ETV Bharat / bharat

চিফ ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ সঞ্জয় কোঠারির - Retired IAS Officer take oath as Chief Vigilance Commissioner

হরিয়ানা ক্যাডারের 1978-এর ব্যাচের অবসরপ্রাপ্ত IAS অফিসার সঞ্জয় কোঠারি আজ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে চিফ ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ করেন । শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী-সহ অন্যান্য উচ্চ পদাধিকারীরা উপস্থিত ছিলেন ।

Sanjay Kothari takes oath
চিফ ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ সঞ্জয় কোঠারির
author img

By

Published : Apr 25, 2020, 1:07 PM IST

দিল্লি, 25 এপ্রিল : চিফ ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার সঞ্জয় কোঠারি । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ পাঠ করান ।

হরিয়ানা ক্যাডারের 1978-এর ব্যাচের এই অবসরপ্রাপ্ত IAS অফিসার আজ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও অন্যান্য উচ্চ পদাধিকারীরা উপস্থিতি ছিলেন ।

শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রত্যেককে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় । প্রধানমন্ত্রীকে গামছা বা সুতির কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় । অন্যান্য অতিথিরা আবার মাস্ক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । সামাজিক দূরত্ব বজায় রাখতে অতিথিদের বসার চেয়ারের মধ্যেও ব্যবধান রাখা হয় ।

চিফ ভিজিল্যান্স কমিশনার পদের জন্য মনোনীত হওয়ার আগে রাষ্ট্রপতির সচিব ছিলেন সঞ্জয় কোঠারি । চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেলের মাধ্যমে তাঁকে এই পদের জন্য বেছে নেওয়া হয় ।

দিল্লি, 25 এপ্রিল : চিফ ভিজিল্যান্স কমিশনার পদে শপথ গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত IAS অফিসার সঞ্জয় কোঠারি । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে শপথ পাঠ করান ।

হরিয়ানা ক্যাডারের 1978-এর ব্যাচের এই অবসরপ্রাপ্ত IAS অফিসার আজ রাষ্ট্রপতি ভবনে একটি অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন । সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু ও অন্যান্য উচ্চ পদাধিকারীরা উপস্থিতি ছিলেন ।

শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রত্যেককে কোরোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যায় । প্রধানমন্ত্রীকে গামছা বা সুতির কাপড় দিয়ে মুখ ঢেকে রাখতে দেখা যায় । অন্যান্য অতিথিরা আবার মাস্ক পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । সামাজিক দূরত্ব বজায় রাখতে অতিথিদের বসার চেয়ারের মধ্যেও ব্যবধান রাখা হয় ।

চিফ ভিজিল্যান্স কমিশনার পদের জন্য মনোনীত হওয়ার আগে রাষ্ট্রপতির সচিব ছিলেন সঞ্জয় কোঠারি । চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন উচ্চ ক্ষমতাসম্পন্ন প্যানেলের মাধ্যমে তাঁকে এই পদের জন্য বেছে নেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.