ETV Bharat / bharat

14 জুন খুলছে সবরীমালা - Sabarimala temple to reopen on June 14

14 জুন থেকে খুলবে সবরীমালা মন্দির । তবে, স্বাস্থ্য বিধি মেনে কড়া ব্যবস্থা নিয়েছে কেরালা সরকার । এক সময়ে 200 জনকে মন্দির দর্শনের জন্য অনুমতি দেওয়া হবে । সর্বাধিক 50 জন পারবেন গর্ভগৃহের কাছে যেতে । এবং 5 জন সদস্য নিয়ে গঠিত ছোটো ছোটো দর্শনের জন্য প্রবেশ করতে পারবেন । যাঁরা ভিন রাজ্য থেকে মন্দির দর্শনের জন্য আসবেন তাঁদের কোরোনা নেগেটিভ সার্টিফিকেট কেরালা সরকার অনুমদিত ই-জাগ্রথা পোর্টালে আপলোড করতে হবে ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 7, 2020, 9:41 AM IST

তিরুবনন্তপুরম, 7 জুন : কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল দেশের সমস্ত ধর্মীয়স্থানগুলি । বাদ পড়েনি সবরীমালাও । 75 দিনেরও বেশি সময়ের পর মন্দিরটি খোলার সিদ্ধান্ত নেওয়া হল । 14 জুন থেকে খুলবে যাবে সবরীমালা । তবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে খোলা হবে মন্দিরটি ।

মঙ্গলবার থেকেই খুলে দেওয়া হয়েছিল কেরালার বাকি ধর্মীয় স্থানগুলি । এরপরই সরকার ও দেবস্বম বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সবরীমালার মত বড় বড় ধর্মীয় স্থানগুলিকেও তীর্থ যাত্রীদের জন্য পুনরায় খোলা হবে । কিন্তু তাঁদের মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্য বিধি । ভিন রাজ্য থেকে যে সমস্ত তীর্থ যাত্রীরা আসবেন তাঁদেরকে দেখাতে হবে NO COVID শংসাপত্র ।

সবরীমালা খোলা হবে মিধুনামাসা পুজো (মালায়ালম ক্যালেন্ডার অনুযায়ী মেধুনাম মাসে যে পুজো হয় ) ও মন্দির উৎসবের জন্য । তবে তীর্থযাত্রীদের মধ্যে এক সময়ে 200 জনকে মন্দির দর্শনের জন্য অনুমতি দেওয়া হবে । সর্বাধিক 50 জন পারবেন গর্ভগৃহের কাছে যেতে । এবং 5 জন সদস্য নিয়ে গঠিত ছোটো ছোটো দর্শনের জন্য প্রবেশ করতে পারবেন । মন্দির দর্শনের সময় সূচি হল ভোর 4টে থেকে দুপুর 1টা । বিকেল 4টে থেকে রাত 11টা একটি (পাম্বার) বাদে সমস্ত প্রবেশদ্বার বন্ধ থাকবে ।

কেরালার মন্ত্রী কাদাকম্পালি সুরেন্দ্রন এই প্রসঙ্গে বলেন, " ভিন রাজ্য থেকে যে সকল দর্শনার্থী আসবেন তাঁদের অবশ্যই কেরালা সরকারের ই-জাগ্রথা পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে । এছাড়াও নথিভুক্তকরণের সময় তাঁদের ICMR অনুমোদিত যে কোনও পরীক্ষাগার থেকে কোরোনা নেগেটিভ রিপোর্টের একটি শংসাপত্র আপলোড করতে হবে । "

প্রসাদের জন্য অনলাইন বুকিং করতে হবে । অভিষেকের জন্য যে ঘি ব্যবহার করা হবে, সেই ঘি পরে কাউন্টার থেকে ভক্তরা পেতে পারেন । মন্ত্রী সাফ সাফ জানিয়ে দিয়েছেন পুজোর কাজের সঙ্গে যুক্ত যে সকল পুরোহিতদের বয়স 65 বছরের বেশি তাঁদের মন্দিরের কাজ থেকে অব্যাহতি নিতে হবে । মন্দিরে আসার জন্য পাম্বা অবধি KSRTC বাস চলাচল করবে । এছাড়া ভক্তরা নিজের যানবাহনও ব্যবহার করতে পারেন । পরের সপ্তাহে মাসিক পুজো ও বিশেষ অনুষ্ঠানের পরে 28 জুন মন্দির বন্ধ করে দেওয়া হবে ।

তিরুবনন্তপুরম, 7 জুন : কোরোনা সংক্রমণ রুখতে বন্ধ রাখা হয়েছিল দেশের সমস্ত ধর্মীয়স্থানগুলি । বাদ পড়েনি সবরীমালাও । 75 দিনেরও বেশি সময়ের পর মন্দিরটি খোলার সিদ্ধান্ত নেওয়া হল । 14 জুন থেকে খুলবে যাবে সবরীমালা । তবে বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সমস্ত রকম স্বাস্থ্য বিধি মেনে খোলা হবে মন্দিরটি ।

মঙ্গলবার থেকেই খুলে দেওয়া হয়েছিল কেরালার বাকি ধর্মীয় স্থানগুলি । এরপরই সরকার ও দেবস্বম বোর্ডের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সবরীমালার মত বড় বড় ধর্মীয় স্থানগুলিকেও তীর্থ যাত্রীদের জন্য পুনরায় খোলা হবে । কিন্তু তাঁদের মেনে চলতে হবে কঠোর স্বাস্থ্য বিধি । ভিন রাজ্য থেকে যে সমস্ত তীর্থ যাত্রীরা আসবেন তাঁদেরকে দেখাতে হবে NO COVID শংসাপত্র ।

সবরীমালা খোলা হবে মিধুনামাসা পুজো (মালায়ালম ক্যালেন্ডার অনুযায়ী মেধুনাম মাসে যে পুজো হয় ) ও মন্দির উৎসবের জন্য । তবে তীর্থযাত্রীদের মধ্যে এক সময়ে 200 জনকে মন্দির দর্শনের জন্য অনুমতি দেওয়া হবে । সর্বাধিক 50 জন পারবেন গর্ভগৃহের কাছে যেতে । এবং 5 জন সদস্য নিয়ে গঠিত ছোটো ছোটো দর্শনের জন্য প্রবেশ করতে পারবেন । মন্দির দর্শনের সময় সূচি হল ভোর 4টে থেকে দুপুর 1টা । বিকেল 4টে থেকে রাত 11টা একটি (পাম্বার) বাদে সমস্ত প্রবেশদ্বার বন্ধ থাকবে ।

কেরালার মন্ত্রী কাদাকম্পালি সুরেন্দ্রন এই প্রসঙ্গে বলেন, " ভিন রাজ্য থেকে যে সকল দর্শনার্থী আসবেন তাঁদের অবশ্যই কেরালা সরকারের ই-জাগ্রথা পোর্টালে নাম নথিভুক্ত করতে হবে । এছাড়াও নথিভুক্তকরণের সময় তাঁদের ICMR অনুমোদিত যে কোনও পরীক্ষাগার থেকে কোরোনা নেগেটিভ রিপোর্টের একটি শংসাপত্র আপলোড করতে হবে । "

প্রসাদের জন্য অনলাইন বুকিং করতে হবে । অভিষেকের জন্য যে ঘি ব্যবহার করা হবে, সেই ঘি পরে কাউন্টার থেকে ভক্তরা পেতে পারেন । মন্ত্রী সাফ সাফ জানিয়ে দিয়েছেন পুজোর কাজের সঙ্গে যুক্ত যে সকল পুরোহিতদের বয়স 65 বছরের বেশি তাঁদের মন্দিরের কাজ থেকে অব্যাহতি নিতে হবে । মন্দিরে আসার জন্য পাম্বা অবধি KSRTC বাস চলাচল করবে । এছাড়া ভক্তরা নিজের যানবাহনও ব্যবহার করতে পারেন । পরের সপ্তাহে মাসিক পুজো ও বিশেষ অনুষ্ঠানের পরে 28 জুন মন্দির বন্ধ করে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.