ETV Bharat / bharat

পরীক্ষার জন্য সন্তোষ কুমারকে তিন সপ্তাহের প্যারোলে মুক্তি

সন্তোষ কুমার আইনের ছাত্র । 1996 সালে আইনের ছাত্রী প্রিয়দর্শিনী মাট্টুর ধর্ষণ ও খুনের দায়ে সন্তোষ কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয় । আদালত সূত্রে খবর, 21 মে সন্তোষকে মুক্তি দেওয়া হবে ।

দিল্লি হাইকোর্ট
author img

By

Published : May 14, 2019, 11:31 PM IST

দিল্লি, 14 মে : আজ দিল্লি হাইকোর্ট সন্তোষ কুমার সিং-কে তিন সপ্তাহের প্যারোলে মুক্তি দিল । সন্তোষ কুমার আইনের ছাত্র । ফাইনাল পরীক্ষায় বসার জন্য সে আবেদন করে । হাইকোর্টের বিচারপতি মুক্তা গুপ্তা সন্তোষ কুমারের আবেদন মঞ্জুর করেন । আইন বিভাগের ছাত্রী প্রিয়দর্শিনী মাট্টুর ধর্ষণ ও খুনের দায়ে 1996 সালে সন্তোষ কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয় । আদালত সূত্রে খবর, 21 মে সন্তোষকে মুক্তি দেওয়া হবে । তার পরীক্ষা শুরু হবে 24 মে থেকে ।

উল্লেখ্য, প্রিয়দর্শিনী মাট্টু (25) -কে ধর্ষণ ও খুনের অভিযোগে সন্তোষ 1996 সালে গ্রেপ্তার হয় । 2006 সালের 27 অক্টোবর দিল্লি হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় । এই রায়ের প্রতিবাদে সন্তোষ সুপ্রিম কোর্টে আপিল করে । 2010 সালে সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ।

দিল্লি, 14 মে : আজ দিল্লি হাইকোর্ট সন্তোষ কুমার সিং-কে তিন সপ্তাহের প্যারোলে মুক্তি দিল । সন্তোষ কুমার আইনের ছাত্র । ফাইনাল পরীক্ষায় বসার জন্য সে আবেদন করে । হাইকোর্টের বিচারপতি মুক্তা গুপ্তা সন্তোষ কুমারের আবেদন মঞ্জুর করেন । আইন বিভাগের ছাত্রী প্রিয়দর্শিনী মাট্টুর ধর্ষণ ও খুনের দায়ে 1996 সালে সন্তোষ কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয় । আদালত সূত্রে খবর, 21 মে সন্তোষকে মুক্তি দেওয়া হবে । তার পরীক্ষা শুরু হবে 24 মে থেকে ।

উল্লেখ্য, প্রিয়দর্শিনী মাট্টু (25) -কে ধর্ষণ ও খুনের অভিযোগে সন্তোষ 1996 সালে গ্রেপ্তার হয় । 2006 সালের 27 অক্টোবর দিল্লি হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় । এই রায়ের প্রতিবাদে সন্তোষ সুপ্রিম কোর্টে আপিল করে । 2010 সালে সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ।

New Delhi, May 13 (ANI): India has convened a World Trade Organisation (WTO) ministerial meeting of 16 developing and six least developed countries in Delhi today. Several leaders and business delegates attended this meeting in the national capital. Issues such as impasse on the appointment of WTO's appellate body members and way forward on reforms at the global trade body would be discussed in the meeting on May 13-14. The meeting is being held at a time when the multilateral rule-based trading system is facing serious and grave challenges. Participating countries include Argentina, Bangladesh, Barbados, Brazil, Chad, China, Egypt, Indonesia, Kazakhstan, Malaysia, Nigeria, Oman, Saudi Arabia, South Africa and Turkey.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.