ETV Bharat / bharat

আদালতের নজরদারিতে সারদা চিটফান্ড তদন্তের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের

author img

By

Published : Feb 11, 2019, 1:02 PM IST

আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। বিনিয়োগকারীদের এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

দিল্লি, ১১ ফেব্রুয়ারি : আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। বিনিয়োগকারীদের এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

প্রধান বিচারপতি বলেন, তাঁরা মনিটরিং কমিটি গঠনে ইচ্ছুক নয়। তাঁরা চান, CBI চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক। এবং নিয়মিত শীর্ষ আদালতকে আপডেট দিতে থাকুক।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড দুর্নীতির তদন্ত করছে CBI। চিটফান্ড তদন্তে শনিবার থেকে শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সারদা চিটফান্ডে অন্য়তম অভিযুক্ত কুণাল ঘোষকেও। আজও দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দিল্লি, ১১ ফেব্রুয়ারি : আদালতের নজরদারিতে হোক সারদা চিটফান্ড তদন্ত। বিনিয়োগকারীদের এই আবেদন আজ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ মনিটরিং কমিটি গঠনের আবেদন খারিজ করে দেয়।

প্রধান বিচারপতি বলেন, তাঁরা মনিটরিং কমিটি গঠনে ইচ্ছুক নয়। তাঁরা চান, CBI চিটফান্ড দুর্নীতির তদন্ত করুক। এবং নিয়মিত শীর্ষ আদালতকে আপডেট দিতে থাকুক।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ড দুর্নীতির তদন্ত করছে CBI। চিটফান্ড তদন্তে শনিবার থেকে শিলঙে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সারদা চিটফান্ডে অন্য়তম অভিযুক্ত কুণাল ঘোষকেও। আজও দু'জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


Shillong (Meghalaya), Feb 11 (ANI): Former Trinamool Congress MP Kunal Ghosh, who joined Kolkata Police Commissioner Rajeev Kumar in the CBI enquiry in the Saradha scam case, left the investigating agency's office on Sunday, although he'll be back for another round of questioning tomorrow. CBI had started the questioning in the case with Kumar on Saturday following a brawl with Kolkata Police on Feb 3 when a CBI team had landed outside his residence. The whole scenario snowballed into a political uproar and West Bengal Chief Minister Mamata Banerjee had even sat on a dharna for three days until the Supreme Court ordered Kumar to cooperate in the case while restraining the CBI from arresting him.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.