ETV Bharat / bharat

সাত মাসে সর্বোচ্চ টাকার দাম - market

আজ বাজার বন্ধ হওয়া পর্যন্ত টাকার (রুপি) দাম ৫৭ পয়সা বাড়ল। উল্লেখ্য, আজ টাকার দাম বাড়ায় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত সাত মাসে শিখরে পৌঁছল আজ। এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হল ৬৮.৫৩ টাকা।

সাত মাসে সর্বোচ্চ টাকার দাম
author img

By

Published : Mar 18, 2019, 11:33 PM IST

মুম্বই, ১৮ মার্চ : আজ বাজার বন্ধ হওয়া পর্যন্ত টাকার (রুপি) দাম ৫৭ পয়সা বাড়ল। উল্লেখ্য, আজ টাকার দাম বাড়ায় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত সাত মাসে শিখরে পৌঁছল আজ। এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হল ৬৮.৫৩ টাকা। বিদেশি মুদ্রার আমদানি বাড়ার কারণে এবং বিদেশের বাজারে ডলারের স্থিতি দুর্বল হওয়ার জন্যই টাকার দামে বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছরের ১০ অগাস্টের পর এই প্রথম এতটা বাড়ল টাকার দাম।

আজ বাজার খোলার সময়ে টাকার দাম ডলারের তুলনায় ৬৮.৯২ টাকা ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছে, ঘরোয়া বাজারে বহু বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন।

মুম্বই, ১৮ মার্চ : আজ বাজার বন্ধ হওয়া পর্যন্ত টাকার (রুপি) দাম ৫৭ পয়সা বাড়ল। উল্লেখ্য, আজ টাকার দাম বাড়ায় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত সাত মাসে শিখরে পৌঁছল আজ। এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হল ৬৮.৫৩ টাকা। বিদেশি মুদ্রার আমদানি বাড়ার কারণে এবং বিদেশের বাজারে ডলারের স্থিতি দুর্বল হওয়ার জন্যই টাকার দামে বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছরের ১০ অগাস্টের পর এই প্রথম এতটা বাড়ল টাকার দাম।

আজ বাজার খোলার সময়ে টাকার দাম ডলারের তুলনায় ৬৮.৯২ টাকা ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছে, ঘরোয়া বাজারে বহু বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন।

Jammu, Mar 18 (ANI): Minister of State in Prime Minister's Office (PMO) Jitendra Singh, Jammu and Kashmir BJP president Ravinder Raina and others paid their last respects to Goa Chief Minister Manohar Parrikar at state party office on Monday. Raina said, "Parrikar Sir's sudden death is a great loss for the BJP as well as the country. He was a true patriot, hard-working and honest leader." The 63-year-old leader breathed his last on Sunday at his residence after suffering from pancreatic ailment for a year.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.