ETV Bharat / bharat

ভারতে স্পুটনিক ভি -র 100 মিলিয়ন ডোজ দেবে রাশিয়া - COVID 19

ডঃ রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ বলেছেন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে । এবার দেশের রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে সংস্থাটি ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পরিচালনা করবে।

স্পুটনিক ভি
স্পুটনিক ভি
author img

By

Published : Sep 16, 2020, 7:42 PM IST

Updated : Sep 16, 2020, 10:09 PM IST

মস্কো, 16 সেপ্টেম্বর : বুধবার রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল ভারতের ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজগুলিকে তার COVID-19 ভিসিনের 100 মিলিয়ন ডোজ সরবরাহ করার চুক্তি নিশ্চিত করল । RDIF এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্পুটনিকের একটি বিবৃতি তুলে ধরা হয়েছে । তাতে বলা আছে , " রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল, RDIF এবং ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড (ডাঃ রেড্ডি) ভারতে ক্লিনিকাল ট্রায়াল ও স্পুটনিক ভি ভ্যাকসিন বিতরণে সহযোগিতা করতে সম্মত হয়েছে। ভারতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরে, RDIF ডাঃ রেড্ডির এই ভ্যাকসিনের 100 মিলিয়ন ডোজ সরবরাহ করবে ।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে 2020র শেষের দিকেই তারা এই ভ্যাকসিনের ডেলিভারি দেওয়া শুরু করবে ।

ডঃ রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ বলেছেন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে । এবার দেশের রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে সংস্থাটি ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পরিচালনা করবে।


জিভি প্রসাদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ," ভারতে ভ্যাকসিনটি আনতে আমরা RDIF র সঙ্গে অংশীদার হয়ে খুশি । প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে । আমরা ভারতীয় রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে দেশে তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত করব । স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে COVID 19 এর বিরুদ্ধে লড়াইয়ে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হতে পারে ।"

ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি করে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন RDIF এর CEO কিরিল দিমিত্রিভ । তিনি বলেন , "ডাঃ রেড্ডি 25 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় খুব সুপ্রতিষ্ঠিত এবং সম্মানিত । এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিকাল সংস্থা। ভারত সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত দেশগুলির মধ্যে রয়েছে । আমরা বিশ্বাস করি যে আমাদের মানব অ্যাডেনোভাইরাস ডুয়েল ভেক্টর প্ল্যাটফর্মটি কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধে ভারতের কাছে একটি নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে বৈধতাপ্রাপ্ত বিকল্প হবে । RDIF এর অংশীদাররা কোরোনভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য একটি কার্যকর এবং নিরাপদ ড্রাগ পাবে ।"

গত সপ্তাহে, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছিল যে COVID-19-এর বিরুদ্ধে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ব্যাচটি সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ করা হয়েছে । সংবাদ সংস্থা ANI সূত্রে খবর।

মস্কো, 16 সেপ্টেম্বর : বুধবার রাশিয়ার প্রত্যক্ষ বিনিয়োগ তহবিল ভারতের ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজগুলিকে তার COVID-19 ভিসিনের 100 মিলিয়ন ডোজ সরবরাহ করার চুক্তি নিশ্চিত করল । RDIF এর একটি প্রেস বিজ্ঞপ্তিতে স্পুটনিকের একটি বিবৃতি তুলে ধরা হয়েছে । তাতে বলা আছে , " রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিল, RDIF এবং ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড (ডাঃ রেড্ডি) ভারতে ক্লিনিকাল ট্রায়াল ও স্পুটনিক ভি ভ্যাকসিন বিতরণে সহযোগিতা করতে সম্মত হয়েছে। ভারতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পরে, RDIF ডাঃ রেড্ডির এই ভ্যাকসিনের 100 মিলিয়ন ডোজ সরবরাহ করবে ।" বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে 2020র শেষের দিকেই তারা এই ভ্যাকসিনের ডেলিভারি দেওয়া শুরু করবে ।

ডঃ রেড্ডির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জিভি প্রসাদ বলেছেন, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে । এবার দেশের রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে সংস্থাটি ভারতে তৃতীয় পর্যায়ের ট্রায়াল পরিচালনা করবে।


জিভি প্রসাদ একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেন ," ভারতে ভ্যাকসিনটি আনতে আমরা RDIF র সঙ্গে অংশীদার হয়ে খুশি । প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার ফলাফল প্রতিশ্রুতি দেখিয়েছে । আমরা ভারতীয় রেগুলেটরি প্রয়োজনীয়তা মেটাতে দেশে তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত করব । স্পুটনিক ভি ভ্যাকসিন ভারতে COVID 19 এর বিরুদ্ধে লড়াইয়ে একটি বিশ্বাসযোগ্য বিকল্প হতে পারে ।"

ভারতীয় সংস্থার সঙ্গে চুক্তি করে তাঁরা সন্তুষ্ট বলে জানিয়েছেন RDIF এর CEO কিরিল দিমিত্রিভ । তিনি বলেন , "ডাঃ রেড্ডি 25 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় খুব সুপ্রতিষ্ঠিত এবং সম্মানিত । এটি ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিকাল সংস্থা। ভারত সবচেয়ে মারাত্মকভাবে প্রভাবিত দেশগুলির মধ্যে রয়েছে । আমরা বিশ্বাস করি যে আমাদের মানব অ্যাডেনোভাইরাস ডুয়েল ভেক্টর প্ল্যাটফর্মটি কোভিড ১৯-এর বিরুদ্ধে যুদ্ধে ভারতের কাছে একটি নিরাপদ এবং বৈজ্ঞানিকভাবে বৈধতাপ্রাপ্ত বিকল্প হবে । RDIF এর অংশীদাররা কোরোনভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য একটি কার্যকর এবং নিরাপদ ড্রাগ পাবে ।"

গত সপ্তাহে, রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ঘোষণা করেছিল যে COVID-19-এর বিরুদ্ধে স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ব্যাচটি সাধারণ নাগরিকদের জন্য প্রকাশ করা হয়েছে । সংবাদ সংস্থা ANI সূত্রে খবর।

Last Updated : Sep 16, 2020, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.