দিল্লি, 29 জুলাই : মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ বললে ভুল হবে না ৷ সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । সুদের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে আগামী 1 অগাস্ট থেকে । জুলাই মাসের শুরুতেই ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজ়িটের সুদের হার পরিবর্তন করেছিল । এবার সেই পথেই SBI ৷
দীর্ঘমেয়াদি স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট) ক্ষেত্রে 0.20 শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সুদের হার । স্বল্পমেয়াদি ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার 50 থেকে 75 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে ।
বিভিন্ন মেয়াদের আমানতে কমছে সুদ । কম সুদের হার থেকে রেহাই পাবেন না প্রবীণ নাগরিকরাও । নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার?
7 থেকে 45 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 5.75 শতাংশ, নতুন হার- 5 শতাংশ ৷
46 দিন থেকে 179 দিন পর্যন্ত যেমন এতদিন ব্যাঙ্ক সুদ দিত 6.25 শতাংশ । সেই সুদের পরিমাণ এ বার কমে দাঁড়াবে 5.75 শতাংশে ।
180 থেকে 210 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 6.35 শতাংশ, নতুন হার- 6.25 শতাংশ ৷ সুদ 0.10 শতাংশ কমে দাঁড়াবে 6.25 শতাংশ ।
211 দিন থেকে 1 বছরের কম পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.4 শতাংশ, নতুন হার 6.25 শতাংশ ৷
1 বছর থেকে 2 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 7 শতাংশ, নতুন হার- 6.8 শতাংশ৷ 2-3 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 6.75 শতাংশ, নতুন হার- 6.7 শতাংশ৷
3 বছর থেকে 5 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.7 শতাংশ, নতুন হার 6.6 শতাংশ৷ 5-10 বছর সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.6 শতাংশ, নতুন হার 6.5 শতাংশ ৷