ETV Bharat / bharat

কাশ্মীর ইশু: রাষ্ট্রসংঘে চিনের ডাকা বৈঠক নিয়ে অবস্থান স্পষ্ট রাশিয়ার - কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে রুদ্ধদ্বার বৈঠক ডাকল চিন

কাশ্মীর নিয়ে রাষ্ট্রসংঘে চিনের ডাকা বৈঠক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল রাশিয়া ৷ কাশ্মীর সম্পূর্ণভাবে ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে জানিয়ে দিলেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত ৷

image
রাশিয়ার রাষ্ট্রদূত
author img

By

Published : Jan 17, 2020, 12:17 PM IST

দিল্লি, 17 জানুয়ারি : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) রুদ্ধদ্বার বৈঠক ডাকল চিন ৷ কাশ্মীর ইশুতেই ডাকা হয় এই বৈঠক ৷ এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাশিয়া ৷ গোটা বিষয়টি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে দাবি করেছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলায় কুদাশেভ ৷ কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদলের সফর নিয়েও মুখ খোলেন তিনি ৷ বলেন, আমার কাশ্মীর সফরে যাওয়ার কোনও কারণ নেই ৷ এটা ভারতের অভ্যন্তরীণ ইশু ৷ এ নিয়ে কোনও দ্বিধা নেই ৷

দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইশু নিয়ে টানাপোড়েন চলছে ৷ এবার এই বিষয় নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিস্তারিত আলোচনা চেয়েছে চিন ৷ এবার কাশ্মীর নিয়ে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া নিজের অবস্থান স্পষ্ট করল ৷

ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলায় কুদাশেভ নিজেদের মতামত স্পষ্ট করেন ৷ কাশ্মীর পুরোপুরি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে দাবি করেন তিনি ৷ তিনি বলেন, ‘‘ আমরা কখনওই এ বিষয়টি রাষ্ট্রসংঘের আলোচনায় নিয়ে যাওয়ার পক্ষপাতী নই ৷’’

দিল্লি, 17 জানুয়ারি : রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) রুদ্ধদ্বার বৈঠক ডাকল চিন ৷ কাশ্মীর ইশুতেই ডাকা হয় এই বৈঠক ৷ এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাশিয়া ৷ গোটা বিষয়টি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে দাবি করেছেন ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলায় কুদাশেভ ৷ কাশ্মীরে বিদেশি প্রতিনিধিদলের সফর নিয়েও মুখ খোলেন তিনি ৷ বলেন, আমার কাশ্মীর সফরে যাওয়ার কোনও কারণ নেই ৷ এটা ভারতের অভ্যন্তরীণ ইশু ৷ এ নিয়ে কোনও দ্বিধা নেই ৷

দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইশু নিয়ে টানাপোড়েন চলছে ৷ এবার এই বিষয় নিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিস্তারিত আলোচনা চেয়েছে চিন ৷ এবার কাশ্মীর নিয়ে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়া নিজের অবস্থান স্পষ্ট করল ৷

ভারতে রাশিয়ার রাষ্ট্রদূত নিকোলায় কুদাশেভ নিজেদের মতামত স্পষ্ট করেন ৷ কাশ্মীর পুরোপুরি ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় বলে দাবি করেন তিনি ৷ তিনি বলেন, ‘‘ আমরা কখনওই এ বিষয়টি রাষ্ট্রসংঘের আলোচনায় নিয়ে যাওয়ার পক্ষপাতী নই ৷’’

New Delhi, Jan 17 (ANI): Speaking to ANI, Foreign Minister of Maldives, Abdulla Shahid backed India on Citizenship (Amendment) Act and the abrogation of article 370. He asserted that no country should intervene in decisions taken by the elected representatives of a nation. "It is essential that democracy functions, in India we see a very vibrant democracy. It is not for other countries in the region or otherwise to intervene when the processes are taken. India has the right to decide on its laws," said Maldives Foreign Minister.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.