ETV Bharat / bharat

জেলেই খুন শিখ ধর্মগ্রন্থ অবমাননায় অভিযুক্ত, পঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা - Amarinder Singh

জেলেই খুন অভিযুক্ত । কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ।

punjab
author img

By

Published : Jun 23, 2019, 1:55 PM IST

Updated : Jun 24, 2019, 7:03 AM IST

চণ্ডীগড়, 23 জুন : জেলেই খুন হলেন শিখ ধর্মগ্রন্থ অবমাননায় মূল অভিযুক্ত । 2015 সালের শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু (49) খুন হলেন জেলের ভিতর । যার জেরে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা পঞ্জাব জুড়ে । পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য পঞ্জাব জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং দোষিদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

পুলিশ জানিয়েছে, বিট্টুকে নভ জেলে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল । শনিবার বিকেল পৌনে ছ'টা নাগাদ তার উপর চড়াও হয় আরও দুই বন্ধু । গুরুসেবক সিং ও মণীন্দ্র সিং নামে ওই দুই বন্দী রড দিয়ে বিট্টুকে মারধর করে । গুরুতর আহত অবস্থায় বিট্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । তবে কী কারণে ওই দুই বন্দী বিট্টুর উপর চড়াও হয়েছিল তা স্পষ্ট করে পুলিশের তরফে জানানো হয়নি ।

ফরিদকোটের বাসিন্দা বিট্টুকে গতবছর গ্রেপ্তার করা হয়েছিল । ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী বিট্টুর বিরুদ্ধে শিখদের ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ তৈরি হয়েছিল । হিংসার আগুন বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় বিট্টুকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

1
পঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা

বিট্টুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পঞ্জাব সরকার । জেল সুপার ও ব্যারাকের দায়িত্বে থেকে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছ । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় দুই কম্পানি RAF এবং 10 কম্পানি BSF-কে তৈরি থাকতে বলা হয়েছে । তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

চণ্ডীগড়, 23 জুন : জেলেই খুন হলেন শিখ ধর্মগ্রন্থ অবমাননায় মূল অভিযুক্ত । 2015 সালের শিখ ধর্মগ্রন্থ অবমাননার ঘটনায় মূল অভিযুক্ত মহিন্দর পাল বিট্টু (49) খুন হলেন জেলের ভিতর । যার জেরে সাম্প্রদায়িক হিংসার আশঙ্কা পঞ্জাব জুড়ে । পরিস্থিতি যাতে কোনওভাবেই নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় সেজন্য পঞ্জাব জুড়ে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে । মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং দোষিদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

পুলিশ জানিয়েছে, বিট্টুকে নভ জেলে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছিল । শনিবার বিকেল পৌনে ছ'টা নাগাদ তার উপর চড়াও হয় আরও দুই বন্ধু । গুরুসেবক সিং ও মণীন্দ্র সিং নামে ওই দুই বন্দী রড দিয়ে বিট্টুকে মারধর করে । গুরুতর আহত অবস্থায় বিট্টুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয় । তবে কী কারণে ওই দুই বন্দী বিট্টুর উপর চড়াও হয়েছিল তা স্পষ্ট করে পুলিশের তরফে জানানো হয়নি ।

ফরিদকোটের বাসিন্দা বিট্টুকে গতবছর গ্রেপ্তার করা হয়েছিল । ধর্ষণে সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম সিংয়ের অনুগামী বিট্টুর বিরুদ্ধে শিখদের ধর্মগ্রন্থ অবমাননার অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ তৈরি হয়েছিল । হিংসার আগুন বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় বিট্টুকে গ্রেপ্তার করেছিল পুলিশ ।

1
পঞ্জাবজুড়ে কড়া নিরাপত্তা

বিট্টুর মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই কড়া পদক্ষেপ করেছে পঞ্জাব সরকার । জেল সুপার ও ব্যারাকের দায়িত্বে থেকে পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছ । অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় দুই কম্পানি RAF এবং 10 কম্পানি BSF-কে তৈরি থাকতে বলা হয়েছে । তদন্ত কমিটি গঠন করা হয়েছে । তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে ।

Dehradun (Uttarakhand), June 23 (ANI): Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat announced the setting up of a new recruitment centre for the Maritime Force in Dehradun.Trivendra Singh Rawat told ANI that the total amount of centre is 42 crore, which will be given by Indian Coast Guard to Uttarakhand government. Director General of the Indian Coast Guard, Rajendra Singh said, "This recruitment centre will cover people of four states, Himachal Pradesh, Haryana along with Uttarakhand and Uttra Pradesh.
Last Updated : Jun 24, 2019, 7:03 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.