ETV Bharat / bharat

স্কুল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা স্থগিত রাখল কেন্দ্র - exam postponed

কোরোনার জেরে এবার CBSE, UGC, AICTE, NIOS এবং JEE মেন-এর পরীক্ষা স্থগিত করল কেন্দ্রীয় সরকার ।

exam to be postponed till 31 march
exam to be postponed till 31 march
author img

By

Published : Mar 19, 2020, 12:45 AM IST

দিল্লি, 18 মার্চঃ কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগেই বন্ধ হয়েছে দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় । তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলি চলছিল । এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার । 31 মার্চ পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) এবং দেশেরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক ।

শিক্ষা মন্ত্রকের HRD সেক্রেটারি অমিত খারে জানিয়েছেন, সঠিক সময়ে শিক্ষা বর্ষ ও পরীক্ষা শেষ করা খুবই জরুরি কিন্তু তার পাশাপাশি সমান জরুরি শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা । ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকদের সুরক্ষার কথাও অতঃপ্রতভাবে জরুরি ।

তাই ইতিমধ্য শুরু হয়ে যাওয়া CBSE সব পরীক্ষা 31 মার্চ পর্যন্ত স্থগিত রাখা হল । পরিস্থিতি বুঝে পরবর্তীকালে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে ।

একই নির্দেশিকা জারি হয়েছে, UGC, AICTE, NIOS এবং JEE মেনের পরীক্ষার ক্ষেত্রেও ।

দিল্লি, 18 মার্চঃ কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে আগেই বন্ধ হয়েছে দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় । তবে পূর্বনির্ধারিত পরীক্ষাগুলি চলছিল । এবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষাও স্থগিত রাখার নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার । 31 মার্চ পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (CBSE) এবং দেশেরে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা স্থগিত রাখার জন্য নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রক ।

শিক্ষা মন্ত্রকের HRD সেক্রেটারি অমিত খারে জানিয়েছেন, সঠিক সময়ে শিক্ষা বর্ষ ও পরীক্ষা শেষ করা খুবই জরুরি কিন্তু তার পাশাপাশি সমান জরুরি শিক্ষার্থীদের স্বাস্থ্যের সুরক্ষা । ছাত্র-ছাত্রীদের সঙ্গে তাদের অভিভাবক ও শিক্ষকদের সুরক্ষার কথাও অতঃপ্রতভাবে জরুরি ।

তাই ইতিমধ্য শুরু হয়ে যাওয়া CBSE সব পরীক্ষা 31 মার্চ পর্যন্ত স্থগিত রাখা হল । পরিস্থিতি বুঝে পরবর্তীকালে পরীক্ষার দিনক্ষণ জানানো হবে ।

একই নির্দেশিকা জারি হয়েছে, UGC, AICTE, NIOS এবং JEE মেনের পরীক্ষার ক্ষেত্রেও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.