও হয় আরও দুই বন্ধু । গুরুসেবক সিং ও মণীন্দ্র সিং নামে ওই দুই বন্দী রড দিয়ে বিট্টুকে মারধর করে । গুরুতর আহত অবস্থায় বিট্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । তবে কী কারণে ওই দুই বন্দী বিট্টুর উপর চড়াও হয়েছিল তা স্পষ্ট করে পুলিশের তরফে জানানো হয়নি ।
ফরিদকোটের বাসিন্দা বিট্টুকে গতবছর গ্রেপ্তার করা হয়েছিল । ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী বিট্টুর বিরুদ্ধে শিখদের ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ তৈরি হয়েছিল । হিংসার আগুন বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় বিট্টুকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।
বিট্টুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পঞ্জাব সরকার । জেল সুপার ও ব্যারাকের দায়িত্বে থেকে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছ । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় দুই কম্পানি RAF এবং 10 কম্পানি BSF-কে তৈরি থাকতে বলা হয়েছে । তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।