দিল্লি, 13 জুলাই : BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে আজই দেখা করতে পারেন সচিন পাইলট ৷ একটি সূত্র মারফত এই খবর সামনে এসেছে ৷ ওই একই সূত্রের দাবি, এই বৈঠকের পরই সচিন পাইলটের অবস্থান স্পষ্ট হতে পারে । প্রসঙ্গত, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী সচিন পাইলট ৷ দাবি করছেন, তাঁর সঙ্গে 30 জন কংগ্রেস-সহ, কয়েকজন নির্দল বিধায়কের সমর্থন রয়েছে ।
মধ্যপ্রদেশের কংগ্রেস শিবিরে ধস নামার ঠিক তিন মাস পরে ফের একবার বড়সড় ধাক্কা খেতে চলেছে কংগ্রেস ৷ এবার রাজস্থান ৷ রাজস্থান সরকারের অস্তিত্বকে প্রশ্নের মুখে ফেলে গতকালই দিল্লি উড়ে গেছেন সচিন পাইলট ৷ সঙ্গে রয়েছেন 16 জন কংগ্রেস বিধায়ক ও 3 নির্দল বিধায়ক ৷ আজ কংগ্রেসের দলীয় বিধায়কদের নিয়ে যে বৈঠক ডেকেছেন অশোক গেহলট, সূত্রের খবর, সেই বৈঠকে যোগ দিচ্ছেন না পাইলট ৷ পরিবর্তে BJP-র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে তিনি দেখা করতে পারেন ।
এদিকে গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত নিরব দর্শকের ভূমিকা নিয়েছে BJP ৷ সম্ভবত, গেহলট ও পাইলটের ক্ষমতা প্রদর্শনের লড়াই শেষ পর্যন্ত দেখার জন্যই BJP-র এই নিরবতা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা ৷ এদিকে আজ দলীয় বিধায়কদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন অশোক গেহলট ৷ এই বৈঠকে যাঁরা যাঁরা থাকবেন, তাঁরা পাইলটের সঙ্গে নেই বলে ধরে নেওয়া যেতে পারে ৷ অন্যদিকে যাঁরা যোগ দেবেন না, তাঁরা পাইলটপন্থী হিসেবে চিহ্নিত হবেন ৷ এতে দুই পক্ষই নিজের নিজের ক্ষমতা বুঝে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ৷