ETV Bharat / bharat

স্কুল ফি নিয়ে অন্তর্বর্তীকালীন নির্দেশের মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টের

শীর্ষ আদালত জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ বহাল রাখল । এর ফলে রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলকে 20 শতাংশ ফি কমাতে হবে ।

sc extend interim order of school fees
স্কুল ফি নিয়ে অন্তর্বতীকালীন নির্দেশ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি সুপ্রিম কোর্টের
author img

By

Published : Nov 17, 2020, 4:13 PM IST

কলকাতা, 17 নভেম্বর : বেসরকারি স্কুলগুলির ফি 20 শতাংশ কমানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । 28 অক্টোবর সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখার নির্দেশ দেয় । ওই অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করল শীর্ষ আদালত । এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছে আদালত ।

জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ বহাল রাখার অর্থ, রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলকে 20 শতাংশ ফি কমাতে হবে । ফি কমানো নিয়ে 13 অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকটি বেসরকারি স্কুল । 28 অক্টোবর সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত ।

কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলিকে প্যানডেমিক পরিস্থিতিতে টিউশন ফি 20 শতাংশ ছাড় দিতে নির্দেশ দেয় । এই রায়ের উপর স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল বেসরকারি স্কুলগুলি । বেসরকারি স্কুলগুলির তরফে বলা হয়েছিল, তারা কোনও সরকারি অনুদান পায় না । ফলে, এইভাবে একতরফা নির্দেশ দিতে পারে না কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ মানতে গেলে বেশিরভাগ স্কুল চালানো অসম্ভব হয়ে পড়বে ।

কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য, এই বছরটা অন্যান্য বছরের মতো নয় । একটা প্যানডেমিকের মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যথাযথ । তবে 20 শতাংশের বেশি ছাড়ের ব্যাপারে অভিভাবকদের আবেদন জানাতে বলা হয়েছিল এবং সেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিল হাইকোর্ট ।

কলকাতা, 17 নভেম্বর : বেসরকারি স্কুলগুলির ফি 20 শতাংশ কমানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট । 28 অক্টোবর সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখার নির্দেশ দেয় । ওই অন্তর্বর্তীকালীন আদেশের মেয়াদ বৃদ্ধি করল শীর্ষ আদালত । এই বিষয়ে পরবর্তী শুনানি আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে হবে বলে জানিয়েছে আদালত ।

জানুয়ারি পর্যন্ত অন্তর্বর্তীকালীন আদেশ বহাল রাখার অর্থ, রাজ্যের সমস্ত বেসরকারি স্কুলকে 20 শতাংশ ফি কমাতে হবে । ফি কমানো নিয়ে 13 অক্টোবর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কয়েকটি বেসরকারি স্কুল । 28 অক্টোবর সেই আবেদন খারিজ করে শীর্ষ আদালত ।

কলকাতা হাইকোর্ট বেসরকারি স্কুলগুলিকে প্যানডেমিক পরিস্থিতিতে টিউশন ফি 20 শতাংশ ছাড় দিতে নির্দেশ দেয় । এই রায়ের উপর স্থগিতাদেশের জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল বেসরকারি স্কুলগুলি । বেসরকারি স্কুলগুলির তরফে বলা হয়েছিল, তারা কোনও সরকারি অনুদান পায় না । ফলে, এইভাবে একতরফা নির্দেশ দিতে পারে না কলকাতা হাইকোর্ট । এই নির্দেশ মানতে গেলে বেশিরভাগ স্কুল চালানো অসম্ভব হয়ে পড়বে ।

কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের বক্তব্য, এই বছরটা অন্যান্য বছরের মতো নয় । একটা প্যানডেমিকের মতো অস্বাভাবিক পরিস্থিতিতে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা যথাযথ । তবে 20 শতাংশের বেশি ছাড়ের ব্যাপারে অভিভাবকদের আবেদন জানাতে বলা হয়েছিল এবং সেই বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে দিয়েছিল হাইকোর্ট ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.