ETV Bharat / bharat

ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল SBI

সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI ।

ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল SBI
author img

By

Published : Jul 29, 2019, 4:18 PM IST

Updated : Jul 29, 2019, 6:29 PM IST

দিল্লি, 29 জুলাই : মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ বললে ভুল হবে না ৷ সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । সুদের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে আগামী 1 অগাস্ট থেকে । জুলাই মাসের শুরুতেই ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজ়িটের সুদের হার পরিবর্তন করেছিল । এবার সেই পথেই SBI ৷

দীর্ঘমেয়াদি স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট) ক্ষেত্রে 0.20 শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সুদের হার । স্বল্পমেয়াদি ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার 50 থেকে 75 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে ।

image
সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI

বিভিন্ন মেয়াদের আমানতে কমছে সুদ । কম সুদের হার থেকে রেহাই পাবেন না প্রবীণ নাগরিকরাও । নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার?

7 থেকে 45 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 5.75 শতাংশ, নতুন হার- 5 শতাংশ ৷

46 দিন থেকে 179 দিন পর্যন্ত যেমন এতদিন ব্যাঙ্ক সুদ দিত 6.25 শতাংশ । সেই সুদের পরিমাণ এ বার কমে দাঁড়াবে 5.75 শতাংশে ।

180 থেকে 210 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 6.35 শতাংশ, নতুন হার- 6.25 শতাংশ ৷ সুদ 0.10 শতাংশ কমে দাঁড়াবে 6.25 শতাংশ ।

211 দিন থেকে 1 বছরের কম পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.4 শতাংশ, নতুন হার 6.25 শতাংশ ৷

1 বছর থেকে 2 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 7 শতাংশ, নতুন হার- 6.8 শতাংশ৷ 2-3 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 6.75 শতাংশ, নতুন হার- 6.7 শতাংশ৷

3 বছর থেকে 5 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.7 শতাংশ, নতুন হার 6.6 শতাংশ৷ 5-10 বছর সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.6 শতাংশ, নতুন হার 6.5 শতাংশ ৷

দিল্লি, 29 জুলাই : মধ্যবিত্তের জন্য দুঃসংবাদ বললে ভুল হবে না ৷ সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI । সুদের পরিবর্তিত হার কার্যকর হচ্ছে আগামী 1 অগাস্ট থেকে । জুলাই মাসের শুরুতেই ব্যাঙ্ক অফ বরোদা, এইচডিএফসি ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক তাদের ফিক্সড ডিপোজ়িটের সুদের হার পরিবর্তন করেছিল । এবার সেই পথেই SBI ৷

দীর্ঘমেয়াদি স্থায়ী আমানতের (ফিক্সড ডিপোজ়িট) ক্ষেত্রে 0.20 শতাংশ পর্যন্ত কমানো হয়েছে সুদের হার । স্বল্পমেয়াদি ডিপোজ়িটের ক্ষেত্রে সুদের হার 50 থেকে 75 বেসিস পয়েন্ট পর্যন্ত কমানো হয়েছে ।

image
সমস্ত রকম ফিক্সড ডিপোজ়িটে সুদের হার কমাল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI

বিভিন্ন মেয়াদের আমানতে কমছে সুদ । কম সুদের হার থেকে রেহাই পাবেন না প্রবীণ নাগরিকরাও । নতুন নিয়ম অনুযায়ী কী দাঁড়াল পরিবর্তিত সুদের হার?

7 থেকে 45 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 5.75 শতাংশ, নতুন হার- 5 শতাংশ ৷

46 দিন থেকে 179 দিন পর্যন্ত যেমন এতদিন ব্যাঙ্ক সুদ দিত 6.25 শতাংশ । সেই সুদের পরিমাণ এ বার কমে দাঁড়াবে 5.75 শতাংশে ।

180 থেকে 210 দিনের ডিপোজ়িটে বর্তমান হার- 6.35 শতাংশ, নতুন হার- 6.25 শতাংশ ৷ সুদ 0.10 শতাংশ কমে দাঁড়াবে 6.25 শতাংশ ।

211 দিন থেকে 1 বছরের কম পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.4 শতাংশ, নতুন হার 6.25 শতাংশ ৷

1 বছর থেকে 2 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 7 শতাংশ, নতুন হার- 6.8 শতাংশ৷ 2-3 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার- 6.75 শতাংশ, নতুন হার- 6.7 শতাংশ৷

3 বছর থেকে 5 বছরের কম সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.7 শতাংশ, নতুন হার 6.6 শতাংশ৷ 5-10 বছর সময় পর্যন্ত ডিপোজ়িটে বর্তমান হার 6.6 শতাংশ, নতুন হার 6.5 শতাংশ ৷

Mumbai, July 29 (ANI): Bollywood actor Alia Bhatt was seen in Mumbai. She waved and smiled for shutterbugs. On workfront, Alia will be next seen in 'Brahmastra' alongside Ranbir Kapoor. Meanwhile, actor Janhvi Kapoor's sister Khushi Kapoor was also spotted in the city. She wore white dress for her appearance.


Last Updated : Jul 29, 2019, 6:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.