ETV Bharat / bharat

চেন্নাইয়ের কাছে গাড়ি আটকে 5 কোটি টাকা বাজেয়াপ্ত - 5 কোটি টাকা নগদ উদ্ধার করল তামিলনাড়ু পুলিশ

তামিলনাড়ুর তিরুভাল্লুর গুম্মিদিপুন্দি থেকে 5.22 কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করল তামিলনাড়ু পুলিশ । এই বিপুল পরিমাণ নগদ অন্ধ্রপ্রদেশের এক জুয়েলারের বলে জানা গেছে৷ যিনি চেন্নাই থেকে গয়না কেনার জন্য ওই টাকা পাঠিয়েছিলেন ।

5 crore cash recovered Tamil Nadu police, investigation continues
5 কোটি টাকা নগদ উদ্ধার করল তামিলনাড়ু পুলিশ, তদন্ত অব্যাহত
author img

By

Published : Jul 17, 2020, 3:13 AM IST

চেন্নাই, 16 জুলাই : বুধবার দিনের ব্যস্ত সময়ে একটি গাড়ি আটকে 5.22 কোটি টাকা বাজেয়াপ্ত করল তামিলনাড়ু পুলিশ । চেন্নাইয়ের কাছে গাড়ি তল্লাশির সময় ওই পরিমাণ টাকা উদ্ধার করা হয় । তিরুভাল্লুর পুলিশ জানিয়েছে, তামিলনাড়ু রাজ্যের নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি গুম্মিদিপুন্দির কাছে আটক করা হয়েছে । বৈধ কাগজ ছাড়াই গাড়িতে করে নগদ 60 লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছে চালক ।

ধৃত চালক নাগরাজনের দাবি, তারা ওই টাকা জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে দিতে যাচ্ছিল৷ গাড়ির অপর দুই আরোহী লক্ষ্মী নারায়ণ ও বসন্ত অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের বাসিন্দা৷ চেন্নাইয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে । পুলিশের তরফে 60 লাখ টাকা উদ্ধারের কথা বলা হলেও, নগদ 5.22 কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে একটি সূত্রে জানা গেছে৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই টাকা অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের নাল্লামাল্লি বাবু নামে এক গয়না ব্যবসায়ীর । তিনি চেন্নাই থেকে গয়না কেনার জন্য এই টাকা পাঠিয়েছিলেন । বৈধ কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করার পর আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয় । প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, ধরার পড়ার পর ওই তিনজন দাবি করে, গাড়িটি অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রীর । যদিও মন্ত্রী তা অস্বীকার করেন । পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

চেন্নাই, 16 জুলাই : বুধবার দিনের ব্যস্ত সময়ে একটি গাড়ি আটকে 5.22 কোটি টাকা বাজেয়াপ্ত করল তামিলনাড়ু পুলিশ । চেন্নাইয়ের কাছে গাড়ি তল্লাশির সময় ওই পরিমাণ টাকা উদ্ধার করা হয় । তিরুভাল্লুর পুলিশ জানিয়েছে, তামিলনাড়ু রাজ্যের নম্বরপ্লেট যুক্ত একটি গাড়ি গুম্মিদিপুন্দির কাছে আটক করা হয়েছে । বৈধ কাগজ ছাড়াই গাড়িতে করে নগদ 60 লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছে চালক ।

ধৃত চালক নাগরাজনের দাবি, তারা ওই টাকা জরুরি ভিত্তিতে চেন্নাইয়ে দিতে যাচ্ছিল৷ গাড়ির অপর দুই আরোহী লক্ষ্মী নারায়ণ ও বসন্ত অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের বাসিন্দা৷ চেন্নাইয়ের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে । পুলিশের তরফে 60 লাখ টাকা উদ্ধারের কথা বলা হলেও, নগদ 5.22 কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল বলে একটি সূত্রে জানা গেছে৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ওই টাকা অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলের নাল্লামাল্লি বাবু নামে এক গয়না ব্যবসায়ীর । তিনি চেন্নাই থেকে গয়না কেনার জন্য এই টাকা পাঠিয়েছিলেন । বৈধ কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ টাকা বাজেয়াপ্ত করার পর আয়কর বিভাগের হাতে তুলে দেওয়া হয় । প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, ধরার পড়ার পর ওই তিনজন দাবি করে, গাড়িটি অন্ধ্রপ্রদেশের এক মন্ত্রীর । যদিও মন্ত্রী তা অস্বীকার করেন । পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.