ETV Bharat / bharat

মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি, বাড়ল নিরাপত্তা - Taj Hotel receives threat call from Pakistan

গতকাল করাচি থেকে হুমকি ফোন আসার পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় তাজ হোটেল ও তার পার্শ্ববর্তী এলাকা ।

Taj
তাজ হোটেল
author img

By

Published : Jun 30, 2020, 10:28 AM IST

Updated : Jun 30, 2020, 2:05 PM IST

মুম্বই , 30 জুন : মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি । গতকাল করাচি থেকে তাজ হোটেলে একটি হুমকি ফোন আসে । হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় । এরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাজ হোটেল ও তার পার্শ্ববর্তী এলাকা ।

এর আগেও 2008 সালে তাজে জঙ্গি হামলা হয়েছে । এই ঘটনায় মারা গেছিলেন 166 জন ও 300-র বেশি মানুষ জখম হয়েছিলেন । তাজ হোটেল ছাড়াও ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস , ট্রাইডেন্ট হোটেলে জঙ্গি হামলা হয়েছিল ।

ঘটনায় জঙ্গি আজ়মল কাসবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল । 2012 সালের 21 সেপ্টেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে তাকে ফাঁসি দেওয়া হয় ।

মুম্বই , 30 জুন : মুম্বইয়ের তাজ হোটেল উড়িয়ে দেওয়ার হুমকি । গতকাল করাচি থেকে তাজ হোটেলে একটি হুমকি ফোন আসে । হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় । এরপরই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে তাজ হোটেল ও তার পার্শ্ববর্তী এলাকা ।

এর আগেও 2008 সালে তাজে জঙ্গি হামলা হয়েছে । এই ঘটনায় মারা গেছিলেন 166 জন ও 300-র বেশি মানুষ জখম হয়েছিলেন । তাজ হোটেল ছাড়াও ছত্রপতি শিবাজি রেলওয়ে টার্মিনাস , ট্রাইডেন্ট হোটেলে জঙ্গি হামলা হয়েছিল ।

ঘটনায় জঙ্গি আজ়মল কাসবকে জীবিত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছিল । 2012 সালের 21 সেপ্টেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে তাকে ফাঁসি দেওয়া হয় ।

Last Updated : Jun 30, 2020, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.