ETV Bharat / bharat

আগামী বছরের জানুয়ারিতেই মুক্তি পেতে পারেন শশীকলা

আদালত কর্তৃক যে জরিমানার কথা বলা হয়েছে, তা দিলে আগামী বছরের 27 জানুয়ারি মুক্তি পাবেন দুর্নীতি মামলার দোষী সাব্যস্ত ভি কে শশীকলা ।

ভি কে শশীকলা
ভি কে শশীকলা
author img

By

Published : Sep 15, 2020, 10:37 PM IST

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর : আগামী বছরের জানুয়ারিতেই সংশোধনাগার থেকে মুক্তি পেতে মিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ ভি কে শশীকলা । 2021 সালের 27 জানুয়ারি সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তিনি । কর্নাটকের বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধনাগারের তরফে একথা জানানো হয়েছে ।

দুর্নীতির মামলায় দোষী প্রমাণিত হওয়ার কারণে 2017 সাল থেকে সংশোধনাগারে সাজা কাটাচ্ছেন শশীকলা এবং তাঁর দুই আত্মীয় ইল্লাবারাসি ও সুধাকরন । তথ্যের অধিকার সংক্রান্ত আইনের আওতায় এক প্রশ্নের উত্তরে 11 সেপ্টেম্বর বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধনাগার জানিয়েছে, “আদালত কর্তৃক যে জরিমানার কথা বলা হয়েছে, তা দিয়ে কয়েদি নম্বর 9234-এর সম্ভব্য মুক্তির দিন 2021 সালের 27 জানুয়ারি ।” সংশোধনাগারের তরফে আরও জানানো হয়েছে, “যদি জরিমানার অর্থ না দেওয়া হয়, তবে তাঁর মুক্তি হবে 2022 সালের 27 ফেব্রুয়ারি ।”

প্রসঙ্গত, দুর্নীতির মামলার আদালত শশীকলাকে চার বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকার আর্থিক জরিমানায় দণ্ডিত করেছিল ।

জনসংযোগ আধিকারিক ও সুপারিনটেন্ডেন্ট আরও জানিয়েছেন, শশীকলা যদি প্যারোলে মুক্তি পান, সেক্ষেত্রে মুক্তির সম্ভব্য দিন বদল হতে পারে । সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই শশীকলা মুক্তি পেতে পারেন বলে সম্প্রতি একাধিক জল্পনা শুরু হয়েছে ।

আরও পড়ুন : DMK নেত্রী কানিমোঝির বাড়িতে আয়কর দপ্তরের হানা

সম্প্রতি আয়কর দপ্তর তামিলনাড়ুর রাজধানী ও তার আশেপাশে শশীকলা এবং তাঁর সহযোগীদের প্রায় 65 টি সম্পত্তির খোঁজ পেয়েছে । এর মধ্যে পোয়েস গার্ডেন এলাকায় নির্মীয়মাণ একটি বাড়ি রয়েছে । কানাঘুষো শোনা যায়, সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরে শশীকলা পোয়োস গার্ডেনের ওই বাড়িতেই থাকার পরিকল্পনা করেছিলেন ।

প্রসঙ্গত, 2017 সালে আয়কর দপ্তর শশীকলা ও তাঁর আত্মীয়দের সঙ্গে যোগ থাকার সন্দেহে 187 টি বাড়িতে হানা দিয়েছিল । প্রায় 1430 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শশীকলা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে ।

বেঙ্গালুরু, 15 সেপ্টেম্বর : আগামী বছরের জানুয়ারিতেই সংশোধনাগার থেকে মুক্তি পেতে মিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ঘনিষ্ঠ ভি কে শশীকলা । 2021 সালের 27 জানুয়ারি সংশোধনাগার থেকে মুক্তি পাবেন তিনি । কর্নাটকের বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধনাগারের তরফে একথা জানানো হয়েছে ।

দুর্নীতির মামলায় দোষী প্রমাণিত হওয়ার কারণে 2017 সাল থেকে সংশোধনাগারে সাজা কাটাচ্ছেন শশীকলা এবং তাঁর দুই আত্মীয় ইল্লাবারাসি ও সুধাকরন । তথ্যের অধিকার সংক্রান্ত আইনের আওতায় এক প্রশ্নের উত্তরে 11 সেপ্টেম্বর বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধনাগার জানিয়েছে, “আদালত কর্তৃক যে জরিমানার কথা বলা হয়েছে, তা দিয়ে কয়েদি নম্বর 9234-এর সম্ভব্য মুক্তির দিন 2021 সালের 27 জানুয়ারি ।” সংশোধনাগারের তরফে আরও জানানো হয়েছে, “যদি জরিমানার অর্থ না দেওয়া হয়, তবে তাঁর মুক্তি হবে 2022 সালের 27 ফেব্রুয়ারি ।”

প্রসঙ্গত, দুর্নীতির মামলার আদালত শশীকলাকে চার বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকার আর্থিক জরিমানায় দণ্ডিত করেছিল ।

জনসংযোগ আধিকারিক ও সুপারিনটেন্ডেন্ট আরও জানিয়েছেন, শশীকলা যদি প্যারোলে মুক্তি পান, সেক্ষেত্রে মুক্তির সম্ভব্য দিন বদল হতে পারে । সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই শশীকলা মুক্তি পেতে পারেন বলে সম্প্রতি একাধিক জল্পনা শুরু হয়েছে ।

আরও পড়ুন : DMK নেত্রী কানিমোঝির বাড়িতে আয়কর দপ্তরের হানা

সম্প্রতি আয়কর দপ্তর তামিলনাড়ুর রাজধানী ও তার আশেপাশে শশীকলা এবং তাঁর সহযোগীদের প্রায় 65 টি সম্পত্তির খোঁজ পেয়েছে । এর মধ্যে পোয়েস গার্ডেন এলাকায় নির্মীয়মাণ একটি বাড়ি রয়েছে । কানাঘুষো শোনা যায়, সংশোধনাগার থেকে মুক্তি পাওয়ার পরে শশীকলা পোয়োস গার্ডেনের ওই বাড়িতেই থাকার পরিকল্পনা করেছিলেন ।

প্রসঙ্গত, 2017 সালে আয়কর দপ্তর শশীকলা ও তাঁর আত্মীয়দের সঙ্গে যোগ থাকার সন্দেহে 187 টি বাড়িতে হানা দিয়েছিল । প্রায় 1430 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল শশীকলা ও তাঁর আত্মীয়দের বিরুদ্ধে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.