ETV Bharat / bharat

BJP-তে যাচ্ছেন না সচিন পাইলট - sachin pilot

sachin-pilot
সচিন পাইলট
author img

By

Published : Jul 15, 2020, 9:39 AM IST

Updated : Jul 15, 2020, 11:12 AM IST

09:36 July 15

দিল্লি, 15 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন না সচিন পাইলট ৷ আজ সংবাদ মাধ্যমকে একথা জানালেন রাজস্থানের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ তিনি এখনও কংগ্রেসের কর্মী রয়েছেন, তা জানাতে ভোলেননি সচিন ৷

সচিন পাইলটের বিদ্রোহে রাজস্থানে সংকটে পড়েছিল কংগ্রেস সরকার ৷ গতকাল তাঁকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয় ৷ গত শনিবার তিনি দিল্লি উড়ে যাওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, সচিন কি BJP-তে যোগ দিচ্ছেন? সেই জল্পনা উড়িয়ে সচিন জানালেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন না ৷ ভবিষ্যতে কী করবেন তা এখনও ভাবেননি ৷ তবে রাজস্থানের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান সচিন ৷

এদিকে সচিন পাইলটকে সমর্থন জানিয়ে তিন জেলার কংগ্রেস অধ্যক্ষ পদত্যাগ করেন ৷ পালি, টঙ্ক ও গঙ্গানগর জেলার অধ্যক্ষরা পদত্যাগ করেন ৷ পাশাপাশি চিত্তোরগড় সেবাদলের জেলা অধ্যক্ষ আশারাম গাডরি ও NSUI-এর সর্বভারতীয় কো-অর্ডিনেটর দীপক সিং পদত্যাগ করেছেন ৷ 

গতকাল কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরযেওয়াল জানিয়েছিলেন, সচিন পাইলট ও বিদ্রোহী বিধায়কদের নোটিস পাঠানো হবে ৷ সেইমতো আজ প্রত্যেককে নোটিস পাঠানো হয় ৷ বিধায়ক পদ ছাড়তে নোটিস পাঠানো হয় তাঁদের ৷ 17 জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ৷ সূত্রের খবর, বিধায়ক পদ ছাড়তে হলে আদালতের দ্বারস্থ হতে পারেন সচিন অনুগামী বিধায়করা ৷ 

09:36 July 15

দিল্লি, 15 জুলাই : BJP-তে যোগ দিচ্ছেন না সচিন পাইলট ৷ আজ সংবাদ মাধ্যমকে একথা জানালেন রাজস্থানের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ তিনি এখনও কংগ্রেসের কর্মী রয়েছেন, তা জানাতে ভোলেননি সচিন ৷

সচিন পাইলটের বিদ্রোহে রাজস্থানে সংকটে পড়েছিল কংগ্রেস সরকার ৷ গতকাল তাঁকে উপ মুখ্যমন্ত্রী ও প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে বরখাস্ত করা হয় ৷ গত শনিবার তিনি দিল্লি উড়ে যাওয়ার পর রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে থাকে, সচিন কি BJP-তে যোগ দিচ্ছেন? সেই জল্পনা উড়িয়ে সচিন জানালেন, তিনি গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন না ৷ ভবিষ্যতে কী করবেন তা এখনও ভাবেননি ৷ তবে রাজস্থানের মানুষের জন্য কাজ করতে চান বলে জানান সচিন ৷

এদিকে সচিন পাইলটকে সমর্থন জানিয়ে তিন জেলার কংগ্রেস অধ্যক্ষ পদত্যাগ করেন ৷ পালি, টঙ্ক ও গঙ্গানগর জেলার অধ্যক্ষরা পদত্যাগ করেন ৷ পাশাপাশি চিত্তোরগড় সেবাদলের জেলা অধ্যক্ষ আশারাম গাডরি ও NSUI-এর সর্বভারতীয় কো-অর্ডিনেটর দীপক সিং পদত্যাগ করেছেন ৷ 

গতকাল কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরযেওয়াল জানিয়েছিলেন, সচিন পাইলট ও বিদ্রোহী বিধায়কদের নোটিস পাঠানো হবে ৷ সেইমতো আজ প্রত্যেককে নোটিস পাঠানো হয় ৷ বিধায়ক পদ ছাড়তে নোটিস পাঠানো হয় তাঁদের ৷ 17 জুলাইয়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে ৷ সূত্রের খবর, বিধায়ক পদ ছাড়তে হলে আদালতের দ্বারস্থ হতে পারেন সচিন অনুগামী বিধায়করা ৷ 

Last Updated : Jul 15, 2020, 11:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.