ETV Bharat / bharat

গৃহঋণে সুদের হার কমাল SBI, সুদের হার কমল স্থায়ী আমানতেও - RBI

8.25 থেকে কমিয়ে এই ঋণের হার 8.15 শতাংশ করার কথা আজ জানাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি । এর ফলে কম সুদে গৃহঋণের আবেদন করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা ।

গৃহঋণে সুদের হার কমাল SBI, সুদের হার কমল স্থায়ী আমানতেও
author img

By

Published : Sep 9, 2019, 2:25 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর : প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণের হার (MCLR) কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI । 8.25 থেকে কমিয়ে এই ঋণের হার 8.15 শতাংশ করার কথা আজ জানাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি । ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেট 1.1 শতাংশ কমানোর পরেই এই সিদ্ধান্ত নিল SBI । SBI জানিয়েছে, 10 সেপ্টেম্বর থেকেই নতুন এই সুদের হার কার্যকরী করা হবে । এর ফলে কম সুদে গৃহঋণের আবেদন করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা ।

প্রসঙ্গত গত মাসেই MCLR কমিয়ে 8.25 শতাংশ করেছিল ব্যাঙ্কটি । চলতি আর্থিক বছরে এই নিয়ে পঞ্চমবার MCLR কমেলো SBI । এই মূল সুদের হারটির উপরেই নির্ভর করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী তহবিলে ঋণ দেওয়া হয়ে থাকে

MCLR কমানোর পাশপাশি স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার 0.25 শতাংশ কমানো হবে বলে জানিয়েছে SBI । ব্যাঙ্কের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "SBI রিটার্ন টার্ম ডিপোজ়িটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারকে 20-25 বেসিস পয়েন্ট এবং বাল্ক টার্ম ডিপোজ়িটে 10-20 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।"

দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম । এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে । কেন্দ্রীয় ব্যাঙ্ক বারবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে উপভোক্তাদের সুদের হার হ্রাসের সুবিধার্থে পদক্ষেপ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ।

মুম্বই, 9 সেপ্টেম্বর : প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণের হার (MCLR) কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI । 8.25 থেকে কমিয়ে এই ঋণের হার 8.15 শতাংশ করার কথা আজ জানাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি । ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেট 1.1 শতাংশ কমানোর পরেই এই সিদ্ধান্ত নিল SBI । SBI জানিয়েছে, 10 সেপ্টেম্বর থেকেই নতুন এই সুদের হার কার্যকরী করা হবে । এর ফলে কম সুদে গৃহঋণের আবেদন করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা ।

প্রসঙ্গত গত মাসেই MCLR কমিয়ে 8.25 শতাংশ করেছিল ব্যাঙ্কটি । চলতি আর্থিক বছরে এই নিয়ে পঞ্চমবার MCLR কমেলো SBI । এই মূল সুদের হারটির উপরেই নির্ভর করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী তহবিলে ঋণ দেওয়া হয়ে থাকে

MCLR কমানোর পাশপাশি স্থায়ী আমানতে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । ফিক্সড ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার 0.25 শতাংশ কমানো হবে বলে জানিয়েছে SBI । ব্যাঙ্কের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "SBI রিটার্ন টার্ম ডিপোজ়িটের ক্ষেত্রে প্রযোজ্য সুদের হারকে 20-25 বেসিস পয়েন্ট এবং বাল্ক টার্ম ডিপোজ়িটে 10-20 বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে ।"

দেশে অর্থনৈতিক বৃদ্ধির হার গত ছয় বছরে সব থেকে কম । এর জেরে সরকার এবং RBI দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছে । কেন্দ্রীয় ব্যাঙ্ক বারবার বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে উপভোক্তাদের সুদের হার হ্রাসের সুবিধার্থে পদক্ষেপ করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ।

Visakhapatnam (Andhra Pradesh), Sep 09 (ANI): The Excise Department seized cannabis worth Rs 1 crore in Andhra Pradesh's Visakhapatnam on September 08. They seized 815 kg of cannabis from a truck in Narsipatnam town of Visakhapatnam. They have also arrested the truck driver in this case. The truck was registered in Odisha and as per the information the vehicle was coming from Odisha to Visakhapatnam. Probe is underway in this regard.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.