ETV Bharat / bharat

রাশিয়ান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জয়শংকর - রাশিয়ান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এস জয়শংকর

বুধবার SCO-র বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি তিনি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানা গেছে ৷ এর আগে ইরানের বিদেশমন্ত্রী ও কিরগিজ়স্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি ৷

India Russia relations
এস জয়শংকর
author img

By

Published : Sep 9, 2020, 9:48 PM IST

দিল্লি , 9 সেপ্টেম্বর : রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভ-এর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বুধবার SCO-র বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি তিনি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করবেন ৷

এর আগে, জয়শংকর কিরগিজ়স্তানের বিদেশমন্ত্রী চিংগিজ় আইবেরকভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন ।জয়শংকর টুইটারে লেখেন ," চিংগিজ় আইবেরকভের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে । ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তনের সহায়তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন । "

মস্কোতে বিদেশমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের (SCO) সম্মেলনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হবে ৷ আর আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করা হবে । এটি বিদেশমন্ত্রীদের কাউন্সিলের তৃতীয় বৈঠক যেখানে SCO-র সদস্য হিসাবে ভারত অংশ নেবে । এর আগে 2018 সালের 23-24 এপ্রিল নাগাদ বেজিং-এ এবং 2019 সালের 21-22 মে নাগাদ বিশকেক-এ বৈঠক হয় ৷

SCO-র বৈঠকে বিদেশমন্ত্রীরা ইউনাইটেড নেশনের 75 তম বার্ষিকী উপলক্ষে মূলত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচিত বিদেশনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কোরোনা মহামারীর প্রভাবে পরিবর্তিত বিশ্বের রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিণতি কাটিয়ে উঠতে SCO-র কার্যক্রমকে আরও বিকশিত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • A fruitful meeting with FM Chingiz Aidarbekov of Kyrgyz Republic on SCO sidelines. Thanked him for the support in facilitating return of Indian nationals. Discussed issues of bilateral and regional interest. Agreed to further enhance our Strategic Partnership in all spheres. pic.twitter.com/XySOnoZFKS

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়শংকর মস্কো সফরের আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কোয় যান এবং SCO-র বৈঠকে যোগ দেন ৷ পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া ও চিন-সহ সদস্য দেশগুলির সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন । যদিও রাজনাথ সিং চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে 90 মিনিট দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন ৷ সেক্ষেত্রে, জয়শংকর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন কি না এখন সেটাই দেখার ৷

দিল্লি , 9 সেপ্টেম্বর : রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভ-এর সঙ্গে বৈঠক করতে প্রস্তুত বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ বুধবার SCO-র বিদেশমন্ত্রীদের বৈঠকের পাশাপাশি তিনি রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করবেন ৷

এর আগে, জয়শংকর কিরগিজ়স্তানের বিদেশমন্ত্রী চিংগিজ় আইবেরকভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন ।জয়শংকর টুইটারে লেখেন ," চিংগিজ় আইবেরকভের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে । ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তনের সহায়তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন । "

মস্কোতে বিদেশমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশনের (SCO) সম্মেলনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হবে ৷ আর আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করা হবে । এটি বিদেশমন্ত্রীদের কাউন্সিলের তৃতীয় বৈঠক যেখানে SCO-র সদস্য হিসাবে ভারত অংশ নেবে । এর আগে 2018 সালের 23-24 এপ্রিল নাগাদ বেজিং-এ এবং 2019 সালের 21-22 মে নাগাদ বিশকেক-এ বৈঠক হয় ৷

SCO-র বৈঠকে বিদেশমন্ত্রীরা ইউনাইটেড নেশনের 75 তম বার্ষিকী উপলক্ষে মূলত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচিত বিদেশনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কোরোনা মহামারীর প্রভাবে পরিবর্তিত বিশ্বের রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিণতি কাটিয়ে উঠতে SCO-র কার্যক্রমকে আরও বিকশিত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

  • A fruitful meeting with FM Chingiz Aidarbekov of Kyrgyz Republic on SCO sidelines. Thanked him for the support in facilitating return of Indian nationals. Discussed issues of bilateral and regional interest. Agreed to further enhance our Strategic Partnership in all spheres. pic.twitter.com/XySOnoZFKS

    — Dr. S. Jaishankar (@DrSJaishankar) September 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

জয়শংকর মস্কো সফরের আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কোয় যান এবং SCO-র বৈঠকে যোগ দেন ৷ পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া ও চিন-সহ সদস্য দেশগুলির সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন । যদিও রাজনাথ সিং চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে 90 মিনিট দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন ৷ সেক্ষেত্রে, জয়শংকর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন কি না এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.