ETV Bharat / bharat

OBC সংরক্ষণ নিয়ে তামিলনাড়ু সরকারের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Oct 26, 2020, 9:15 PM IST

OBC সংরক্ষণ নিয়ে জুলাইয়ে একটি নির্দেশ দিয়েছিল মাদ্রাজ় হাইকোর্ট । তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় তামিলনাড়ু সরকার ।

ddd
ওবিসি সংরক্ষণ নিয়ে তামিলনাড়ু সরকারের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

দিল্লি, 26 অক্টোবর : মেডিকেলে 50 শতাংশ সংরক্ষণের বিষয়ে তামিলনাড়ু ও AIADMK-র আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট । NEET পরীক্ষায় তামিলনাড়ু সরকার এবং AIADMK সারা দেশের সংরক্ষণে মধ্যে 50 শতাংশ সংরক্ষণ স্নাতক, স্নাতকোত্তর এবং ডেন্টাল কোর্সে 2020-2021 শিক্ষাবর্ষের জন্য আবেদন জানিয়েছিল ।

27 জুলাই মাদ্রাজ় হাইকোর্ট OBC সংরক্ষণ নিয়ে একটি নির্দেশ দেয় । পাশাপাশি কেন্দ্রকে আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মেডিকেলের আসনের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা অনুযায়ী সংরক্ষণের হার নির্ধারণ করতে নির্দেশ দেয় । এর জন্য তিন মাস সময় দেওয়া হয় । এর বিরুদ্ধে AIADMK শীর্ষ আদালতে জানায়, মাদ্রাজ় হাইকোর্ট OBC সংরক্ষণের বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি । চলতি শিক্ষাবর্ষে তা চালু হবে কি না জানা নেই । এদিকে কেন্দ্র জানায়, 50 শতাংশ সংরক্ষণ কার্যকর করা এখনই সম্ভব নয় ।

দিল্লি, 26 অক্টোবর : মেডিকেলে 50 শতাংশ সংরক্ষণের বিষয়ে তামিলনাড়ু ও AIADMK-র আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট । NEET পরীক্ষায় তামিলনাড়ু সরকার এবং AIADMK সারা দেশের সংরক্ষণে মধ্যে 50 শতাংশ সংরক্ষণ স্নাতক, স্নাতকোত্তর এবং ডেন্টাল কোর্সে 2020-2021 শিক্ষাবর্ষের জন্য আবেদন জানিয়েছিল ।

27 জুলাই মাদ্রাজ় হাইকোর্ট OBC সংরক্ষণ নিয়ে একটি নির্দেশ দেয় । পাশাপাশি কেন্দ্রকে আদালত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে মেডিকেলের আসনের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা অনুযায়ী সংরক্ষণের হার নির্ধারণ করতে নির্দেশ দেয় । এর জন্য তিন মাস সময় দেওয়া হয় । এর বিরুদ্ধে AIADMK শীর্ষ আদালতে জানায়, মাদ্রাজ় হাইকোর্ট OBC সংরক্ষণের বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি । চলতি শিক্ষাবর্ষে তা চালু হবে কি না জানা নেই । এদিকে কেন্দ্র জানায়, 50 শতাংশ সংরক্ষণ কার্যকর করা এখনই সম্ভব নয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.