শ্রীনগর, 9 অগাস্ট : খানিকটা স্বস্তির নিঃশ্বাস ৷ আজ শুক্রবার জম্মু থেকে তুলে নেওয়া হল 144 ধারা । পাঁচ দিন পর জম্মু থেকে প্রত্যাহার করা হল এই ধারা ৷ তবে ইন্টারনেট পরিষেবা এখনই চালু হচ্ছে না । কাশ্মীরেও কারফিউ জারি রয়েছে ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায়, 370 ধারা রদ হয়েছে৷ কাশ্মীরে এখন সূর্যোদয়ের সময় । এবার থেকে উন্নয়ন কথা বলবে । ইদের আগে উপত্যকায় কোনও রকম অশান্তি চায় না কেন্দ্র । এলাকাবাসীর ধর্মীয় ভাবাবেগ যাতে কোনও ভাবে ক্ষুণ্ণ না হয়, সেই বিষয়টিকেও মাথায় রাখছে কেন্দ্র৷ ইদের দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও খবর ।
কোনও রকম সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা না ঘটার ফলেই জম্মু থেকে 144 ধারা রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে বাড়তি সেনা সরানো হচ্ছে না উপত্যকা থেকে । জম্মুর ডেপুটি কমিশনারের অফিস থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকেই জম্মুতে খুলবে সমস্ত স্কুল-কলেজ । জম্মু বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র বিনয় থুসু বলেন, ''বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে 10 অগাস্ট ৷ পরীক্ষার সূচিও সময় মতোই জানানো হবে ৷'' রিয়াজ়ি জেলার পুলিশ কমিশনার ইন্দু কানওয়াল চিবের তরফেও এ কথা বলা হয়েছে ৷
জম্মুতে খানিকটা শিথিল হলেও কাশ্মীরে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি । শ্রীনগর-সহ বেশ কিছু জায়গা থেকে স্বাস্থ্য পরিষেবায় সংকটের কথা বলা হয়েছে ৷ বহু ATM-এর ঝাঁপ বন্ধ৷ টাকা নেই ৷ টাকা না থাকায় অতি প্রয়োজনীয় ওষুধও কিনতে পারছেন না সাধারণ মানুষ৷ নিত্যনৈমিত্তিক জিনিসপত্র ক্রয়ের ক্ষেত্রেও অসুবিধার কথা জানিয়েছেন কেউ কেউ ৷ যোগাযোগ পরিষেবা বিচ্ছিন্ন থাকায় অসুবিধার মুখে পড়ছেন উত্তর-কাশ্মীরের বাসিন্দাদের একাংশ ৷ আজ রাজ্যপাল সত্যপাল মালিক রাওয়ালপোরা, রামবাগ, জওহরনগর, সোনওয়ার ও রাজবাগের হাসপাতাল পরিদর্শন করেন ৷ সোমবার ইদ ৷ তাই পশু কেনাবেচায় যাতে কোনও সমস্যা না হয়, সেই দিকগুলিও খতিয়ে দেখতে বলা হয়েছে ৷