ETV Bharat / bharat

ফিরল SBI-এর অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা

author img

By

Published : Jun 13, 2020, 12:56 AM IST

মুহূর্তে খোলা যাবে অ্যাকাউন্ট৷ SBI ফিরিয়ে আনল তাদের আধার ভিত্তিক অনলাইন সেভিংস অ্যাকাউন্ট খোলার সুবিধা৷ প্রায় সব সুবিধাই পাবেন "ইনস্টা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট"-এর গ্রাহকরা৷ তবে, এই পদ্ধতিতে অ্যাকাউন্ট খোলার আগে ডাউনলোড করতে হবে SBI-এর অ্য়াপ "Yono"৷

Aadhaar-based online savings account
অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা৷

মুম্বই, 12 জুন: SBI ফিরিয়ে আনল তাদের আধার ভিত্তিক অনলাইনঅ্যাকাউন্ট খোলার সুবিধা৷ যে সেভিংস অ্যাকাউন্ট যে কোনও মুহূর্তই খোলা যাবে৷ SBI-এর ডিজিটাল প্লাটফর্ম "Yono"-র মাধ্যমে গ্রাহকরা পাবেন এই পরিষেবা৷

"ইনস্টাসেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট"-এর জন্য কোনও নথিপত্র লাগবে না, জানিয়েছে SBI ৷ শুধু প্যান আর আধার নম্বরেরমাধ্যমেই খোলা যাবে নতুন সেভিংস অ্যাকাউন্ট৷

আজএই বিষয়ে SBI চেয়ারম্যানরজনিশ কুমার বলেন, "এইআধুনিক পদ্ধতিতে ব্যাঙ্কে না এসেও অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক৷ বাড়তি ঝক্কিছাড়াই৷"

অনলাইনেঅ্যাকাউন্ট খোলা গ্রাহককে রূপে ATM-ডেবিট কার্ড দেওয়া হবে বলে জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তবে, এইভাবে অ্যাকাউন্ট খুলতে গেলে SBI-এর ডিজিটাল প্লাটফর্ম "Yono"অ্যাপটি আগে ডাউনলোড করে নিতেহবে৷ সেখানে প্যান ও আধার কার্ড নম্বর দেওয়ার পর ওয়ান টাইম পাসোয়ার্ড আসবে৷ এরপরবাকিটা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে৷

সাধারণব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই প্রায় সব ধরনের পরিষেবা পাবেন অনলাইন অ্য়াকাউন্ট খোলাগ্রাহকরা৷ অ্যাকাউন্টটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের যাবতীয় কাজ করা যাবে৷পরে গ্রাহক চাইলে তাঁর বিস্তারিত KYC নিকটবর্তী SBI ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন বলেজানাচ্ছে SBI

মুম্বই, 12 জুন: SBI ফিরিয়ে আনল তাদের আধার ভিত্তিক অনলাইনঅ্যাকাউন্ট খোলার সুবিধা৷ যে সেভিংস অ্যাকাউন্ট যে কোনও মুহূর্তই খোলা যাবে৷ SBI-এর ডিজিটাল প্লাটফর্ম "Yono"-র মাধ্যমে গ্রাহকরা পাবেন এই পরিষেবা৷

"ইনস্টাসেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট"-এর জন্য কোনও নথিপত্র লাগবে না, জানিয়েছে SBI ৷ শুধু প্যান আর আধার নম্বরেরমাধ্যমেই খোলা যাবে নতুন সেভিংস অ্যাকাউন্ট৷

আজএই বিষয়ে SBI চেয়ারম্যানরজনিশ কুমার বলেন, "এইআধুনিক পদ্ধতিতে ব্যাঙ্কে না এসেও অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহক৷ বাড়তি ঝক্কিছাড়াই৷"

অনলাইনেঅ্যাকাউন্ট খোলা গ্রাহককে রূপে ATM-ডেবিট কার্ড দেওয়া হবে বলে জানাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তবে, এইভাবে অ্যাকাউন্ট খুলতে গেলে SBI-এর ডিজিটাল প্লাটফর্ম "Yono"অ্যাপটি আগে ডাউনলোড করে নিতেহবে৷ সেখানে প্যান ও আধার কার্ড নম্বর দেওয়ার পর ওয়ান টাইম পাসোয়ার্ড আসবে৷ এরপরবাকিটা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে৷

সাধারণব্যাঙ্ক অ্যাকাউন্টের মতোই প্রায় সব ধরনের পরিষেবা পাবেন অনলাইন অ্য়াকাউন্ট খোলাগ্রাহকরা৷ অ্যাকাউন্টটি সক্রিয় হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যাঙ্কের যাবতীয় কাজ করা যাবে৷পরে গ্রাহক চাইলে তাঁর বিস্তারিত KYC নিকটবর্তী SBI ব্রাঞ্চে গিয়ে জমা দিতে পারবেন বলেজানাচ্ছে SBI

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.