দিল্লি, 22 জুন : পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকার পুনর্বিবেচনার আর্জি জানালেন BJP নেতা সম্বিত পাত্র । শীর্ষ আদালতে পেশ করা তাঁঁর আর্জির ছবি টুইটারে পোস্ট করেন সম্বিত । এই মর্মে আজ শুনানি।
টুইটারে BJP নেতা লেখেন, 23 জুন পুরীর রথযাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের প্রথম নির্দেশের পুনর্বিবেচনার আর্জি জানিয়েছি । সম্বিতের পাশাপাশি আরও 17 টি আবেদন জমা পড়েছে শীর্ষ আদালতে । প্রত্যেকে পুরীর রথযাত্রা স্থগিতের নির্দেশিকার পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ।
সম্বিত পাত্র বলেন, "ওড়িয়াদের কাছে রথযাত্রা শুধু একটি উৎসব নয়। এটা ওড়িয়াদের কাছে জীবন। রথযাত্রা ছাড়া আমরা কী ? আশা করি, জগন্নাথের আশীর্বাদ পাব। সোমবার আমি অনশনে বসব। এবং পুরীর প্রত্যেককেও একই অনুরোধ করব যাতে আমরা সুপ্রিম কোর্টে জিততে পারি।" ভক্তদের জমায়েত ছাড়া রথযাত্রার আবেদন জানিয়েছেন তিনি।
কয়েকদিন আগে পুরীর রথযাত্রায় স্থগিতাদেশ চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করেছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন । তারা পিটিশনে জানিয়েছিল, রথযাত্রায় 10 লাখেরও বেশি মানুষের সমাগম হয় । অনুষ্ঠান চলে 10 থেকে 12 দিন । এবছর রথযাত্রায় অনুমতি দেওয়া হলে লাখ লাখ মানুষকে সংক্রমিত হওয়ার জন্য আমন্ত্রণ করা হবে । তারা আরও জানায়, রথযাত্রায় অনুমতি দিলে তা রাজ্য সরকারের নির্দেশিকার বিরোধিতা করা হবে । এরপর 18 জুন শীর্ষ আদালত রথযাত্রায় স্থগিতাদেশ জারি করে । প্রধান বিচারপতি এস এ বোবদে জানান, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ।