ETV Bharat / bharat

রাশিয়ায় ছিলেন নেতাজি ? মস্কোর কাছেও তথ্য নেই, জানাল কেন্দ্র - Narendra Modi

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন জানান, রাশিয়ার কাছে নেতাজি সংক্রান্ত তথ্য চেয়েছিল ভারত ৷ কিন্তু, রাশিয়া জানিয়েছে, তারা কোনও নথি খুঁজে পায়নি ৷

নেতাজি
author img

By

Published : Jul 24, 2019, 6:03 PM IST

দিল্লি, 24 জুলাই : ক্ষমতায় আসার পর রাশিয়ার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত তথ্য চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার ৷ কিন্তু মস্কো জানিয়েছে, সেদেশের আর্কাইভে নেতাজি সংক্রান্ত কোনও নথি খুঁজে পাওয়া যায়নি ৷ আজ একথা জানান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন ৷

লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান, 2014 সাল থেকে মস্কোর কাছে নেতাজি সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছিল ৷ এর মধ্যে ছিল, 1945 সালের অগাস্টের আগে বা পরে রাশিয়াতে নেতাজি ছিলেন কি না ৷

মুরলীধরন বলেন, "রাশিয়া সরকার জানিয়েছে, নেতাজি নিয়ে তাদের আর্কাইভ থেকে কোনও তথ্য তারা পাচ্ছে না ৷ ভারতের অনুরোধের পর ফের তদন্ত করেও মস্কো কোনও অতিরিক্ত নথি খুঁজে পায়নি ৷"

উল্লেখ্য, নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর জারি ছিল ৷ 2016 সালে 23 জানুয়ারি নেতাজি সংক্রান্ত 100টি গোপন নথির ডিজিটাল সংস্করণ প্রকাশ করে মোদি সরকার ৷

দিল্লি, 24 জুলাই : ক্ষমতায় আসার পর রাশিয়ার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত তথ্য চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার ৷ কিন্তু মস্কো জানিয়েছে, সেদেশের আর্কাইভে নেতাজি সংক্রান্ত কোনও নথি খুঁজে পাওয়া যায়নি ৷ আজ একথা জানান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন ৷

লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান, 2014 সাল থেকে মস্কোর কাছে নেতাজি সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছিল ৷ এর মধ্যে ছিল, 1945 সালের অগাস্টের আগে বা পরে রাশিয়াতে নেতাজি ছিলেন কি না ৷

মুরলীধরন বলেন, "রাশিয়া সরকার জানিয়েছে, নেতাজি নিয়ে তাদের আর্কাইভ থেকে কোনও তথ্য তারা পাচ্ছে না ৷ ভারতের অনুরোধের পর ফের তদন্ত করেও মস্কো কোনও অতিরিক্ত নথি খুঁজে পায়নি ৷"

উল্লেখ্য, নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর জারি ছিল ৷ 2016 সালে 23 জানুয়ারি নেতাজি সংক্রান্ত 100টি গোপন নথির ডিজিটাল সংস্করণ প্রকাশ করে মোদি সরকার ৷

Sirohi (Rajasthan), July 24 (ANI): Two French tourists got injured after their bike was hit by Rajasthan State Road Transport Corporation (RSRTC) bus. The incident took place in Rajasthan's Sirohi on Tuesday. Injured have been admitted to the hospital for medical treatment. While speaking to ANI, Superintendent of Police (SP) of Sirohi Kalyan Mal Meena said, "The French tourists were going to Udaipur. They have received minor injuries and their medical treatment is underway."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.