ETV Bharat / bharat

রাশিয়ার তৈরি ভ্য়াকসিন স্পুটনিক ভি 95% কার্যকরি, জানাল প্রস্তুতকারী সংস্থা - স্পুটনিক V-র কার্যকারিতা প্রায় 95 শতাংশ

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্লিনিকাল ট্রায়ালের অভ্য়ন্তরীণ বিশ্লেষণের তথ্য় অনুযায়ী স্পুটনিক ভি-র প্রথম ডোজ় দেওয়ার 28 দিন পর এর কার্যকারিতা 91.4 শতাংশ ৷ যা তারা আগেই জানিয়েছিল ৷ এবার সেই প্রথম ডোজ়ের কার্যকারিতা 42 দিন পর বেড়ে 95 শতাংশ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য় মন্ত্রক ৷

russias-sputnik-v-vaccine-is-95-per-cent-effective-cheaper-than-others-developers
রাশিয়ার তৈরি ভ্য়াকসিন স্পুটনিক V 95% কার্যকরি, জানালো প্রস্তুতকারী সংস্থা
author img

By

Published : Nov 24, 2020, 8:55 PM IST

মস্কো, 24 নভেম্বর : রাশিয়ার তৈরি কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন স্পুটনিক ভি-র কার্যকারিতা প্রায় 95 শতাংশ বলে জানাল সে দেশের স্বাস্থ্য় মন্ত্রক ৷ ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় দফার বিশ্লেষণের পর এমনটাই রিপোর্ট দিয়েছে রাশিয়া ৷ মস্কোর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ভি-র দু’টো ডোজ়ের দাম 20 মার্কিন ডলার ৷ যা রাশিয়ানদের জন্য় সম্পূর্ণ বিনামূল্য়ে দেবে সে দেশের সরকার ৷ তবে, স্পুটনিক ভি-র একটি ডোজ়ের দাম 10 ডলারেরও কম বলে জানিয়েছে তারা ৷

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্লিনিকাল ট্রায়ালের অভ্য়ন্তরীণ বিশ্লেষণের তথ্য় অনুযায়ী স্পুটনিক ভি-র প্রথম ডোজ় দেওয়ার 28দিন পর এর কার্যকারিতা 91.4 শতাংশ ৷ যা তারা আগেই জানিয়েছিল ৷ এবার সেই প্রথম ডোজ়ের কার্যকারিতা 42 দিন পর বেড়ে 95 শতাংশ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য় মন্ত্রক ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের CEO কিরিল দিমিত্রিভ জানান, রাশিয়ান গবেষণা কেন্দ্র গামালেয়া সেন্টার কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে বিশ্বের সবচেয়ে ভাল কার্যকরি ভ্য়াকসিন বানিয়েছে ৷ যার কার্যকরিতা 90 শতাংশেরও বেশি এবং তা অনেক সস্তা ৷ সেই তুলনায় সমতুল্য় বিশ্বের অন্য়ান্য় কার্যকরি কোরোনার ভ্য়াকসিনের দাম এর থেকে অনেক বেশি ৷

স্পুটনিক ভি-র বিশেষত্ব সম্পর্কে দিমিত্রিভ জানান, এটি তৈরি করতে দু’টি পৃথক মানব অ্য়াডেনোঊাইরাল ভেক্টর ব্য়বহার করা হয়েছে ৷ যা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সময়ের জন্য় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম ৷ যা সমতুল্য় অ্য়াডেনোভাইরাল ব্য়বহার করে তৈরি ভ্য়াকসিনের দু’টো ডোজ়েও সম্ভব নয় ৷ কার্যত মার্কিন ভ্য়াকসিন সংস্থা অ্য়াস্ট্রাজ়েনেকা ও পিফাইজ়ারের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে রাশিয়ার স্পুটনিক ভি । এর আগে 18 নভেম্বর পিফাইজ়ার ও বায়োএনটেক দাবি করেছিল, তাঁদের তৈরি কোরোনার ভ্য়াকসিন প্রায় 95 শতাংশ কার্যকরি ৷ ফলে কোরোনার ভ্য়াকসিন বের করার এই প্রতিযোগিতায়, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের আসল উদ্দেশ্য় কতটা সফল হবে সে নিয়ে সন্দিহান গবেষক মহল ৷

মস্কো, 24 নভেম্বর : রাশিয়ার তৈরি কোরোনা ভাইরাসের ভ্য়াকসিন স্পুটনিক ভি-র কার্যকারিতা প্রায় 95 শতাংশ বলে জানাল সে দেশের স্বাস্থ্য় মন্ত্রক ৷ ক্লিনিকাল ট্রায়ালের দ্বিতীয় দফার বিশ্লেষণের পর এমনটাই রিপোর্ট দিয়েছে রাশিয়া ৷ মস্কোর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পুটনিক ভি-র দু’টো ডোজ়ের দাম 20 মার্কিন ডলার ৷ যা রাশিয়ানদের জন্য় সম্পূর্ণ বিনামূল্য়ে দেবে সে দেশের সরকার ৷ তবে, স্পুটনিক ভি-র একটি ডোজ়ের দাম 10 ডলারেরও কম বলে জানিয়েছে তারা ৷

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ক্লিনিকাল ট্রায়ালের অভ্য়ন্তরীণ বিশ্লেষণের তথ্য় অনুযায়ী স্পুটনিক ভি-র প্রথম ডোজ় দেওয়ার 28দিন পর এর কার্যকারিতা 91.4 শতাংশ ৷ যা তারা আগেই জানিয়েছিল ৷ এবার সেই প্রথম ডোজ়ের কার্যকারিতা 42 দিন পর বেড়ে 95 শতাংশ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার স্বাস্থ্য় মন্ত্রক ৷ রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের CEO কিরিল দিমিত্রিভ জানান, রাশিয়ান গবেষণা কেন্দ্র গামালেয়া সেন্টার কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে বিশ্বের সবচেয়ে ভাল কার্যকরি ভ্য়াকসিন বানিয়েছে ৷ যার কার্যকরিতা 90 শতাংশেরও বেশি এবং তা অনেক সস্তা ৷ সেই তুলনায় সমতুল্য় বিশ্বের অন্য়ান্য় কার্যকরি কোরোনার ভ্য়াকসিনের দাম এর থেকে অনেক বেশি ৷

স্পুটনিক ভি-র বিশেষত্ব সম্পর্কে দিমিত্রিভ জানান, এটি তৈরি করতে দু’টি পৃথক মানব অ্য়াডেনোঊাইরাল ভেক্টর ব্য়বহার করা হয়েছে ৷ যা অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি সময়ের জন্য় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম ৷ যা সমতুল্য় অ্য়াডেনোভাইরাল ব্য়বহার করে তৈরি ভ্য়াকসিনের দু’টো ডোজ়েও সম্ভব নয় ৷ কার্যত মার্কিন ভ্য়াকসিন সংস্থা অ্য়াস্ট্রাজ়েনেকা ও পিফাইজ়ারের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে রাশিয়ার স্পুটনিক ভি । এর আগে 18 নভেম্বর পিফাইজ়ার ও বায়োএনটেক দাবি করেছিল, তাঁদের তৈরি কোরোনার ভ্য়াকসিন প্রায় 95 শতাংশ কার্যকরি ৷ ফলে কোরোনার ভ্য়াকসিন বের করার এই প্রতিযোগিতায়, কোরোনার বিরুদ্ধে লড়াইয়ের আসল উদ্দেশ্য় কতটা সফল হবে সে নিয়ে সন্দিহান গবেষক মহল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.