ETV Bharat / bharat

প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ, আজ শুনানি সুপ্রিম কোর্টে - Nirbhaya rape

25 জানুয়ারি নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিল সুপ্রিম কোর্টে ৷ আজ সেই মামলার শুনানি ৷

Nirbhaya
ফাইল ছবি
author img

By

Published : Jan 28, 2020, 9:40 AM IST

দিল্লি, 28 জানুয়ারি : আজ ফের শুনানি ৷ নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন যত এগিয়ে আসছে, ফাঁসির দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা ততই বাড়ছে ৷ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ আজ সেই মামলার শুনানি ৷

25 জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে গতকালই বলেছিলেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

আরও পড়ুন : নির্ভয়ার অপরাধীদের শেষ ইচ্ছা জানতে চাইল সংশোধনাগার কর্তৃপক্ষ

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷

এদিকে নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তুলেছেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ।

দিল্লি, 28 জানুয়ারি : আজ ফের শুনানি ৷ নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন যত এগিয়ে আসছে, ফাঁসির দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নিয়েও জল্পনা ততই বাড়ছে ৷ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ আজ সেই মামলার শুনানি ৷

25 জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷ প্রধান বিচারপতি এস এ বোবদে সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে গতকালই বলেছিলেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

আরও পড়ুন : নির্ভয়ার অপরাধীদের শেষ ইচ্ছা জানতে চাইল সংশোধনাগার কর্তৃপক্ষ

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷

এদিকে নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তুলেছেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ।

Pune (Maharashtra), Jan 28 (ANI): While addressing a press conference in Pune on January 27, the Deputy Chief Minister of Maharashtra Ajit Pawar spoke on Citizenship Amendment Act (CAA) and the proposed all-India National Register of Citizens (NRC). He said, "States like Kerala, Punjab, Rajasthan and West Bengal have passed resolutions against Citizenship Amendment Act (CAA). They are ruled by one-party, unlike Maharashtra." "Our Chief Minister said there should be no problem for anyone in state due to CAA and National Register of Citizens (NRC), we are of this opinion," Ajit Pawar added.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.