ETV Bharat / bharat

আটকে পড়া ভারতীয়দের নিয়ে 24 সেপ্টেম্বর রিয়াধ থেকে রওনা দেবে বিমান

author img

By

Published : Sep 20, 2020, 9:48 PM IST

একটি বিবৃতিতে দূতাবাসের তরফে জানানো হয়েছে 24 সেপ্টেম্বর দ্বিতীয় দফার বিমানটিতে করে সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনা হবে । পরের বিমানগুলির সময়সূচি প্রকাশ নিয়ে ভাবনাচিন্তা চলছে । চলতি বছর মে মাসে প্রথম দফায় সৌদি আরবে আটকে পড়া 500 ভারতীয়কে ফিরিয়ে আনা হয় হায়দরাবাদে ।

Aa
Aa

রিয়াধ, 20 সেপ্টেম্বর: সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দ্বিতীয় দফার বিমানটি 24 সেপ্টেম্বর বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে । ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের সমস্যার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, "দ্বিতীয় দফায় রিয়াধের মিশন ও জেদ্দার দূতাবাস মিলে আটকে পড়া ভারতীয়দের জন্য বিমান ও কোয়ারানটিনের ব্যবস্থা করছে । রিয়াধ থেকে চেন্নাইগামী প্রথম বিমানটি ছাড়বে 24 সেপ্টেম্বর ।" রিয়াধ ও জেদ্দাহ থেকে পরের বিমানগুলি ছাড়ার সময় সূচি দ্রুত নির্ধারিত হবে । মিশন ও দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন কর্তৃপক্ষের সঙ্গে ।

মে মাসে প্রথম দফায় সৌদি আরবে আটকে পড়া 500 ভারতীয়কে হায়দরাবাদে ফেরানো হয় । দুই তরফেই যুক্ত ছিল বেশ কয়েকটি এজেন্সি । ভারতীয়দের ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশকিছু ছাড়পত্রও সংগ্রহ করতে হয়েছিল । কোরোনা সংক্রমণ রোধে মানতে হয়েছে বিধি-নিষেধও । সৌদি আরবে কাজ করেন 2.6 মিলিয়নের বেশি ভারতীয় ।

রিয়াধ, 20 সেপ্টেম্বর: সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে দ্বিতীয় দফার বিমানটি 24 সেপ্টেম্বর বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেবে । ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে সৌদি আরবে আটকে পড়া ভারতীয়দের সমস্যার বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে ।

বিবৃতিতে আরও জানানো হয়েছে, "দ্বিতীয় দফায় রিয়াধের মিশন ও জেদ্দার দূতাবাস মিলে আটকে পড়া ভারতীয়দের জন্য বিমান ও কোয়ারানটিনের ব্যবস্থা করছে । রিয়াধ থেকে চেন্নাইগামী প্রথম বিমানটি ছাড়বে 24 সেপ্টেম্বর ।" রিয়াধ ও জেদ্দাহ থেকে পরের বিমানগুলি ছাড়ার সময় সূচি দ্রুত নির্ধারিত হবে । মিশন ও দূতাবাসের কর্মকর্তারা নিয়মিত যোগাযোগ রাখছেন কর্তৃপক্ষের সঙ্গে ।

মে মাসে প্রথম দফায় সৌদি আরবে আটকে পড়া 500 ভারতীয়কে হায়দরাবাদে ফেরানো হয় । দুই তরফেই যুক্ত ছিল বেশ কয়েকটি এজেন্সি । ভারতীয়দের ফিরিয়ে আনার ক্ষেত্রে বেশকিছু ছাড়পত্রও সংগ্রহ করতে হয়েছিল । কোরোনা সংক্রমণ রোধে মানতে হয়েছে বিধি-নিষেধও । সৌদি আরবে কাজ করেন 2.6 মিলিয়নের বেশি ভারতীয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.