ETV Bharat / bharat

কোরোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব, আজ সচিব পর্যায়ের বৈঠক অর্থমন্ত্রীর

কোরোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বললেন নির্মলা সীতারমন । সেখানেই বৈঠকের কথা ঘোষণা করেন । নির্মলা বলেন, বুধবার সচিব পর্যায়ের বৈঠকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ।

corona
কোরোনা
author img

By

Published : Feb 19, 2020, 5:05 AM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : কোরোনা সংক্রমণে প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যেও । এই ইশু আলোচনার জন্য আজ এক সচিব পর্যায়ের বৈঠকের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । বৈঠকে বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন । ভারতের বাণিজ্য ইশুগুলি নিয়ে আলোচনা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

কোরোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বলেন নির্মলা । সেখানেই বৈঠকের কথা ঘোষণা করেন । নির্মলা বলেন, "কিছুদিন আগে আমরা একাধিক শিল্পসংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিলাম । চিনে কোরোনা আক্রমণের কারণে বাণিজ্যে প্রভাব পড়েছে । এই বিষয়ে তাদের মতামত ও ভাবনা আমাদের জানাতে বলেছিলাম । ভারতের শিল্প কোরোনার জন্য ভুগছে । প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতেও । "

নির্মলা আরও বলেন, "আমরা তাদের কথা শুনেছি । বুধবার সচিব পর্যায়ের বৈঠকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব । "

2003-র পর থেকে বিশ্ব ব্যবসায় চিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আইফোন থেকে শুরু করে তেল, তামা সবই বিশ্বব্যাপী সরবরাহ করে চিন ৷ এছাড়া দেশের বহু ধনী উপভোক্তা ব্যয়বহুল পণ্য, ভ্রমণ ও গাড়ি ব্যবসাতে খরচ করে থাকেন ৷ 2003 সালে বিশ্ব GDP-তে চিনের অর্থনীতির হার ছিল চার শতাংশ ৷ যা বর্তমানে 16 শতাংশে পৌঁছেছে ৷

দিল্লি, 19 ফেব্রুয়ারি : কোরোনা সংক্রমণে প্রভাব পড়েছে ভারতের বাণিজ্যেও । এই ইশু আলোচনার জন্য আজ এক সচিব পর্যায়ের বৈঠকের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । বৈঠকে বিভিন্ন বিভাগের কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত থাকবেন । ভারতের বাণিজ্য ইশুগুলি নিয়ে আলোচনা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।

কোরোনা সংক্রমণে দেশের বাণিজ্যে প্রভাব নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বলেন নির্মলা । সেখানেই বৈঠকের কথা ঘোষণা করেন । নির্মলা বলেন, "কিছুদিন আগে আমরা একাধিক শিল্পসংস্থাকে আমন্ত্রণ জানিয়েছিলাম । চিনে কোরোনা আক্রমণের কারণে বাণিজ্যে প্রভাব পড়েছে । এই বিষয়ে তাদের মতামত ও ভাবনা আমাদের জানাতে বলেছিলাম । ভারতের শিল্প কোরোনার জন্য ভুগছে । প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতেও । "

নির্মলা আরও বলেন, "আমরা তাদের কথা শুনেছি । বুধবার সচিব পর্যায়ের বৈঠকে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব । "

2003-র পর থেকে বিশ্ব ব্যবসায় চিনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ৷ আইফোন থেকে শুরু করে তেল, তামা সবই বিশ্বব্যাপী সরবরাহ করে চিন ৷ এছাড়া দেশের বহু ধনী উপভোক্তা ব্যয়বহুল পণ্য, ভ্রমণ ও গাড়ি ব্যবসাতে খরচ করে থাকেন ৷ 2003 সালে বিশ্ব GDP-তে চিনের অর্থনীতির হার ছিল চার শতাংশ ৷ যা বর্তমানে 16 শতাংশে পৌঁছেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.